রাহুল-রুকমার রিসেপশনের মেনুতে কী কী ছিল, প্রকাশ্যে এল বিয়ের মেনু কার্ড

দর্শকদের দাবি মেনে বাংলা টেলিভিশনের (Bengali Telivision) পর্দায় আবার ফিরে এসেছেন জনপ্রিয় রাহুল অরুণোদয় মুখার্জি (Rahul Arunodoy Banerjee) এবং রুকমা রায়ের (Rooqma Roy) জুটি। স্টার জলসার ‘দেশের মাটি’র পর তাদের ভীষণ মিস করছিলেন দর্শকরা। দর্শকদের দাবি পূরণ করেছে জি বাংলা (Zee Bangla)। ‘লালকুঠি’ (Laalkuthi) ধারাবাহিকের মাধ্যমে আবার এই জুটিকে ফিরে পেলেন ভক্তরা। এই মুহূর্তে ধারাবাহিকে চলছে তাদের বিয়ের আয়োজন।

কিছুটা ভৌতিক কিছুটা রহস্যময় গল্পের মধ্য দিয়ে এগোচ্ছে লালকুঠির গল্প। এই ধারাবাহিক অবশ্য টিআরপি তালিকাতে সেভাবে এখনও ভালো ফলাফল দিতে পারেনি। তবে ভক্তরা কিন্তু রাহুল-রুকমাকে ফিরে দারুণ খুশি। ধারাবাহিকে এখন আবার তাদের বিয়ের দৃশ্য দেখানো হচ্ছে। কাজেই সাম্প্রতিক পর্বগুলি নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ প্রবল। বিক্রম এবং অনামিকার বিয়েতে কিন্তু বেশ এলাহি আয়োজন রেখেছে জি বাংলা!

সম্প্রতি চ্যানেলের তরফ থেকে বিক্রম-অনামিকার বিয়ের মেনু কার্ড প্রকাশ করা হয়েছে। তাদের বিয়েতে কী কী খাবার-দাবারের আয়োজন রাখা হয়েছে জানেন? আয়োজনে কিন্তু কোনও ত্রুটি রাখা হয়নি। শুরুতেই ওয়েলকাম ড্রিংকস হিসেবে মকটেল, কফি, কোল্ড্রিংস রয়েছে। এছাড়াও মুখরোচকের তালিকায় রেশমি কাবাব, ফিশ ফিঙ্গার, পনির টিক্কা, হরাভরা কাবাব রয়েছে।

এছাড়াও মেন কোর্সে রয়েছে স্যালাড কড়াইশুঁটির কচুরি, লাচ্ছা পরোটা,গার্লিক নান, কবিরাজি ফিশ ফ্রাই, পাফড আলুর দম, আফগানি রোস্ট ফুলকপি, মটন বিরিয়ানি, চিকেন চাপ, ইলিশ পাতুরি, চিংড়ি মালাইকারি, বাসন্তী পোলাও, নবরত্ন কোরমা। বাঙালি বিয়েবাড়ির অনুষ্ঠানে মিষ্টি থাকবে না তাও কি কখনও হয়? মিষ্টিতেও রয়েছে হরেক রকমের পদ। বেকড দই,রাবড়ির সাথে গরম জিলাপি,মিহিদানা, হট গোলাপ জামুন, নলেন গুড়ের আইসক্রিম, কাঁচা আমের চাটনি, পাপড়, শেষপাতে মিষ্টি পান, ফায়ার পান, চকলেট পান থাকছে।

এমন একটি মেনু কার্ড দেখে দর্শকরা কি আর জিভে জল ধরে রাখতে পারেন! পোস্টের নিচে কমেন্ট বক্সে মজার মজার কমেন্ট করছেন তারা। কেউ লিখছেন, ‘তাহলে আমরা আসতে পারবো তো?’ কেউ লিখেছেন, ‘বাইরে বৃষ্টি হচ্ছে কি করে যাব খাবারটা পার্সেল করে দিন!’