ভেঙে যাচ্ছে দীর্ঘ সম্পর্ক, বিবাহ-বিচ্ছেদের পথে বলিউড সুন্দরী

বিয়ের তারিখ ছিল বিগত বছরের ৭ জুন। গোয়ায় ডেস্টিনেশন ওয়েডিং হয়েছিল ধুম ধাম করে ।বিয়ের সবে একবছর পার হয়েছে, কিন্তু এর মধ্যেই বিবাহ বিচ্ছেদের পথে সুস্মিতা সেনের ভাই রাজীব সেন এবং স্ত্রী চারু অসোপার।

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল দুজনের দাম্পত্য জীবনে। জানা যাচ্ছে এই ঝামেলা ক্রমশ বাড়তে থাকায় সম্পর্কে ইতি টানার কথা ভাবছেন তারা।

জানা যাচ্ছে বেশ কিছু মাস আগে থেকেই আলাদা থাকতে শুরু করেন তারা দুজনে।তবে রাজীব সেনকে এই বিষয় জিজ্ঞেস করতে গেলে তিনি হেসে এড়িয়ে যান। তার কথায় তারা কর্মসূত্রে আলাদা থাকলেও ফাটল ধরেনি সম্পর্কে। তবে এই বিষয়টিতে ভক্তরা সন্দেহপ্রকাশ করেছিলেন।

তাদের সম্পর্কে ফাটলের ছাপ পড়তে থাকে তাদের সোশ্যাল মিডিয়াতেও। দেখা যায় ইনস্টাগ্রাম থেকে দুজনের একসঙ্গে তোলা সব ছবিই ডিলিট করে দিয়েছেন তারা। তবে আসল খটকাটা সেখানে নয়।

অনেকেই বিয়ের পরেও পদবী একই রাখেন কিন্তু চারু বিয়ের পরে তার নামের পরে সেন পদবিটি যুক্ত করেছিলেন।কিন্তু কিছু মাস আগে যেমন দুজনের ছবি ডিলিট গেল তেমনই নিজের নামের পর থেকে সেন পদবিটাও সরিয়ে ফেললেন চারু।তাহলে কি বিবাহ বিচ্ছেদের পথেই হাটতে চলেছেন তারা?

চারু কে এই বিষয় প্রশ্ন করা হয় যার উত্তরে চারু বলেন এই বিষয় নিয়ে আপাতত কোনো কথাই বলতে নারাজ তিনি। তবে রাজীব কিন্তু চুপ থাকেননি। তিনি জানান যে তার মতে চারুর বিশাল বন্ধুমহলের কেউ চারুর ব্রেইন ওয়াশ করেছে যার ফলেই তাদের সম্পর্কের এই পরিণতি।

শুধু তাই নয়, রাজিব এও বলেন এই ঘটনার পেছনে আসল কালপ্রিটের নাম যখনই তিনি জানতে পারবেন তখনই তিনি তার নাম সহ ছবি প্রকাশ্যে আনবেন। কিন্তু এখানে প্রশ্ন থেকেই যায়, কিরকম ব্রেইন ওয়াশ? কি বোঝানো হয়েছে তাকে? অবশ্য সেই প্রশ্নের উত্তর রাজিব দেননি।