ফাঁস হয়ে গেল প্রসেনজিতের মাধ্যমিকের রেজাল্ট, নম্বর জেনে বাহবা দিচ্ছে নেটপাড়া

প্রসেনজিৎ চ্যাটার্জী (Prasenjit Chatterjee), বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কার্যত এই নামটাই টলিউডকে ব্যাখ্যা করার জন্য যথেষ্ট। দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি টলিউডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করেছেন। গোটা বাংলা তাকে চেনে খোদ ‘ইন্ডাস্ট্রি’ হিসেবে! তবে তিনি নিজের পরিচয়ে নিজেকে ইন্ডাস্ট্রির সিইও বলতে বেশি পছন্দ করেন। টলিউডকে (Tollywood) দাঁড় করানোর জন্য একজন সিইওর ভূমিকা নিয়েছিলেন, এমনটাই মত প্রসেনজিতের।

তার মত একজন ভার্সেটাইল অভিনেতাকে পেয়ে টলিউড ইন্ডাস্ট্রি পতনের হাত থেকে বেঁচেছে। তিন দশক ধরে তিনি ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন। বলা হয় উত্তম কুমার পরবর্তী সময়ে টলিউডকে ধরে রেখেছিলেন যে তারকারা, প্রসেনজিৎ তাদের মধ্যে অন্যতম। চরিত্রের প্রয়োজনে বারবার নিজেকে দুমড়ে-মুচড়ে ভেঙে ক্যামেরার সামনে উপস্থাপন করেছেন প্রসেনজিৎ। তার প্রতিভার কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

PRASENJIT CHATTERJEE

তবে এ তো গেল তার অভিনয়ের কেরিয়ারের কথা। পড়াশোনাতে কেমন ছিলেন বুম্বাদা? টলিউড সম্পর্কে অনেকেরই ধারণা যে এখানকার তারকারা নাকি পড়াশোনা মাঝপথে ছেড়ে দিয়ে অভিনয় শুরু করেন! গ্ল্যামার দুনিয়ার টানে পড়াশোনার প্রতি তাদের তেমন আগ্রহ থাকে না বিশেষ। কিন্তু প্রসেনজিৎ কোনও ক্ষেত্রেই ফাঁকি দেওয়ার পাত্র ছিলেন না। অভিনেতা হিসেবে যেমন দুর্ধর্ষ পারফরম্যান্স তার, তেমনই পড়াশোনাতেও তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন।

সদ্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে চর্চা তুঙ্গে। আমাদের বুম্বাদা ছাত্রজীবনে কেমন ছিলেন তা জানা যাবে তার মাধ্যমিকের রেজাল্ট থেকে! সম্প্রতি নিজের ‘আয় খুকু আয়’ ছবির প্রচারে এসে প্রসেনজিৎ তার মাধ্যমিকের রেজাল্ট জানালেন সগর্বে। জানেন কী মাধ্যমিকে কত নম্বর পেয়েছিলেন প্রসেনজিৎ? কী জানালেন বুম্বাদা?

Prosenjit-Chatterjee-Family-Photos-Father-Wife-Son-Sister-Age-Biography

প্রসেনজিৎ জানিয়েছেন তিনি ছাত্রজীবনে লেখাপড়ায় বেশ ভাল ছিলেন। ওই সময় মাধ্যমিকে ৬০ শতাংশেরও বেশি নম্বর ছিল তার। শুধু মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক নয়, প্রসেনজিৎ অতি অল্প বয়সে অভিনয় প্রবেশ করলেও কিন্তু পড়াশোনাটা বেশ ভালোভাবেই এগিয়ে নিয়ে গিয়েছিলেন। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক পাশের ডিগ্রীও রয়েছে তার ঝুলিতে।