লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) গান গেয়েই একসময় দুবেলার পেটের ভাতের যোগান হত। রানাঘাট স্টেশনে যাত্রীদের লতা মঙ্গেশকরের গান গেয়ে শোনাতেন তিনি। লতাকন্ঠী রানু মন্ডল লতা মঙ্গেশকরের গাওয়া গান গেয়ে ভাইরাল হয়েছেন। মুম্বাইয়ের দোরগোড়া থেকে ঘুরে আসতে পেরেছেন। আজও তাকে নিয়ে চর্চা চলে সোশ্যাল মিডিয়াতে। তবে তা তার বেফাঁস মন্তব্যের জন্য।
সম্প্রতি প্রয়াত হয়েছেন লতা মঙ্গেশকর। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। সংগীতের দুনিয়ার সুর সম্রাজ্ঞীকে হারিয়ে হা হুতাশ করছেন তার ভক্তরা। মন খারাপ সকলেরই। লতাকন্ঠী রানু মন্ডলকেও (Ranu Mondal) এই মৃত্যু সংবাদের পরিপ্রেক্ষিতে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। লতার গান তাকে সারা ভারতে জনপ্রিয়তা এনে দিয়েছে। সেই তিনিই কিনা ক্যামেরার সামনেই বড় গলায় বললেন, “লতা মঙ্গেশকর মারা গিয়েছেন, ভালোই হয়েছে”!
ভারতবর্ষের নাইটিঙ্গেলের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছে গোটা দেশ। অনুরাগীরা তার আত্মার শান্তি কামনা করছেন। তার গাওয়া গানের মাধ্যমেই তাকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখার অঙ্গীকার করছেন। লতার মৃত্যুর পর রানু মন্ডলের কাছে পৌঁছে যান এক ইউটিউবার। ভাইরাল হওয়ার পর রানু মন্ডলের কাছে ইউটিউবারদের যাতায়াত লেগেই আছে। ওই ইউটিউবার রানু মন্ডলকে প্রশ্ন করেন লতাজি প্রয়াত হয়েছেন, এ সম্পর্কে তার মতামত কী? জবাবে রানু মন্ডলকে যা বলতে শোনা গেল সেই নিয়ে নেট মাধ্যমে তুমুল তরজা চলছে।
তিনি বলেন, “সবই ওপর ওয়ালার ইচ্ছা। সবাইকেই তো এক দিন না একদিন চলে যেতেই হয়। এতে খারাপ লাগার বা কষ্ট পাওয়ার কিছুই নেই। লতা মঙ্গেশকর মারা গিয়েছেন ভালোই হয়েছে”। এ পর্যন্ত শুনে অনেকেরই মনে হতে পারে রানু মন্ডল খারাপ কথা বলেছেন। তবে আদতে কিন্তু রানু মন্ডল লতা মঙ্গেশকর সম্পর্কে মোটেও খারাপ কথা বলেননি। তিনি যা বলতে চেয়েছেন তার মর্মার্থ এই যে এই পৃথিবীতে সকল মানুষ ভালবাসতে পারেন না। লতা মঙ্গেশকর ভগবানের কাছে গিয়েছেন। তিনি সেখানেই ভাল থাকবে না।
আরও পড়ুন :- লতা মঙ্গেশকর বয়সে বড় হতে পারে আমি সম্মানে বড় : রানু মন্ডল
রানু মন্ডলের কথায়, “ভগবানের কাছে তো কোনো মানুহসের কথা চলে না। যখন ডাক আসবে যেতে হবেই। তাছাড়া পৃথিবীতে মানুষ অবহেলিত, মানুষকে মানুষ বলে মনে করে না কেউ। এর থেকে চলে গিয়েছেন ভালো হয়েছে। কারণ পৃথিবীতে কজন ভালোবাসতে পারে”! রানু মন্ডলের কথার অর্থ না বুঝে অনেকেই তার বিরুদ্ধে মন্তব্য করছেন। তবে যারা তার এলোমেলো কথার মধ্য থেকে তার মনোভাব বুঝতে সক্ষম হয়েছেন তারা তার প্রশংসাই করছেন।