গণধর্ষণের শিকার অল্লু অর্জুনের ‘শ্রীবল্লী’, কাঠগড়ায় অভিযুক্ত হিরো আলম

বাংলাদেশী (Bangladesh) নায়ক হিরো আলম (Hero Alom) শুধু অভিনয় করেই থেমে থাকেননি। নেটিজেনদের বিনোদন জোগাতে তিনি বহুদিন যাবত নিজের গাওয়া গান শুনিয়ে আসছেন ইউটিউবে (YouTube)। খ্যাতি হোক বা কুখ্যাতি, সোশ্যাল মিডিয়ার দৌলতে এতদিনে অনেক পেয়ে গিয়েছেন হিরো আলম। নেটিজেনদের কাছে হাসির খোরাক হয়ে উঠেছেন। তার একটি গানের ভিডিও শেয়ার হওয়া মাত্র শুনে হেসে কুটোপাটি হন শ্রোতারা। যেকোনও ট্রেন্ডিং গান নিজের মত করে গেয়ে শুনিয়ে বরাবর ট্রোলড হয়ে এসেছেন। এবার দক্ষিণ ভারতের পুষ্পা (Pushpa) ছবিটির শ্রীবল্লী (Srivalli) গানটিও অদ্ভুত সুরে গেয়ে শোনালেন তিনি।

সারা ভারত এই মুহূর্তে পুষ্পা জ্বরে আক্রান্ত! ছবিটিতে অল্লু অর্জুনের বলা ডায়লগ থেকে শুরু করে ছবির গান, সবই আজ ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়াতে। হিরো আলমও সেই ট্রেন্ডে গা ভাসালেন। যে কোনও ভাইরাল গানকে নিজের অদ্ভুত বেসুরো কন্ঠে বিকৃত করে পরিবেশন করেন তিনি। এক্ষেত্রেও অন্যথা হয়নি। গানের সুর-তাল-লয় ছাড়া গাওয়াটাই তার অভ্যেস। হিরো আলমের শেয়ার করা নতুন মিউজিক ভিডিওতে শ্রীবল্লী গানটি শুনে গায়কের উপর বেজায় চটে গিয়েছেন নেটিজেনরা।

দক্ষিণ ভারতীয় সিনেমার গানের হিন্দি ডাবিং গেয়ে শুনিয়েছেন তিনি। তবে তিনি ঠিক কি গাইছেন তা ভাল করে বোঝাই যাচ্ছে না। গানের ভিডিওতে দেখা যাচ্ছে একটি ব্রিজের উপরে মদ্যপান করে মাতাল হওয়ার ভঙ্গিমাতে সাইকেল চালাচ্ছেন হিরো আলম। প্রত্যেকবারের মত এবারেও হিরো আলমের অদ্ভুত গান শুনে নেটিজেনরা মজার মজার কমেন্ট করতে শুরু করেছেন ভিডিওর নিচে কমেন্ট বক্সে।

নেটিজেনদের মধ্য থেকে কারও মন্তব্য, “গান শুনে বেঁচে আছি এটাই আমার কাছে অনেক কিছু অনেক ধন্যবাদ হিরো আলম ভাই”! কেউ গায়ককে নিয়ে মজা করে লিখলেন, “হিরো আলমকে জাতীয় জাদুঘরে রাখা দরকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য।” কারও আশঙ্কা, “আজকের পর থেকে পুষ্পা গানটি আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই শিল্পী গানের মাথা ভেঙ্গে দিয়েছে”!

Hero Alom is coming Kolkata as He will not shoot in Bangladesh any more

কেউ আবার মজা করে লিখলেন, “আগে পাগল ছিলাম গান টা শুনে আমি এখন অনেক ভালো অনুভব করছি বাংলাদেশ সরকারে দৃষ্টি আকর্ষণ করছি এমন প্রতিভা যেনো হারিয়ে না যায়”! তবে এত সুন্দর গানটিকে অদ্ভুতভাবে পরিবেশন করার জন্য নেটিজেনদের মধ্যে বিরক্তও হয়েছেন অনেকে। গায়ককে উদ্দেশ্য করে তারা মন্তব্য করছেন, “গানকে সভ্য, সুশীল, সুন্দর ও ভদ্রভাবে গণধর্ষণ করার জন্য আপনাকে অভিনন্দন! আপনি একজন লিজেন্ড”!