‘ইষ্টিকুটুম না ছাড়লে মরে যেতাম’, টলিউডের ষড়যন্ত্রে হারিয়ে গেল সবার প্রিয় ‘বাহামণি’

বাংলা টেলিভিশনে (Bengali Telivision) স্বল্প কেরিয়ারেই কিস্তিমাত করেছিলেন ‘ইষ্টিকুটুম’ (Istikutum) এর ‘বাহমণি’ (Bahamoni) ওরফে রনিতা দাস (Ranieeta Dash)। যদিও তার আগে অবশ্য ‘ধন্যি মেয়ে’ নামের আরেকটি ধারাবাহিকেও তিনি অভিনয় করতেন। কিন্তু তাকে সার্বিক জনপ্রিয়তা এনে দেয় ‘ইষ্টিকুটুম’। খুব কম দিনের মধ্যেই তিনি দর্শকের মন জয় করে নিতে পেরেছিলেন। তবে আচমকাই ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেলেন রনিতা।

ইষ্টিকুটুম চলাকালীন মাঝপথেই বিদায় নিয়েছিলেন রনিতা। তার বদলে নতুন নায়িকা হয়ে উঠেছিলেন ‘বাহামণি’। তবে দর্শক কিন্তু আজও মিস করছেন তাদের প্রিয় ‘বাহমণি’কে। কেরিয়ারের এমন এক পর্যায়ে নিজেকে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে নিয়েছিলেন রনিতা যখন তার কদর ছিল আকাশছোঁয়া। কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি? তবে এও শোনা যায় টলিউডই নাকি রনিতাকে ইন্ডাস্ট্রি থেকে ব্যান করেছিল! আসল সত্যিটা কী? এতদিনে মুখ খুললেন অভিনেত্রী।

যদিও ইষ্টিকুটুম থেকে বিদায় নেওয়ার কারণ হিসেবে জানানো হয়েছিল রনিতা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন শুটিং করতে করতে। তার ওভারিতে সমস্যা দেখা যায়। মেরুদন্ডের প্রচন্ড ব্যাথায় তিনি দাঁড়াতে পারতেন না। ওজন বৃদ্ধির সমস্যাও দেখা দেয়। শারীরিক অসুস্থতার কারণেই রনিতা শুটিং ছেড়ে সরে দাঁড়িয়েছিলেন। তবে মতান্তরে টলিউডে গুঞ্জন ছড়িয়ে পড়ে ‘বাহামণি’র অত্যধিক জনপ্রিয়তাই নাকি রনিতার মাথা বিগড়ে দিয়েছিল! তাই তিনি শ্যুটিং ছেড়ে দিয়েছিলেন।

অনেকেই মনে করেন ইষ্টিকুটুম ধারাবাহিকটি জেদের বশে ছেড়েছেন রণিতা। তবে তিনি জানান, শারীরিক কারণে ধারাবাহিকটি থেকে সরে আসতে হয়েছিল তাকে। মেরুদন্ডে ব্যথা, ওভারিতে সমস্যা সব মিলিয়ে তার পক্ষে আর ধারাবাহিকে কাজ করা সম্ভব হয়নি। রনিতা বলেন, ইষ্টিকুটুম ছেড়ে যাওয়ার কারণে আমার বিরুদ্ধে কেস করা হয়েছিল পরে অবশ্য তা মিটে যায়। সিরিয়ালটি আসলে আমি অসুস্থতার কারনে ছেড়েছিলাম।

এদিকে রনিতা ‘ইষ্টিকুটুম’ ছাড়ার দিন কয়েকের মধ্যেই তার প্রেমিক সৌপ্তিক চক্রবর্তীও ‘জল নুপুর’ ধারাবাহিক ছেড়ে সরে দাঁড়িয়েছিলেন। এর থেকে বিতর্ক আরও বাড়ে। স্টুডিও পাড়াতে সকলে সন্দেহ করতে থাকেন রনিতা এবং সৌপ্তিক নাকি নিজেদের মধ্যে আলোচনা করেই কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন একসঙ্গে। তবে একথা অবশ্য রনিতারা স্বীকার করতে চান না।

অভিনেত্রী আরও বলেন, মেরুদণ্ডের ব্যথায় দাঁড়াতে পারতাম না, ওজন খুব বেশি বেড়ে যাচ্ছিল, তাছাড়া অনেক সমস্যা দেখা দিয়েছিল কিন্তু তারপরেও টানা রিকশায় বসে শর্ট দিয়েছিলাম। সিরিয়াল না ছাড়লে হয়তো মরেই যেতাম। অন্যদিকে “জল নূপুর” ধারাবাহিকের থেকে সৌপ্তিক বিচ্ছিন্ন হওয়ার কারণ হিসেবে বলেন অভিনয় জায়গাটা হারিয়ে যাচ্ছিল। দুজনে একসাথে অভিনয় ছেড়ে দেওয়ার কারণে ইন্ডাস্ট্রি থেকে রনিতা এবং সৌপ্তিককে ব্যান করা হয়। ২০২০ সালের ফেব্রুয়ারীতে তাদের সম্পর্কের ১০ বছর পূর্ণ হয়েছে।