ব্যাঙ্কিং ব্যবস্থার টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। বেশিরভাগ সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের বাৎসরিক হিসাব বলছে যে তাদের আয়ের থেকে ধার দেওয়া টাকার পরিমান বেশি। একজন সাধারণ মানুষ বা মধ্যবিত্ত হিসেবে তাই আমরা আর আমাদের কষ্টার্জিত টাকা ব্যাঙ্কে রাখতে সাহস পাচ্ছি না। আর তাই আমাদের মধ্যে অনেকের কাছেই বিকল্প সঞ্চয়ের রাস্তা বলতে পোস্ট অফিসে টাকা বিনিয়োগ করা বা জমানো। পোস্ট অফিস কেন্দ্রীয় সরকারের সরাসরি অধীনে থাকায় এর দায়বদ্ধতা অনেক বেশি। সারাদেশ প্রায় ১ লক্ষ ৫৪ হাজারের চেয়ে বেশি পোস্ট অফিস সাধারণ মানুষের অর্থ সঞ্চয় থেকে শুরু করে অর্থের নিরাপত্তা দিচ্ছে। আর যেহেতু ৮৯% পোস্ট অফিস গ্রামীণ এলাকায় আছে তাই পোস্ট অফিসের নানা সঞ্চয়ী প্রকল্প দ্বারা সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়ে থাকে। সারাদেশ প্রায় ৯লক্ষ কোটি টাকা ভারতে বিভিন্ন পোস্ট অফিসে জনসাধারণ দ্বারা স্বল্প সঞ্চয়ের নানা প্রকল্পে নিয়োজিত আছে।
পোস্ট অফিসে আছে নানান স্বল্পসঞ্চয়ী প্রকল্প। সাধারণ মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত সকল শ্রেণীর মানুষদের জন্য আছে এই সব প্রকল্প। এছাড়াও বয়স্ক মানুষদের জন্য আবার মেয়েদের আর্থিক নিরাপত্তা দেওয়ার জন্য আছে কিছু প্রকল্প। এই সব প্রকল্প যেমন নিশ্চিত ভাবে আপনার টাকাকে বাড়াতে সাহায্য করে ,তেমনি এইসব স্কিমে টাকা রাখলে পাবেন আয়কর ছাড়।আর তাই আজ আমাদের আলোচ্য বিষয় এইসব স্কীম বা প্রকল্পগুলি নিয়ে

পোস্ট অফিস সেভিং একাউন্ট
এটি পোস্ট অফিসে স্বল্প সঞ্চয়ের প্রকল্পগুলির মধ্যে একটি।এই প্রকল্পের ক্ষেত্রে টাকা রাখার ক্ষেত্রে নির্দিষ্ট কোন ঊর্ধ্বসীমা নেই।সুদের হার:এই সঞ্চয়ী প্রকল্পে সুদের হার ৪%সর্বনিম্ন টাকার পরিমান :সর্বনিম্ন ২০ টাকা দিয়ে আপনি এই যোজনা খুলতে পারেন।সর্বোচ্চ টাকার পরিমান: এই যোজনার ক্ষেত্রে টাকা জমানোর কোন ঊর্ধ্বসীমা নেই।আপনি যত খুশি টাকা রাখতে পারেন।
এই প্রকল্পের জন্য যোগ্যতা:সমস্ত ভারতীয় নাগরিক,প্রাপ্তবয়স্ক বা অপ্রাপ্তবয়স্ক উপযুক্ত নথি দেখিয়ে এই প্রকল্প খুলতে পারেন।
আয়কর ছাড়: এই প্রকল্প থেকে পাওয়া সুদের টাকা ১০,০০০ টাকা পর্যন্ত কোন আয়কর দিতে হয় না।

পাঁচ বছরের জন্য পোস্ট অফিস রেকারিং ডিপোজিট প্রকল্প
সুদের হার: বর্তমানে এই যোজনায় সুদের হার ৬.৯% চক্রবৃদ্ধি সুদের হারে।
সর্বনিম্ন টাকার পরিমান: প্রতিমাসে সর্বনিম্ন ১০ টাকা দিয়ে আপনি এই প্রকল্প খুলতে পারেন।
সর্বোচ্চ সীমা: সর্বোচ্চ টাকা দেওয়ার কোন সীমা নেই।
এই প্রকল্পের জন্য যোগ্যতা: এককভাবে কোন ভারতীয় নাগরিক এই প্রকল্প খুলতে পারে উপযুক্ত নথি দেখিয়ে।
আয়কর ছাড়: আপনি পাঁচ বছরের জন্য প্রতি বছর সর্বোচ্চ ১,৫০০০০ টাকা বিনিয়োগ পর্যন্ত আপনাকে আয়কর দিতে হবে না। আয়কর ধারার ৮০ সি নিয়ম অনুযায়ী যা আছে।

