

সোশ্যাল মিডিয়ার সুবাদে আজ রানু মন্ডলকে (Ranu Mondal) গোটা দেশ চিনে নিয়েছে বেশ ভাল করে। রানাঘাটের রানু মন্ডলের গান মুগ্ধ করেছে গোটা দেশের মানুষকে। রানাঘাট স্টেশন থেকে মুম্বাই পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন রানু মন্ডল। লতাকন্ঠি রানুর গান তাকে একসময় খ্যাতি, নাম, যশ সবই এনে দিয়েছে। তবে ভাগ্যের ফেরে আবার তাকে তার পুরনো জীবনেই ফিরে যেতে হয়েছে।
ইদানিং রানাঘাটের সেই ভাঙ্গা পুরনো বাড়িতে আধ পেটা খেয়েই দিন কাটাতে হচ্ছিল রানু মন্ডলকে। তবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কিছু ছবি বলে দিচ্ছে রানু মন্ডলের সুদিন আবার ফিরেছে। আমুল বলে গিয়েছে তারা জীবন। শুধু তাই নয় তার চেহারাতেও এসেছে আমুল পরিবর্তন। দারুণ মেক আপের গুণে এখন আর যেন তাকে চেনাই যায় না!
রানু মন্ডল এখনও বাঙালি ইউটিউবারদের কাছে হট টপিক। মুম্বাই ফেরত রানু মন্ডলের জীবন নিয়ে বায়োপিকও তৈরি হচ্ছে। রানাঘাটের স্টেশনে বসে গান শুনিয়ে উপার্জন করতেন রানু মন্ডল। সোশ্যাল মিডিয়ার সুবাদে তার খ্যাতি যেভাবে ছড়িয়ে পড়ে তা তার জীবন রাতারাতি বদলে দেয়। রানু মণ্ডলের জীবনের এই পর্যায়ের গল্পটা রূপকথার থেকে কম কিছু নয়। এহেন রানু মন্ডলকে সেজেগুজে লাগছে ঠিক যেন কোনও এক সুন্দরী রাজকন্যে!
রানু মন্ডলকে নিয়ে ভাইরাল হওয়া প্রায় প্রতিটি ভিডিওতেই অসংলগ্ন কথা বলার দরুণ ট্রোল হতে হয় গায়িকাকে। এহেন রানু মন্ডলকে অনেকেই মানসিক ভারসাম্যহীন বলেন। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল রানু মন্ডলের নতুন ছবি দেখে কার্যত তাদের মুখ বন্ধ হয়ে গিয়েছে। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে অসাধারণ মেকআপ, সারা গায়ে হীরের গয়না এবং সাদা রঙের লেহেঙ্গা চোলি পরে ফটোশুট করছেন রানু মন্ডল!
এই ভাইরাল ছবিগুলোতে রানু মন্ডলকে এত সুন্দরী লাগছে যে তার থেকে চোখ ফেরানো যাচ্ছে না। ছবি দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। একটি ফেসবুক একাউন্ট থেকে এই ছবিগুলি শেয়ার করা হয়েছে। ছবিগুলো এখন সোশ্যাল মিডিয়াতে রীতিমত ভাইরাল হচ্ছে রানু মন্ডলের নাম নিয়ে। তবে আদতে কি এটা রানু মণ্ডলের ছবি?
সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলো ছড়িয়ে পড়েছে তা দেখে অনেকেই সন্দেহ করছেন যে ছবিগুলো হয়তো রানু মন্ডলের ছবি নয়। এডিট করে রানু মন্ডলের মুখ বসিয়ে ছবিগুলো বানানো হয়েছে। তবে সে যাই হোক না কেন, এই ছবি কিন্তু প্রমাণ দিচ্ছে কম বয়সে রানু মন্ডল দেখতে এমন কিছু খারাপও ছিলেন না!