৫ নম্বর বিয়েটাও টিকলো না, পঞ্চম স্বামীকে ডিভোর্স দিতে চলেছেন এই বাঙালি নায়িকা

৪ বার ভেঙেছে বিয়ে, পঞ্চম স্বামীকেও ডিভোর্স দেবেন বাংলার এই নায়িকা

বিতর্ক যেন পিছু ছাড়ে না তার। কখনও সম্পর্কে জড়িয়ে আবার কখনও বিতর্কিত মন্তব্য করে লাইমলাইটে এসেছেন বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেত্রী পরীমণি (PoriMoni)। কেরিয়ারের শুরু থেকেই একাধিক সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। কিন্তু কোনও সম্পর্কই টেকেনি। তবে সম্পর্ক নয়, অনেকবার বিয়েও করেছেন তিনি। কিন্তু একটি বিয়েও টেকেনি।

তবে তার বর্তমান স্বামীর সঙ্গে তার সম্পর্ক খুব ভালই ছিল। তার স্বামীর নাম হল শরিফুল রাজ (Shariful Raaz)‌। এক সময় সোশ্যাল মিডিয়ায় তারা একসঙ্গে ছবিও দিতেন। তবে এবার হয়তো এই বিয়েও ভাঙতে চলেছে অভিনেত্রীর। এমনটাই ইঙ্গিত দিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

RAJ AND PORIMONI

যদিও এর পিছনে অনেক কারণ রয়েছে। আসলে পরীমণির মতো তিনিও সম্প্রতি একটি বিতর্কে জড়িয়েছিলেন। বেশ কিছু দিন রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন নায়িকার গোপন ভিডিয়ো ফাঁস হয়েছিল। ঐ তিন নায়িকাদের মধ্যে একজন এই কাজের জন্য পরীমণিকেই দায়ী করেছিল।‌

তার ঐ অভিযোগের কথা জানতে পেরেই রেগে গিয়েছিলেন অভিনেত্রী। তিনি জানিয়েছিলেন, “১০ দিন ধরে শরিফুলের সঙ্গে যোগাযোগ হয়নি তার।” আসলে অনেকদিন আগে থেকেই তারা আলাদা থাকা শুরু করে দিয়েছিলেন। এই বিষয় পরীমণি জানিয়েছেন, “আমরা আলাদা থাকছি, এ বিষয়ে আমি দ্বিতীয় বার কিছু ভাবতে চাই না।”

RAJ AND PORIMONI

তবে তাদের এক সন্তানও রয়েছে, তাই বিচ্ছেদের পর সে কোথায় থাকবে‌ সেই প্রশ্ন উঠবেই। এই বিষয় পরীমণি জানিয়েছেন, “আমরা আলাদা হলেও আমাদের ছেলে রাজ্যের যত্ন আমরা দু’জনই করব। তবে ডিভোর্স নিয়ে ভাবতে আমার এখনও কিছুটা সময় লাগবে।”

আরও পড়ুন : লজ্জা-শরমের বালাই নেই, নিজের মেয়ের সঙ্গেই প্রেম করে বিতর্কে জড়ান এই সুপারস্টার

RAJ AND PORIMONI

পরীমণির এই কথা সত্যি সেটা জানিয়েছেন রাজা। এছাড়াও তিনি বলেছেন, “এইটুকু সময় আমি গ্রামের বাড়িতে মা-বাবার সঙ্গে সময় কাটাচ্ছিলাম।” অর্থাৎ পরিমণীর সঙ্গে অনেকদিন ধরেই তিনি থাকছেন না। এবার দেখার যে কবে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

আরও পড়ুন : পরকীয়া থেকে সহবাস! বিতর্কে বছরভর শিরোনাম দখল করে লাইমলাইটে এই ৩ টলিউড অভিনেত্রী