সারেগামায় আবার একজোট রাঘব-ইমন! ফের ‘লবিবাজি’র প্রতিবাদে সরব নেটিজেনরা

শুরু হয়ে গিয়েছে সংগীতের মহাযুদ্ধ। এক বছর পর জি বাংলা (Zee Bangla) আবার হাজির সারেগামাপার (Sa Re Ga Ma Pa) নতুন সিজন নিয়ে। আবার সংগীতের দুনিয়ার এক ঝাঁক নতুন প্রতিভা তাদের দক্ষতার পরিচয় রাখার সুযোগ পাবেন টেলিভিশনের পর্দায়। কিন্তু সারেগামাপা শুরু হতে না হতেই সোশ্যাল মিডিয়াতে কটাক্ষের সম্মুখীন! সংগীতের গুরু রাঘব চ্যাটার্জী (Raghav Chatterjee) এবং ইমন চক্রবর্তীকে (Iman Chakraborty) উদ্দেশ্য করে ট্রোল করতে শুরু করেছেন নেটিজেনরা।

উল্লেখ্য, সারেগামাপার গত সিজনেও ইমনের বিরুদ্ধে ‘লবিবাজি’ করার অভিযোগ এনেছিলেন তারা। সিজন ফিনালেতে ফলাফল ঘোষণা হওয়ার পর বিজেতা অর্কদীপ মিশ্রকে নিয়ে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। নেটিজেনদের একাংশের দাবি ছিল অর্কদীপের থেকেও বেশি যোগ্যতা ছিল অন্যান্য প্রতিযোগীদের। তাদের টপকে অর্কদীপের বিজেতা হওয়াটা মেনে নিতে পারেননি অনেকেই।

 

এই বিষয়ে নেটিজেনদের সব রাগ গিয়ে পড়েছিল ইমন চক্রবর্তীর উপর। তারা দাবি করেছিলেন ইমন নাকি ঘুষ দিয়ে তার গুরুভাইকে জিতিয়ে দিয়েছেন! নেটিজেনদের দাবিকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। এই বিষয় নিয়ে লাইভে এসে মুখ খুলতে বাধ্য হয়েছিলেন ইমন। তারপর অবশ্য বিতর্ক থেমে যায়। কিন্তু এই নতুন সিজনেও ইমনকে সংগীতের গুরুর আসনে দেখে আবারও ফুঁসে উঠেছেন সেই নেটিজেনরা।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে চ্যানেলের কাছে ইমন এবং রাঘবকে সরিয়ে দেওয়ার দাবি তুলছেন নেটিজেনরা। তাদের দাবি ইমন এবং রাঘব যদি উপস্থিত থাকেন তাহলে আবার লবিবাজি হবে সারেগামাপার মঞ্চে। তারা তাদের পছন্দের প্রতিযোগীকে তলে তলে এগিয়ে যেতে সাহায্য করবেন! এমনই গুরুতর অভিযোগ উঠছে সোশ্যাল মিডিয়াতে। রাঘব-ইমন থাকলেই আবারও কোনও যোগ্য প্রার্থী বঞ্চিত হবেন! সরাসরিই এমন দাবি তুলছেন নেটিজেনরা।

উল্লেখ্য, এইবার সারেগামাপার মঞ্চে পাঁচজন সঙ্গীতের গুরু থাকছেন। রাঘব-ইমন ছাড়াও রয়েছেন মনোময় ভট্টাচার্য এবং জোজো। মহাগুরুর আসনে থাকবেন পন্ডিত অজয় চক্রবর্তী। গত শনিবার থেকে শুরু হয়েছে গানের এই রিয়েলিটি শোয়ের সম্প্রচার। এখন চলছে অডিশন পর্ব। চুলচেরা বিশ্লেষণ করে সেরার সেরা প্রতিযোগীদের বেছে নিচ্ছেন বিচারকরা।