রাণী রাসমণী সিরিয়ালে মা সারদার চরিত্রে অভিনয় করা এই মেয়েটি আসলে কে

করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে মা সারদার চরিত্রে অভিনয় করছে অয়ন্যা চট্টোপাধ্যায় (Ayanna Chatterjee)। আট বছরের শিশুশিল্পী অনন্যা দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া।

এত কম বয়সে অভিনয় জগতে পা রাখলেও নিজের অভিনয় দক্ষতা দিয়ে সকলের মন জয় করে নিয়েছে সে। তবে করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে অভিনয় করার আগে সে একটি বিজ্ঞাপনে অভিনয় করেছে।

আরও ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা তার।”গড গিফটেড” দক্ষতাও বলা চলে। ছোটবেলায় আয়নার সামনে দাড়িয়ে প্রিয় অভিনেত্রী শ্রাবন্তি (শ্রাবন্তী চ্যাটার্জী)-র মতন হওয়ার চেষ্টা করত সে।

   

আর পছন্দের নায়ক? আবির। তবে শ্রাবন্তীর সাথে দেখা করার ইচ্ছে এখনও আছে তার।

এক সাক্ষাৎকারে ছোট অনন্যা জানিয়েছে, শুটিং সেটে যখন প্যাক আপ হয়ে যায় তখন অন্যদের শুটিং দেখা এবং গল্প করার পাশাপাশি ক্রিকেট খেলতে ভালোবাসে সে।

আর ক্রিকেট খেলার সঙ্গী? গদাধর, অর্থাৎ সৌরভ সাহা। পাশাপাশি তার পরিবারের সাথেও খেলে সে। গদাধরকে সে সৌরভ দা বলেই ডাকে।

আরও পড়ুন : কড়ি খেলা ধারাবাহিকের নায়িকা বাস্তবে কে, রইলো তার আসল পরিচয়

বাড়িতে থাকলে অবশ্য ক্রিকেট ছেড়ে মাঝেমধ্যে ফুটবল খেলাও চলে। পাশাপাশি পুতুল খেলাতেও মাতে মাঝেমধ্যে। অনলাইন ক্লাস চলায় বেস্ট ফ্রেন্ড দেবশ্রী মিত্রর সাথেও দেখা হচ্ছে না তার। সেই কারণে ভীষন মন খারাপ তার।

আরও পড়ুন : খেলাঘর সিরিয়ালের নায়িকা পূর্ণা বাস্তবে কে, রইলো তার আসল পরিচয়

আরও পড়ুন : রাণী রাসমণীতে মা ভবতারিণীর চরিত্রে কে অভিনয় করছে, রইলো অভিনেত্রীর আসল পরিচয়

তাকে টিভিতে দেখে ভালো বলেছে এবং তাকে অভিনন্দন জানিয়েছে তার স্কুলের টিচাররা। নিজেকে টিভিতে দেখতে তার নিজেরও বেশ ভালই লাগছে।