পোস্ট অফিস টাইম ডিপোজিট একাউন্ট
এই যোজনায় ক্ষেত্রে আপনি আপনার সুবিধা মতো এক বা দুই বা তিন বা চার বছরের জন্য নির্দিষ্ট টাকা বিনিয়োগ করতে পারেন।
সুদের হার : প্রথম বা ১ বছরেরবছরের জন্য হলে বর্তমানে ৬.৬%,২য় বছরে সুদের হার হবে ৬.৬%,৩য় বছরে সুদের হার হবে ৬.৯% এবং চতুর্থ বছরের জন্য সুদের পরিমান ৭.৪%
সর্বনিম্ন সঞ্চয়ের পরিমান : এক্ষেত্রে সর্বনিম্ন সঞ্চয়ের পরিমান ২০০ টাকা থেকে শুরু হয়।
সর্বোচ্চ সীমা : এক্ষেত্রেও সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমা নেই।
এই প্রকল্পের জন্য যোগ্যতা : এককভাবে কোন ভারতীয় নাগরিক এই প্রকল্প খুলতে পারে উপযুক্ত নথি দেখিয়ে।
আয়কর ছাড় : আপনি পাঁচ বছরের জন্য প্রতি বছর সর্বোচ্চ ১,৫০০০০ টাকা বিনিয়োগ পর্যন্ত আপনাকে আয়কর দিতে হবে না। আয়কর ধারার ৮০ সি নিয়ম অনুযায়ী যা আছে।

পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কীম একাউন্ট (এম আই এস)
সাধারণত অবসর জীবনে যাওয়ার পর মাসিক টাকা পাওয়ার জন্য এইরকম প্রকল্প করে থাকেন বয়স্ক পুরুষ বা মহিলারা।অনেক সময় ছেলে বিদেশে চলে গেলে যাওয়ার সময় মায়ের নামে বেশ কিছু টাকা এই প্রকল্পে রেখে যান যাতে মাসিক টাকা পেতে অসুবিধা না হয়ে থাকে।
সুদের হার : বর্তমানে এই যোজনায় সুদের হার ৭.৩% চক্রবৃদ্ধি সুদের হারে।
সর্বনিম্ন সঞ্চয়ের পরিমান : এই প্রকল্পের ক্ষেত্রে সর্বনিম্ন ১৫০০ টাকা দিয়ে এই যোজনা শুরু করা যায়।
সর্বোচ্চ সীমা : একজন একক ব্যক্তির ক্ষেত্রে সর্বোচ্চ ৪.৫ লক্ষ টাকা এবং স্বামী স্ত্রীর যুগ্ম একাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা।
এই প্রকল্পের জন্য যোগ্যতা : এককভাবে কোন ভারতীয় প্রাপ্তবয়স্ক নাগরিক এই প্রকল্প খুলতে পারে উপযুক্ত নথি দেখিয়ে।যুগ্ম একাউন্ট খোলার জন্য উভয়কেই প্রাপ্ত বয়স্ক হতে হবে।
আয়কর ছাড় : এই প্রকল্পের ক্ষেত্রে যে সুদ পাওয়া যায় তা আয়করযোগ্য।এখানে আয়কর ধারার ৮০ সি নিয়ম অনুযায়ী কোন ছাড় পাওয়া যায় না।

সিনিয়র সিটিজেন সেভিং স্কীম (সি সি সি এস)
এই প্রকল্প একদম বয়স্ক অর্থাৎ যারা সদ্য তাদের সরকারি বা বেসরকারি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেছেন তাদের জন্য।বয়স্ক মানুষদের আর্থিক নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার এই প্রকল্প শুরু করেছেন।
সুদের হার : বর্তমানে এই যোজনায় সুদের হার ৮.৩ % চক্রবৃদ্ধি সুদের হারে।
সর্বনিম্ন সঞ্চয়ের পরিমান : সর্বনিম্ন ১০০০ টাকা দিয়ে আপনি এই প্রকল্প খুলতে পারেন ।
সর্বোচ্চ সীমা : সারাজীবনের জন্য সর্বোচ্চ ১৫লক্ষ টাকা জমা করতে পারেন।
এই প্রকল্পের জন্য যোগ্যতা : আপনার বয়স যদি ৬০ বছরের বেশি হয় তাহলে আপনি এই প্রকল্পের জন্য যোগ্য।তাছাড়াও যদি আপনার বয়স ৫৫ বছর হয় এবং আপনি ভলেন্টারি রিটায়ারমেন্ট বা স্বেচ্ছা অবসর নিয়ে থাকেন।
আয়কর ছাড়: টাকা বিনিয়োগের ক্ষেত্রে আয়কর ধারার ৮০ সি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।তবে সঞ্চিত টাকার বার্ষিক সুদের পরিমান ১০,০০০ টাকার বেশি হলে টি ডি এস জমা দিতে হবে।

