শীতে কী করে রেশমের মত কোমল থাকে চুল? ঘরোয়া উপায় বলে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

শীতকাল মানেই পিকনিক, বিয়ের অনুষ্ঠান আর পার্টি! উৎসবের এই মরসুমে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুন্দর না দেখালেই নয়। অথচ শীতে ত্বক কিংবা চুলের অতিরিক্ত যত্ন না নিলে সমস্যা বাড়তেই থাকে। শীতের শুষ্ক আবহাওয়ার কারণে খুশকি থেকে চুল পড়ার (Hair Care) সমস্যা বাড়ে। চুল হারিয়ে ফেলে তার স্বাভাবিক জেল্লা।

অনেকেই এই সমস্যার সমাধানে হেয়ার স্পা করাতে বিউটি পার্লারে ছোটেন। তবে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra’s Hare Care Mask) কিন্তু নিজের ত্বক আর চুলের যত্ন নিজেই নেন। বিশেষত চুলের যত্নের জন্য তিনি ভরসা রেখেছেন তার মায়ের বলে দেওয়া ঘরোয়া হেয়ার মাস্কের উপর। সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি তার সেই সিক্রেট বিউটি হেয়ার কেয়ার রেসিপি শেয়ার করে নিয়েছেন সকলের সঙ্গে।

   

নিতান্তই কিছু ঘরোয়া উপকরণ দিয়ে চুলের যত্ন নেন প্রিয়াঙ্কা। শুধু শীত নয়, সারা বছর নিজের চুলের স্বাভাবিক যত্ন নেওয়ার জন্য বিশেষ একটি হেয়ার মাস্কের ব্যবহার করে থাকেন তিনি। এই হেয়ার মাস্ক তৈরি করার জন্য প্রয়োজন হবে ২ চামচ ফুল ফ্যাট দই, ১ চামচ মধু, ১ টা ডিম। এই তিনটি উপকরণ খুব ভাল করে মিশিয়ে একটা হেয়ার মাস্ক তৈরি করে নিতে হবে।

চুলের যত্নে এই হেয়ার মাস্ক একেবারে অনবদ্য। চুলের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টিগুণ রয়েছে এর মধ্যে। এইভাবে হেয়ার মাস্ক তৈরি করে মাথার ত্বক থেকে সারা চুলে মাখিয়ে নিতে হবে। এবার আধঘন্টা রেখে মাস্কের গুণাগুণ মাথার ত্বক এবং চুলের মধ্যে ভালভাবে ঢুকে যেতে দিতে হবে। আধঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে নিলেই হবে।

দইয়ের মধ্যে থাকা প্রোটিন চুলের গোড়া মজবুত করে। দইয়ের মধ্যে যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে সেগুলো চুলের ফলিকল বন্ধ করে মাথার ত্বক পরিষ্কার করে। সেই সঙ্গে ত্বকের মৃত কোষ দূর করে দেয়। এই মাস্কের মধ্যে যে মধু রয়েছে তা চুলের হারানো জেল্লা ফিরিয়ে দেয়। সেই সঙ্গে ডিমের মধ্যে থাকা ভিটামিন চুলের পুষ্টি যোগাবে।

সপ্তাহে একদিন এইভাবে হেয়ার মাস্ক ব্যবহার করতে হয়। নিয়মিত ব্যবহারে ফল পাবেন হাতেনাতে। চুল পড়া থেকে খুশকি, নিষ্প্রাণ চুলের সমস্যা দূর করে দেয় এই ঘরোয়া হেয়ার মাস্ক। শীতকালে চুলের যত্ন নিতে প্রিয়াঙ্কার মায়ের এই হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন আপনিও। নিত্যদিন তাহলে আর পার্লারে ছুটতে হবে না।