Rajdeep Gupta Is Coming With New Serial After Panchami : সম্প্রতি শেষ হয়েছে পঞ্চমী (Panchami) ধারাবাহিক। সেই ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেতা রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)। তবে এই অভিনেতার বাংলা সিরিয়ালে পথ সুদীর্ঘ হলেও কোনও সিরিয়ালেরই মেয়াদ বেশি দিনের হয়নি। এরমধ্যে শোনা যাচ্ছে আবার নতুন সিরিয়ালে অভিনয় করবেন তিনি।
রাজদীপ গুপ্তকে মানুষ দেখেছে ‘ওগো বধূ সুন্দরী‘ (Ogo Bodhu Sundori) -তে। তিনি এই ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন। তারপর তিনি বড়পর্দাতেও অভিনয় করেছেন। কিন্তু বাংলা ধারাবাহিক থেকে বহুদিন দূরে ছিলেন। তারপর পঞ্চমীর মধ্যে দিয়ে তিনি প্রায় ৬ বছর পর ফিরছিলেন ধারাবাহিকে। সেখানেও তার অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছিল।
যদিও পঞ্চমীর মাঝপথেই তিনি ধারাবাহিক ছেড়ে দেন। তাতে যথেষ্ট মনখারাপ হয়ে গিয়েছিল তার অনুরাগীদের। আর পঞ্চমী শেষ হওয়ার পরেই সু খবর নিয়ে এলেন রাজদীপ। তিনি আবার একটি ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন। কিন্তু সেটা স্টার জলসা বা জী বাংলায় নয়। তিনি এবার আসছেন সান বাংলা (Sun Bangla) -য়।
জানা যাচ্ছে, সান বাংলার নতুন একটি সিরিয়ালে অভিনেতা হিসেবে কাজ করতে চলেছেন রাজদীপ। ধারাবাহিকে তার সঙ্গী হবেন অভিনেত্রী জ্যাসমিন রায়। তবে জুটিতে দেখা যাবে না তাদের। বরং কাহিনীতে থাকবে একাধিক ট্যুইস্ট। কিন্তু সেটা এখনও জানা যায়নি।
ইতিমধ্যে গাঁটছড়া ধারাবাহিকে ‘তানির’ চরিত্রে দেখা গিয়েছে জ্যাসমিন রায়কে। তার আগে তিনি ত্রি নয়নী, মায়ার বাঁধনের মত ধারাবাহিকে অভিনয় করেছিলেন। আবার সান বাংলার ‘আমার সোনা চাঁদের কণা’ ধারাবাহিকে লিড রোলে ছিলেন তিনি। আরও একবার সান বাংলাতেই নতুন গল্পে ফিরতে চলেছেন অভিনেত্রী।
আরও পড়ুন : ‘কোই মিল গেয়া’র ‘জাদু’ আসলে কে? রইলো জাদুর আসল পরিচয়
আরও পড়ুন : ‘বিছানায় হাতেনাতে ধরেছি…’, সোমির সঙ্গে ঘনিষ্ঠ সালমানকে হাতেনাতে ধরেন সঙ্গীতা
শীঘ্রই এই ধারাবাহিকের বিষয়ে বিস্তারিত জানা যাবে। তার আগে মুখ খুলতে নারাজ চ্যানেল কর্তৃপক্ষ। এদিকে এই নতুন ধারাবাহিকের অভিনেতা রাজদীপ জানিয়েছেন, প্রাথমিক কথাবার্তা হয়েছে। তবে পাকা কিছুই হয়নি। সিদ্ধান্ত চূড়ান্ত হলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে।