মাত্র ২ জনের জন্য ১৪৪ কোটির বাড়ি! প্রিয়াঙ্কার বাড়ির অন্দরমহল দেখলে ঘুরে যাবে মাথা

যেন রাজপ্রাসাদকেও হার মানায়, প্রিয়াঙ্কার বাড়ির অন্দরমহল ধাঁধিয়ে দেবে চোখ

Priyanka Chopra and Nick Jonas house : বলিউড (Bollywood) নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও আমেরিকান বিখ্যাত সংগীত তারকা নিক জোনাস (Nick Jonas) -র সম্পর্ক সবসময় সংবাদ শিরোনামে থাকে। তারা যাই করেন তাই নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। আজকে আলোচনা করবো তাদের লস অ্যাঞ্জেলস (Los Angeles) -র বিলাসবহুল বাড়ি নিয়ে। চলুন জেনে নিই প্রিয়াঙ্কা আর নিকের এই স্বপ্নের বাড়ির অন্দর সজ্জা কেমন।

   

Priyanka Chopra`s Los Angeles House

২০১৮ সালের ডিসেম্বরে নিক আর প্রিয়াঙ্কার বিয়ে হয়। তাদের বিয়ে হয়েছিল ভারতে জোধপুরের উমেদ ভবনে।এরপর বিয়ের কিছু দিন পরেই নিজেদের জন্য একটি সুন্দর বাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করেন প্রিয়াঙ্কা। আর তার বিয়ের ঠিক এক বছর পরে ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যেই ১৪৪ কোটি টাকা দিয়ে লস অ্যাঞ্জেলসে বাড়ি কেনেন এই তারকা জুটি।

Priyanka Chopra and Nick Jonas house

লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলস। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার আস্তানা এখন এটাই। বিয়ের পর নিকের সঙ্গে এখানেই থাকছেন প্রিয়াঙ্কা। তাদের সঙ্গে ডায়না এবং জিনো নামে আদরের দুই সারমেয়ও থাকে। ৪,১২৯ বর্গ ফুট জায়গা জুড়ে বিস্তৃত নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার এই বাংলো। নিক-প্রিয়াঙ্কার নতুন এই বাড়িতে রয়েছে সাতটি বেডরুম আর এগারোটি বাথরুম তার সঙ্গে একটি সুইমিং পুলও রয়েছে।

বেভারলি হিলসের এই বাংলো থেকে পুরো জায়গাটির মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন নিক এবং প্রিয়াঙ্কা। তা সে বারান্দা থেকেই হোক বা সুইমিং পুল থেকে। সাদা রঙটা ভীষণ পছন্দ নিয়াঙ্কার। তাই এই বাড়ির অধিকাংশ জায়গা সাদা রঙের নাহলে অফ হোয়াইট রঙের। ব্যতিক্রম নয় এই বাড়ির ড্রইং রুমটাও। এখানেও দেওয়াল থেকে আসবাবপত্রেও রয়েছে সাদা রঙের ছোঁয়া। এছাড়াও নানা ধরণের পেন্টিংয়ে সাজানো দেওয়াল। ডানদিকে রয়েছে বিরাট ডায়নিং টেবিল। মাঝখানে কাউচ। আর মাথার উপর ঝুলছে অদ্ভূত সুন্দর,আধুনিক ডিজাইনার ঝারবাতি।

Priyanka Chopra and Nick Jonas house

নিয়াঙ্কার এই সাধের বাড়ির জিমটি সাজানো কাঁচের দেওয়াল দিয়ে। আবার আইম্যাক্সের সমান দীর্ঘ একটি থিয়েটার রয়েছে নিয়াঙ্কার এই প্রাসাদে। প্রিয়াঙ্কা-নিকের বাড়িতে রয়েছে লাইব্রেরি। তাছাড়াও তাদের পোশাক ঘর থেকে বাথরুম সব দেখার মত। আবার তাদের সারমেয়দের থাকার জন্য আলাদা ঘর ও স্নানের জন্য আলাদা বাথরুম রয়েছে।

Priyanka Chopra and Nick Jonas house

এছাড়া বাড়ির পিছনের সুইমিং পুলটির পাশেও দিনের অনেকটা সময় কাটে প্রিয়ঙ্কার। পুলে শরীর ডুবিয়ে পানীয়ের গ্লাস হাতে লস অ্যাঞ্জেলসকে পিছনে রেখে প্রিয়ঙ্কার অনেক ছবি আছে নেটমাধ্যমে। এই বিলাস বহুল বাড়িতে ঠাকুর ঘরও আছে। যেখানে শিবের মূর্তির সঙ্গে রয়েছে লক্ষ্মী, গণেশের প্রতিমাও। আবার নিয়াঙ্কার রান্নাঘর ও অত্যন্ত সুসজ্জিত। মোটের ওপর প্রিয়াঙ্কা – নিকের এই বাড়ি স্বপ্নের রাজ প্রাসাদের মত।

Priyanka Chopra and Nick Jonas house

আরো পড়ুন : বলিউডের ‘লেডি মুকেশ আম্বানি’! সুপারস্টার স্বামীকেও সম্পত্তির নিরিখে পেছনে ফেলেছেন এই সুন্দরী

তবে বাড়ি খুঁজে পাওয়ার পর প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘‘আমার কাছে বাড়ি সেটাই যেখানে আমি আনন্দে থাকব। যেখানে আমার ভালবাসার মানুষ, আমাকে ভালবাসার মানুষ থাকবে। মুম্বই আর নিউ ইয়র্কে আমার বাড়ি আছে। তবে এই শহরগুলো একটু লম্বাটে ধাঁচের। চারপাশে উঁচু বাড়ি। কিন্তু লস অ্যাঞ্জেলসে দিগন্ত দেখা যায়।’’

আরো পড়ুন : সালমানের জীবন বাঁচিয়েছে বারবার, সালমান খানের এই ‘নীল ব্রেসলেটের’ আসল রহস্য কী জানেন?