

বলিউডের (Bollywood) ইরোটিকা অভিনেত্রী হিসেবে বেশ নাম পেয়েছেন পুনম পান্ডে (Poonam Pandey)। এই উঠতি মডেলের নাম জড়িয়েছিল রাজ কুন্দ্রার পর্ন কাণ্ডের সঙ্গেও। এবার ফের বলিউডের গসিপ কলাম উঠে এল তার নাম। ভক্তদের নগ্ন শরীর দেখানোর প্রলোভন দেখিয়ে লাইমলাইট কেড়েছেন পুনম। তবে শর্তসাপেক্ষেই পুনম তার নগ্ন শরীর লাইভ দেখার সুযোগ দেবেন বলে জানিয়েছেন। জানেন কি সেই শর্ত?
পুনম পান্ডেকে বর্তমানে কঙ্গনা রানাওয়াতের নতুন রিয়েলিটি শো লকআপে দেখা যাচ্ছে। পুনমের সঙ্গে এখানে নামি দামি বিতর্কিত তারকারাও রয়েছেন। প্রত্যেক রাউন্ডেই প্রতিযোগীদের জন্য থাকে চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের ফাঁদে পড়েই এবার ভক্তদের সাহায্য চাইলেন অভিনেত্রী। কারণ বর্তমানে তিনি এলিমিনেশনে অর্থাৎ ডেঞ্জার জোনে পৌঁছে গিয়েছেন। এখন লড়াইয়ে টিকে থাকার জন্য তার ভক্তদের সাহায্য প্রয়োজন কারণ একমাত্র ভক্তরা ভোট দিলে তবেই টিকে থাকতে পারবেন তিনি।
লক-আপ থেকে যাতে এলিমিনেট না হতে হয় তার জন্য অদ্ভুত এক শর্ত দিলেন পুনম। ক্যামেরার সামনে এসে তার আবদার, ‘যারা শুনছেন তাঁদের সবাইকে বলছি প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলছি তোমাদের জন্য এক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। পুনম পাণ্ডে স্টাইলে অন ক্যামেরায় লাইভে আসব। আমায় ভোট দাও আর তারপরেই দেখো কী হয়।’
উল্লেখ্য এই প্রথম নয়, এর আগেও নগ্ন হওয়ার প্রলোভন দেখিয়ে বিতর্কে জড়িয়েছিলেন পুনম। সালটা ছিল ২০১১। তখন বিশ্বকাপ ফাইনালে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কার খেলা চলছিল। ভারতীয় দলের হয়ে সমর্থন জানাতে গিয়ে পুনম এক অদ্ভুত আশ্বাস দিয়ে বসেন। তিনি বলেন ভারত বিশ্বকাপ জয় করলে তিনি নগ্ন হয়ে গোটা স্টেডিয়াম ঘুরবেন! পুনমের এই মন্তব্যে দেশজুড়ে তোলপাড়ও হয়েছিল।
যদিও এরপর ভারত বিশ্বকাপ জিতলেও পুনমকে নগ্ন হতে দেখা যায়নি। সাফাই হিসেবে তিনি বলেন বিসিসিআই তাকে এই কাজ করার অনুমতি দেয়নি। এবার এলিমিনেট হয়ে যাওয়ার আশঙ্কায় শর্তসাপেক্ষে ভক্তদের সাহায্যই চাইলেন তিনি। কাজেই ভক্তরাও প্রশ্ন তুলছেন এবার আবার ২০১১ সালের মত ফের কথার খেলাপ করবেন না তো পুনম?
View this post on Instagram