দেবশ্রীর সঙ্গে কেন ভেঙেছিল বিয়ে, বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রসেনজিৎ

দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন প্রসেনজিৎ চ্যাটার্জী (Prasenjit Chatterjee)। কেরিয়ারের শুরুতে অনেক পারিবারিক ড্রামামূলক ছবিতে অভিনয় করেছেন তিনি। তার পারিবারিক ও একান্ত ব্যক্তিগত জীবনেও কিন্তু অনেক নাটকীয় মোড় আছে। তবে নিজের ব্যক্তিগত জীবনকে বরাবর প্রচারের বাইরে রাখতে চেয়েছেন তিনি। কিন্তু ‘খোদ ইন্ডাস্ট্রি’র বিবাহিত জীবনের টুইস্টগুলো অজানা নেই কারও।

একবার নয়, দুবার নয়, বিবাহিত জীবনে শান্তি পেতে পরপর তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন প্রসেনজিৎ। তার প্রথম স্ত্রী, টলিউডের নামী নায়িকা দেবশ্রী রায় (Debashree Roy)। খুব ছোটবেলা থেকেই তাদের মধ্যে পরিচয় ছিল। দেবশ্রী এবং প্রসেনজিতের বিয়ে নিয়ে টলিউডে যতটা উন্মাদনা দেখা দিয়েছিল, তাদের বিচ্ছেদে ঠিক ততটাই ঝটকা খেয়েছিল ইন্ডাস্ট্রি। কেন দুজনে আলাদা হয়ে গেলেন সেই নিয়ে অনেক জল্পনা রয়েছে। এতদিনে নিজের জীবনের ফেলে আসা অধ্যায় নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ।

এত বছর পেরিয়েও বিবাহ-বিচ্ছেদ সম্পর্কে প্রসেনজিৎ কখনও সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি। তবে আসন্ন ছবির প্রচারে নেমে তার মুখে শোনা গেল প্রথম বিবাহ বিচ্ছেদের যন্ত্রণার অনুভূতির কথা। আগামী ৩০ শে সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ, দেব অভিনীত ছবি ‘কাছের মানুষ’। সেই ছবির প্রচারেই উঠে এল তার যন্ত্রণাময় সেই দিনগুলোর অনুভূতির কথা।

৯০ র দশকের শুরুতে প্রসেনজিতের এবং দেবশ্রী ভালবেসে একে অপরকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেন। তাদের মধ্যে ছিল ছোটবেলার প্রেম। কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। বিবাহ বিচ্ছেদের সেই কঠিন অধ্যায় সম্পর্কে বলতে গিয়ে প্রসেনজিৎ বলেছেন, “তিনটে বিয়ের মধ্যে যেটা প্রথম, মানে ছোটবেলার সম্পর্ক, সেটা যখন ভেঙে যায় আমি দেড় বছর বাড়ি থেকে বেরইনি। মানে আমার ফ্ল্যাটের দরজা খুলিনি।”

এরপর তিনি আরও বলেন ওই সময় তিনি পাশে পেয়েছিলেন তার বন্ধু অভিজিৎ গুহকে। দেড় বছর ধরে প্রসেনজিৎ ঘরের মধ্যে বন্দি থেকে নিজের সঙ্গে যে লড়াই চালিয়েছিলেন সেই লড়াইয়ের সাক্ষী রয়েছেন পরিচালক। দেড় বছর পর একদিন তিনি নিজেকে এসব থেকে বের করে আনার সিদ্ধান্ত নিয়েই ফেললেন। প্রসেনজিতের কথায়, “তারপর একদিন মনে করলাম, নিজেই নিজেকে বন্দী করে কী লাভ? আমাকে তো সকালের সামনে আসতে হবে।”

বন্ধু অভিজিৎ সেই সময় তার পাশে ছিলেন। তাই তাকে ধন্যবাদ জানিয়ে প্রসেনজিৎ বলেন, “এরপর বেরিয়ে পড়েছিলাম। আর বিশ্বাস করুন যেদিন সেটে এসেছিলাম, তার তিন দিনের মধ্যে ৯ টি ছবি সই করেছিলাম। এটাই জীবন। এটাই সত্য।” আসন্ন ছবির প্রচারে স্ট্যান্ড আপ কমেডির মঞ্চে দাঁড়িয়ে প্রসেনজিৎ বিচ্ছেদ প্রসঙ্গে প্রথমবারের জন্য কথাগুলি বলেছেন।