২০০০ টাকার নোটে রং লেগে গেলে কীভাবে নোট বদলাবেন, গাইডলাইন দিল RBI

হোলি খেলার সময় শরীরে, জামা কাপড়ে রং লাগার সাথে সাথে পকেটে থাকা নোটেও লেগে যায় রং। যা নিয়ে বড্ড অসুবিধায় পরতে হয় আমাদের। দোকানদাররা রং লাগানো কোনমতেই নিতে চান না। তাই আমরা খুঁজে পাইনা রং লাগা ওই নোট নিয়ে কি করবো? ২০১৭ সালের রিজার্ভ ব্যাঙ্কের একটি নির্দেশিকা বলছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোনো নোট পরিবর্তন বা বদলে দেওয়ার কথা অস্বীকার করতে পারে না। তবে সেই নোট অবশ্যই আসল হতে হবে, নকল হলে চলবে না।

RBI Guidelines for Damaged Notes

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জানিয়েছে, নোট ব্যবহারের ক্ষেত্রে মানুষকে সচেতন হওয়া প্রয়োজন। নোটে রং লাগানো অথবা নোংরা করা থেকে বিরত থাকতে হবে বা এমনভাবে ব্যবহার করা উচিত যাতে চিঁড়ে না যায়। এতে দেশের জাতীয় সম্পদের ক্ষতি। RBI জানিয়েছে, কোনও ছেঁড়া বা রং লাগানো নোট বদলানোর সময় ব্যাঙ্ক কর্তৃপক্ষ জেওডিআই বুঝতে পারে নোটটি ইচ্ছাকৃতভাবে ছেঁড়া হয়েছে তাহলে আপনাকে জেলও হতে পারে।

Damage Note Exchange

তবে সব নোট পরিবর্তন করা সম্ভব নয়। RBI জানিয়েছে, যেসব নোট বহু টুকরো হয়ে গিয়েছে বা আগুনে অনেকটা অংশ পুড়ে গিয়েছে বা আঠা বা অন্য কিছু দিয়ে একে অপরের সঙ্গে জোড়া লেগে গিয়েছে এমন নোট যা একদম ব্যবহার করার যোগ্য নয় তা ব্যাঙ্কে গিয়ে পরিবর্তন করা যাবে না।

RBI Note Exchange Rules

How to Exchange Damaged Notes

তার পরিবর্তে সেই সব নোটকে রিজার্ভ ব্যাঙ্কের নির্দিষ্ট শাখায় নিয়ে এসে তা পরিবর্তন করার নির্দিষ্ট নিয়ম মানতে হবে। যদি কোন নোটের উপর রাজনৈতিক স্লোগান বা রাজনৈতিক কিছু লেখা থাকে তাহলে রিজার্ভ ব্যাঙ্কের স্পষ্ট নির্দেশ আছে সেইসব নােটকে বাতিল নোট বলে চিহ্নিত করতে পারে যে কোন ব্যাঙ্ক। এ রকম নোট ব্যাঙ্কে গিয়ে জমা করা যাবে না।

2000 Rupee Note Exchange Rules

২০০০ টাকার ক্ষেত্রে নতুন নিয়মে যা বলা হয়েছে। যদি আপনার ২০০০ টাকার ছেঁড়া নোটের আকার ৮৮ বর্গ সেন্টিমিটার পর্যন্ত থাকে তাহলে আপনি ২০০০ টাকায় ফেরৎ পাবেন। সেরকমই যদি ৪৪ বর্গ সেন্টিমিটার পর্যন্ত নোটের অংশ সুরক্ষিত থাকে তাহলে অর্ধেক মূল্য ফেরত পাবেন।

200 Rupee Note Exchange Rules

সেক্ষেত্রে বলে রাখা ভালো ২০০০ হাজার টাকার নোটের আকার ১০৯.৫৬ বর্গ সেন্টিমিটার। ২০০ টাকার নোটের ক্ষেত্রেও একই রকম পদ্ধতি বা নিয়ম। নোটের ৭৮ বর্গ সেন্টিমিটার সুরক্ষিত থাকলে পাবেন পুরো মূল্য ও ৩৯ বর্গ সেন্টিমিটার সুরক্ষিত থাকলে পাবেন অর্ধেক টাকা।