‘গোধূলি আলাপ’-এর ডোনা আসলে কে, রইল অভিনেত্রীর আসল পরিচয়

‘গোধূলি আলাপ’-এর ডোনা আসলে কে, রইল অভিনেত্রীর আসল পরিচয়

Raj Chakraborty launched his niece in Bengali mega serial as actress

বলিউডের নেপো কিং করণ জোহারকে দুচোখে সহ্য করতে পারেন না দর্শকরা। তার জন্য বহু যোগ্য অভিনেতা এবং অভিনেত্রীরা সিনেমায় চান্স পাচ্ছেন না! উল্টোদিকে অযোগ্য স্টারকিডদের ধরে এনে অখাদ্য ছবি বানানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। টলিউডও কিন্তু নেপোটিজমের দিক থেকে পিছিয়ে নেই। পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তার আপন ভাগ্নি।

যদিও এই অভিনেত্রী কিন্তু খুব কম সময়ের মধ্যেই দর্শকদের থেকে বেশ ভালই প্রশংসা পেয়েছেন তার অভিনয়ের দরুন। স্টার জলসার ‘ফেলনা’ ধারাবাহিকে প্রথমবার নজর কেড়েছিলেন তিনি। সেটাও ছিল তার মামা রাজের প্রোডাকশন। তিনি হলেন অভিনেত্রী সৃষ্টি পাণ্ডে (Shristi Pandey)।

বর্তমানে তাকে ‘গোধূলি আলাপ’ ধারাবাহিককে অভিনয় করতে দেখা যাচ্ছে। ‘ফেলনা’ শেষ হয়ে যাওয়ার পর মামারই আরেকটা প্রজেক্টে পার্শ্ব চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যান তিনি। এই ধারাবাহিকে উকিলবাবু অরিন্দম রায়ের বোনের মেয়ে ডোনা চরিত্রে অভিনয় করছেন সৃষ্টি।

টলিউড পরিচালক মামা ও মামি শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে কিন্তু দারুণ সম্পর্ক রয়েছে সৃষ্টির। যদিও শুভশ্রীর সঙ্গে তার সম্পর্কটা একেবারেই বন্ধুর মত। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়াতে মামা-মামী এবং ছোট্ট ভাই ইউভানের সঙ্গে নানা ছবি শেয়ার করতে দেখা যায় তাকে।

খুব অল্প সময়ের মধ্যে এই দর্শকদের মাঝে ভালই সাড়া ফেলে দিয়েছেন সৃষ্টি। তিনি তার অভিনয়ের সুবাদে ইতিমধ্যে ইনস্টাগ্রামে ৩৫ হাজার ফলোয়ার্স পেয়ে গিয়েছেন। শুভশ্রী এবং ইউভানের সঙ্গে মাঝেমধ্যেই নানা মজার মজার ভিডিও তিনি আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়।

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের আরেক অভিনেতা অর্ণব বিশ্বাসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। অর্ণব এই মুহূর্তে স্টার জলসারই ‘বৌমা একঘর’ ধারাবাহিকে অভিনয় করছেন। সোশ্যাল মিডিয়াতে তাদের এক সঙ্গে দেখলে নানা গুঞ্জন ওঠে।