১৫ বছরের জন্য পাবলিক প্রভিডেন্ট ফান্ড একাউন্ট
সুদের হার : এই প্রকল্পের জন্য সুদের হার হল ৭.৬% চক্রবৃদ্ধি সুদের হারে।
সর্বনিম্ন সঞ্চয়ের পরিমান : এই প্রকল্পে বাৎসরিক সর্বনিম্ন ৫০০ টাকা জমা দিতে পারেন।
সর্বোচ্চ সীমা : এই প্রকল্পে এক বছরে সর্বোচ্চ দেড় লাখ টাকা জমা করতে পারেন।
এই প্রকল্পের জন্য যোগ্যতা : এককভাবে কোন ভারতীয় প্রাপ্তবয়স্ক নাগরিক এই প্রকল্প খুলতে পারে উপযুক্ত নথি দেখিয়ে।
আয়কর ছাড় : বাৎসরিক সর্বোচ্চ ১.৫লাখ টাকা বিনিয়োগের উপর আয়কর ছাড় পাবেন আয়কর ধারার ৮০ সি নিয়ম অনুযায়ী।

ন্যাশনাল সেভিং সার্টিফিকেট (এন এস সি)
সুদের হার : এই প্রকল্পে সুদের হার ৭.৬% চক্রবৃদ্ধি সুদের হারে ।
সঞ্চয়ের সর্বনিম্ন সীমা : সর্বনিম্ন ১০০ টাকা দিয়ে আপনি এই প্রকল্প খুলতে পারেন।
সঞ্চয়ের সর্বোচ্চ সীমা : এক্ষেত্রে টাকা বিনিয়োগের সর্বোচ্চ কোন সীমা নেই।
এই প্রকল্পের জন্য যোগ্যতা : এককভাবে কোন ভারতীয় প্রাপ্তবয়স্ক নাগরিক এই প্রকল্প খুলতে পারে উপযুক্ত নথি দেখিয়ে।
আয়কর ছাড় : বাৎসরিক সর্বোচ্চ ১.৫ লাখ টাকা বিনিয়োগের উপর আয়কর ছাড় পাবেন আয়কর ধারার ৮০ সি নিয়ম অনুযায়ী।

কিষান বিকাশ পত্র (কে ভি পি)
সুদের হার : বার্ষিক সুদের হার ৭.৩% চক্রবৃদ্ধি সুদের হারে।
সঞ্চয়ের সর্বনিম্ন সীমা : সর্বনিম্ন ১০০০ টাকা দিয়ে এই প্রকল্প খুলতে পারেন।
সর্বোচ্চ সীমা : এই প্রকল্পের ক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমা নেই ।
এই প্রকল্পের জন্য যোগ্যতা : প্রাপ্তবয়স্ক সকল ভারতীয় নাগরিক এই প্রকল্পের জন্য যোগ্য।
আয়কর ছাড় : এই প্রকল্পে বিনিয়োগ করা টাকার সুদের উপর কর দিতে হয় নির্দিষ্ট নিয়ম অনুযায়ী।তবে ম্যাচুরিটি হয়ে যাওয়ার পর প্রাপ্ত টাকার উপর কোন কর দিতে হয় না।

সুকন্যা সমৃদ্ধি যোজনা
সাধারণত মেয়েদের আর্থিক নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার এই প্রকল্প শুরু করেছেন।
সুদের হার : বর্তমানে এই প্রকল্পে সুদের হার ৮.১% চক্রবৃদ্ধি সুদের হারে।
সর্বনিম্ন সঞ্চয় : সর্বনিম্ন ১,০০০ টাকা দিয়ে এই প্রকল্প শুরু করতে পারেন ।
সর্বোচ্চ সীমা : বছরে সর্বোচ্চ ১.৫লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন।
এই প্রকল্পের জন্য যোগ্যতা : আপনার বাড়িতে যদি সদ্যজাত থেকে ১০ বছর বয়সের কোন মেয়ে শিশু বা কন্যা থাকে তাহলে তার জন্য এই প্রকল্প খুলতে পারেন।
আয়কর ছাড় : এই প্রকল্পে বাৎসরিক ১.৫ লক্ষ টাকা বিনিয়োগের উপর আয়কর ছাড় আছে আয়কর ধারার ৮০ সি নিয়ম অনুযায়ী।এছাড়াও ম্যাচুরিটির সময় পাওয়া টাকার উপর কর দিতে হবে না।