রানু মন্ডলের সঙ্গে ডুয়েট গাইলেন বাদাম কাকু! পেলেন ‘পারফেক্ট কাপল’ খেতাব

বীরভূমের কুড়ালজুড়ি গ্রামের বাদামের ফেরিওয়ালা ভুবন বাদ্যকরকে (Bhuban Badyakar) আজ কে না চেনেন? সোশ্যাল মিডিয়ার দৌলতে ছড়িয়ে পড়েছে তার খ্যাতি। কাঁচা বাদাম নিয়ে গান বেঁধে ভাইরাল হয়েছেন তিনি। ‘বাদাম কাকু’ (Badam Kaku) হিসেবে নতুন পরিচয় পেয়েছেন। গান গেয়ে বারংবার সোশ্যাল মিডিয়ার চর্চার বিষয়বস্তু হয়েছেন তিনি। এবার রানাঘাটের রানু মন্ডলের (Ranu Mondal) সঙ্গে গান গেয়ে ফের একবার ভাইরাল (Viral Video) হলেন বাদাম কাকু!

বীরভূমের বাদাম কাকুর পরিচয় যেমন সকলেই জানেন, তেমনই রানাঘাটের রানু মন্ডলকেও কমবেশি সকলেই চেনেন। লতা কন্ঠী রানু মন্ডল রানাঘাটের স্টেশনচত্বর থেকে ঘুরে এসেছেন মুম্বাইয়ের দোরগোড়া থেকেও। সোশ্যাল মিডিয়ার দৌলতে দুজনেই বেশ জনপ্রিয়। তবে এ পর্যন্ত কখনও মুখোমুখি হননি তারা। কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল তাদের গাওয়া ডুয়েট গান! ব্যাপারটা কি?

Kacha Badam Official Song Ft Bhuban Badyakar on Goduli Bela Music

রানু মন্ডলের সঙ্গে গান গাইছেন বাদাম কাকু! তাও আবার বলিউডের একটি গান। সবটাই আদতে কম্পিউটার এডিটিংয়ের কামাল। বিশেষ একটি অ্যাপ্লিকেশনের ব্যবহারে রানু মন্ডলের ছবি এবং বাদাম কাকুর ছবিকে সচল করে বলিউড গানে তাদের লিপসিঙ্ক করানো হয়েছে। এতটাই দক্ষতার সঙ্গে এডিট করা হয়েছে যে একনজরে দেখলে মনে হবে তারা আদতেই ডুয়েট গাইছেন।

ভিডিওটি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। বাদাম কাকু সোশ্যাল মিডিয়ার হট টপিক। এদিকে রানু মন্ডলও মাঝেমধ্যেই নেটিজেনদের চর্চার বিষয়বস্তু হয়ে ওঠেন। তাদের নিয়ে এমন মজার একটি ভিডিও দেখে হেসে কুটোপাটি হলেন নেটিজেনরা। তারা মজার মজার কমেন্ট লিখে যাচ্ছেন ভিডিওর নিচে।

রানু মন্ডলের মতই আচমকা জনপ্রিয়তা পেয়েছেন ভুবন বাদ্যকর। তবে রানু তার জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি। আচরণগত ত্রুটির কারণে ভক্তরাই আজ তার বিপক্ষে কথা বলেন। ভুবন বাদ্যকরও অচিরেই হারিয়ে যাবেন ভাইরালের ট্রেন্ড থেকে! এমনটাই আশঙ্কা তার ভক্তদেরও।