জন্মেই হাসপাতালে বদলে গিয়েছিলেন রানি মুখার্জি, মেয়েকে খুঁজে বের করেছিলেন মা

বলিউড (Bollywood) তারকাদের জীবনে কতই না অদ্ভুত ঘটনা ঘটে। বিভিন্ন সাক্ষাৎকারে তারা তাদের জীবনের সেই ঘটনাবলী ভক্তদের সামনে তুলে ধরেন। বলিউড অভিনেত্রী রানি মুখার্জীও (Rani Mukherjee) সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার জীবনে ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনার কথা তুলে ধরেছেন। এই ঘটনাটি তার সঙ্গে ঘটেছিল আজ থেকে প্রায় ৪৪ বছর আগে। বাঙালি পরিবারের এই মেয়ে নাকি এক পাঞ্জাবি পরিবারের কাছে অদল বদল হয়ে গিয়েছিলেন! ঠিক সিনেমার মত।

সালটা ১৯৭৮, দিন ২১শে মার্চ। প্রযোজক-পরিচালক রাম মুখোপাধ্যায় এবং কৃষ্ণা মুখোপাধ্যায়ের মেয়ের জন্ম হয়েছে সদ্য। পরিবারের সকলেই বেশ খুশি। আচমকা ঘটে যায় এক দুর্ঘটনা। হাসপাতালের কর্মীর গাফিলতিতে দুই পরিবারের মধ্যে সন্তান অদল বদল হয়ে যায়। ছোট্ট রানিকে পৌঁছে দেওয়া হয় এক পাঞ্জাবি পরিবারের কাছে। পাঞ্জাবি পরিবারের শিশুটিকে তুলে দেওয়া হয় রানির মায়ের হাতে।

তবে মা তার সন্তানকে ঠিকই চিনতে পারেন। ওই শিশুকে দেখেই রানির মা বুঝতে পেরে যান এই সন্তান তার নয়। তিনি যুক্তি দেখিয়ে বলেন ওই শিশুর চোখের মণির রং বাদামি। এরপরই হাসপাতালে কৃষ্ণার সন্তানের খোঁজে হুলুস্থুল পড়ে যায়। সকলে মিলে একরত্তি রানিকে খোঁজা শুরু হয়। রানির মা নিজের সন্তানকে না পেয়ে অস্থির হয়ে ওঠেন। শেষ পর্যন্ত তিনিই বিছানা থেকে নেমে মেয়ের খোঁজ শুরু করেন।

শেষমেষ তিনি তার মেয়েকে খুঁজে পান এক পাঞ্জাবি দম্পতির কোলে। মেয়েকে খুঁজে পেয়ে তবে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি। এই ঘটনা নিয়ে রানিকে নাকি আজও তার পরিবারের সকলে মজা করেন। রানি সাক্ষাৎকারে বলেছেন, ‘আজও আমাকে বলা হয় আমি নাকি আদতে পাঞ্জাবি। ভুল করে তোমাকে আমরা বাঙালি ঘরে নিয়ে এসেছি’! তবে রানির জীবনী ঘাঁটলে দেখা যায় পাঞ্জাবি পরিবারের সঙ্গে তার ভালোই যোগসূত্র রয়েছে। কিভাবে জানেন?

সেদিন হাসপাতালের সেই ঘটনাই শুধু নয়, বড় হয়েও নাকি পাঞ্জাবি পরিবারে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন রানি। শেষমেষ তার বিয়ে হয় পাঞ্জাবি পরিবারেই। ২০১৪ সালে প্রযোজক-পরিচালক যশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়াকে তিনি বিয়ে করেন। সেই থেকে পাঞ্জাবি পরিবারের পুত্রবধূ হয়েছেন এই‌ বাঙালি কন্যে। রানী এবং আদিত্যর মেয়ে আদিরা বর্তমানে বাঙালি এবং পাঞ্জাবি উভয় সংস্কৃতিতেই বেড়ে উঠছেন।