দাদাগিরিতে এবার দিদি নাম্বার ১, নেচে মঞ্চ মাতালেন দাদা অনুভব ও দিদি রচনা ব্যানার্জি

জি বাংলার (Zee Bangla) দাদাগিরির (Dadagiri) অনুকরণে উড়িয়া চ্যানেল জি সার্থকে (Zee Sarthak) শুরু হয়েছে নতুন রিয়েলিটি শো দাদাগিরি হৃদয়ারু (Dadagiri Hrudayaru)। ভারতীয় ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় দাদাগিরির জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। ওড়িয়া চ্যানেলটিতে এই রিয়েলিটি শোয়ের সঞ্চালনা করছেন অভিনেতা তথা জনপ্রিয় রাজনীতিবিদ অনুভব মোহান্তি। বিগত এক মাস যাবত শুরু হয়েছে দাদাগিরি হৃদয়ারু। দিন প্রতিদিন এই রিয়েলিটি শো’য়ের জনপ্রিয়তাও বাড়ছে।

এবার এই নতুন রিয়েলিটি শো’য়ের জনপ্রিয়তা আরও বাড়াতে দাদাগিরি হৃদয়ারুতে উপস্থিত হলেন জি বাংলার দিদি নাম্বার ওয়ান ওরফে রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। উল্লেখ্য, রচনা ব্যানার্জি একসময় উড়িষ্যার সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা ছিলেন। একসময় টলিউড ছেড়ে তিনি ওড়িশি সিনেমাতেই কাজ করতেন। তার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে জি বাংলা দিদি নাম্বার ওয়ানের হাত ধরে। বাংলার মেয়ে ফিরে এসেছেন বাংলাতে।

তবে ওড়িশি ইন্ডাস্ট্রির নায়িকা এবার ফের একবার ফিরে গেলেন ওড়িশায় তার ভক্তদের মাঝে। দাদাগিরি হৃদয়ারুতে বিশেষ অতিথি হিসেবে ডাক পড়েছিল তার। এই মঞ্চে এসে অভিনেত্রী নেচে-গেয়ে আড্ডা দিয়ে এক ঘন্টার জমজমাট মূহুর্ত কাটিয়ে গেলেন এবং দর্শকদের উপহার দিয়ে গেলেন এই বিশেষ পর্ব। জি সার্থক চ্যানেলের তরফ থেকে প্রকাশ করা একটি প্রোমোতে দেখা যাচ্ছে অনুভব রচনাকে স্বাগত জানিয়ে মঞ্চে ডেকে নিয়ে আসছেন। তারপর সেখানে রচনা-সিদ্ধান্ত যুক্তি এবং শাহরুখ-কাজল জুটিকে দেখানো হয়।

 

View this post on Instagram

 

A post shared by Zee Sarthak (@zee_sarthaktv)

রচনাকে প্রশ্ন করা হয় এই দুই জুটির মধ্যে তার প্রিয় কোনটি? রচনা উত্তর দেন রচনা-সিদ্ধান্ত জুটিই তার কাছে সব থেকে বেশি পছন্দের। তার পর এই জুটির একটি ছবির গান ‘রাধা নাচিব নাচিব’ এর তালে নাচলেন রচনা।এই প্রোমো মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে। উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিদ্ধান্ত-রচনা জুটির জনপ্রিয়তায় আজও ভাটা পড়েনি। বহুদিন আগেই ওড়িয়া ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ারে ইতি টেনেছেন রচনা। তবে দর্শক মহলে তাকে নিয়ে ক্রেজ এখনও সেই আগের মতই রয়েছে। এই ভিডিওটি তার প্রমাণ।

 

View this post on Instagram

 

A post shared by Zee Sarthak (@zee_sarthaktv)