দক্ষিণকে টেক্কা দিতে ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে আসছে বলিউড, জানা গেল ছবি মুক্তির তারিখ

আগুন তাকে ছুঁতেও পারে না! আগুনের সঙ্গে তার সম্পর্ক আর পাঁচজন সাধারণ মানুষের মতো নয়। তিনি হলেন অগ্নি, অশুভ শক্তির বিরুদ্ধে দেবতাদের লড়াইয়ের অন্যতম অস্ত্র! চার বছর পর এমনই এক ধামাকাদার কামব্যাক অপেক্ষা করেছিল রণবীর কাপুরের (Ranbir Kapoor) জন্য। বুধবার মুখোপাধ্যায়ের স্বপ্নের প্রজেক্ট ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) এর ট্রেলার মুক্তি পেল। ছবির শুধু ট্রেলার মুক্তি পেতেই রীতিমত ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে।

‘ব্রহ্মাস্ত্র’কে কার্যত হলিউডের মতো সিরিজ আকারে আনা হতে চলেছে। ছবির তিনটি পর্বের মধ্যে প্রথম পর্বে প্রধানত শিবের (শিবা) কাহিনী দেখানো হবে। ট্রেলারের শুরুতেই অমিতাভ বচ্চন গুরুগম্ভীর কণ্ঠে বলছেন বায়ু, জল, আকাশ, ক্ষিতি, অগ্নি – এই পাঁচ শক্তি নিয়ে সবথেকে শক্তিশালী অস্ত্র হলো ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্রের রক্ষাকর্তা হল শিবা (রণবীর কাপুর)।

এই প্রথম বলিউডে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন রণবীর এবং আলিয়া। ছবিতে রণবীর-আলিয়া ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়। ছবির অন্যতম আকর্ষণ পৌরাণিক গাথার সঙ্গে কল্পকাহিনীর অভূতপূর্ব মিশেল। আর অবশ্যই দক্ষিণের মত দুর্দান্ত VFX এর চমক তো রয়েইছে। এই ছবি বলতে গেলে বলিউডের ভাগ্য বদলে দেবে।

ছবির ট্রেলারের মাঝেই শোনা যাচ্ছে অরিজিৎ সিংয়ের কন্ঠে ‘কেশরিয়া’ গান। সঙ্গে রণবীর-আলিয়ার রোমান্টিক কেমিস্ট্রিটাও জমজমাট। ভারতের ঐতিহ্যবাহী সংস্কৃতি, পৌরাণিক গল্পের আশ্রয়ে দুর্দান্ত কাহিনী, সঙ্গে VFX এর চমক আর রণবীর-আলিয়ার প্রেমের রসায়ন নিয়ে এই ছবি কার্যত দক্ষিণের ইন্ডাস্ট্রির বিরুদ্ধে বলিউডেরই ব্রহ্মাস্ত্র হতে চলেছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।RANBIR AND ALIA AT BRAMHASTR

ছবিটি মুক্তি পাবে আগামী ৯ই সেপ্টেম্বর। ছবিটি বানাতে সর্বমোট খরচ হয়েছে ৩০০ কোটি টাকা। পরিচালকের কথায়, ‘নতুন একটা সিনেমাটিক ইউনিভার্সের সূচনা হল। দ্য অস্ত্রাভার্স, আমার মনে হয় ব্রহ্মাস্ত্র এমন একটা ছবি যার জন্য প্রত্যেক ভারতীয় গর্ববোধ করবেন। এই ছবির সঙ্গে জড়িয়ে আছে আমাদের শিকড়, আমাদের ঐতিহ্যশালী সংস্কৃতির সঙ্গে টেকনোলজির যথাযথ মিশেল। এটা ভারতের ছবি, স্বপ্নের ছবি।’ হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালাম ভাষাতে মুক্তি পাবে ছবিটি।