স্মৃতির পাতা উল্টে রানি মুখার্জীর ২৪ বছর আগের ভিডিও সর্বসমক্ষে আনলেন প্রসেনজিৎ

১৯৯৬ সালে বাংলা চলচ্চিত্র জগতে মুক্তি পেয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রানী মুখোপাধ্যায়, ইন্দ্রানী হালদার এবং সব্যসাচী চক্রবর্তী অভিনীত “বিয়ের ফুল” নামক ব্লকব্লাস্টার ছবিটি। এই ছবির সাফল্য আজও দর্শকদের মনে গেঁথে গিয়েছে। টলিউডের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের উজাড় করে ছবির চরিত্রগুলিকে ফুটিয়ে তুলেছিলেন।

তাইতো আজ প্রায় ২৪ বছর পরেও সিনে অনুরাগীদের মনে “বিয়ের ফুল” সিনেমাটিকে নিয়ে এক আলাদাই নস্টালজিয়া কাজ করে। এই সিনেমার সবথেকে বড় চমক ছিল বলিউড অভিনেত্রী রানী মুখার্জির উপস্থিতি। প্রসঙ্গত যখন এই সিনেমাটি রিলিজ হয় তখনও অবশ্য রানী বলিউডের রানী মুখার্জি হয়ে উঠতে পারেননি।

বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী কিন্তু বাংলা ছবির হাত ধরেই সিনেমা জগতে প্রবেশ করেন। তার কেরিয়ারের প্রথম ছবিটিই ছিল “বিয়ের ফুল”। রানীর বাবা রাম মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক এবং তাঁর দাদা রাজ মুখোপাধ্যায় এই ছবিটির প্রযোজক ছিলেন।

   

আজ ২৪ বছর পর ছবির প্রধান চরিত্রাভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্মৃতির সমুদ্রে গা ভাসালেন। সম্প্রতি প্রসেনজিৎ তার ইন্সট্রাগ্রাম ওয়ালে আপলোড করলেন “বিয়ের ফুল” সিনেমার সর্বাধিক জনপ্রিয় গান “মন আমার এক নতুন মস্তানি শিখেছে”। এই গানের দৃশ্যে প্রসেনজিৎ এবং রানীর কেমিস্ট্রি দর্শক বেশ পছন্দ করেছিলেন।

প্রসঙ্গত, “বিয়ের ফুল” সিনেমার প্রধান আকর্ষণ ছিল এই ছবির গল্প এবং তার সঙ্গে ছবির গানগুলি। সিনেমার গানগুলি আজ এত বছর পরেও সিনে অনুরাগীরা খুব পছন্দ করেন। গত রবিবার ছুটির দিনে নেটিজেনদের সঙ্গে সেই গানেরই কিছু দৃশ্য ভাগ করে নিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

অনস্ক্রীন প্রসেনজিৎ এবং রানী জুটি বাঁধলেও অনস্ক্রিন তাদের সম্পর্ক কিন্তু কিছুটা আলাদা। প্রসেনজিৎ সম্পর্কে রানীর মেসোমশাই হন। প্রসেনজিৎ টলিউড অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গে প্রথমবার বৈবাহিক সূত্রে আবদ্ধ হন। দেবশ্রী হলেন রানীর নিজের মাসি। তবে ছবিটির যখন বড় পর্দায় মুক্তি পায় অর্থাৎ ১৯৯৬ সালের আগেই কিন্তু প্রসেনজিৎ এবং দেবশ্রীর বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল।