ক্রিসমাসে কেক না পেয়ে জো বাইডেনকে চিঠি! বুম্বাদার কাণ্ডে ফের তোলপাড় সোশ্যাল মিডিয়া

জনপ্রিয় অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থায় খাবার অর্ডার করেও যখন খাবার পৌঁছলো না ঘরে, তখন সটান প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ট্যাগ করে অভিযোগ জানিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। আর এবার কিনা ক্রিসমাসেই কেক পেলো না বুম্বাদা! এবার তাহলে কাকে অভিযোগ জানাবেন তিনি? ডোনাল্ড ট্রাম্প? নাকি জো বাইডেন?

না, বাস্তব ঘটনা কিন্তু আদতে এতোটাও সিরিয়াস কিছু নয়। তবে গতবার যেমন অনলাইনে খাবার না পেয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় করেছিলেন প্রসেনজিৎ, এবারেও কেক না পেয়ে মায়ের কাছে তিনি এমন কান্না জুড়লেন যে খোদ সান্টাক্লজকে ছুটে আসতে হল কেক নিয়ে! কান্ড দেখে হতবাক নেটপাড়া। ব্যাপারটা কী?

আসলে ক্রিসমাসে জনপ্রিয় কেক প্রস্তুতকারক সংস্থা প্রসেনজিৎকে নিয়ে একটি মজার বিজ্ঞাপন বানিয়েছে। সেখানে নিজেকে নিয়েই রসিকতা করেছেন প্রসেনজিৎ। টলিউডের পুরনো বাণিজ্যিক ছবিতে তিনি যেভাবে গলার স্বর কাঁপিয়ে কথা বলতেন, এই বিজ্ঞাপনের ভিডিওতেও তাকে একই স্বরে অনুযোগ করতে শোনা গেল! ‘বুম্বাদা’ কেক পাননি বলে সোশ্যাল মিডিয়াতেও চলছে তোলপাড়। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে এই খবর আবার ‘ব্রেকিং নিউজ’ হয়েছে সোশ্যাল মিডিয়াতে!

কেউ ডাকছেন সিবিআই! কেউ বলছেন, ‘বাইডেন আর ট্রাম্পকে ফোন করো’! ‘এই অন্যায় মেনে নেওয়া যায় না!’, লিখছেন বুম্বাদার ভক্তরা। ‘ফিড বুম্বা’, ‘কেক ফর বুম্বা’র হ্যাশট্যাগ জুড়ছে সোশ্যাল মিডিয়াতে! এমনকি ‘নো কেক নো ক্রিসমাস’ শিরোনামে সংবাদপত্রিকাতেও ছড়িয়ে পড়েছে প্রসেনজিতের কেক না পাওয়ার খবর! তবে সবটাই হচ্ছে বিজ্ঞাপনের অন্দরে।

শেষমেষ কেক পেলেন বুম্বাদা। মুশকিল আসান হয়ে প্রসেনজিতের উপর কেক বৃষ্টি করে পরিস্থিতি সামলালেন সান্টা ক্লজ! এমন একটি মজার বিজ্ঞাপন দেখে নেটিজেনরা তো হেসে কুটোপাটি। তবে প্রসেনজিতের প্রশংসায় পঞ্চমুখ তার অনুরাগীরা। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় প্রসেনজিতের এই ‘স্পোর্টসম্যান স্পিরিট’ এ নিজেকে নিয়ে মজা, ট্রোল করার বিজ্ঞাপন দেখে তাকে জানালেন, ‘হ্যাটস অফ’। সাধারণত তারকাদের নিয়ে ট্রোল করা হলে তারা মেজাজ হারান। তবে প্রসেনজিৎ তাদের দলে পড়েন না। তিনি প্রচলিত ট্রেন্ডের উল্টো পথে হেঁটে বুমেরাং করে দিতে পারেন সমস্ত ট্রোলিং। এই বিজ্ঞাপন তার প্রমাণ।