বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার পচাগলা লাশ! জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে শিউরে উঠছে বলিউড

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল পচা-গলা লাশ, অভিনেতার মর্মান্তিক পরিণতিতে শিউরে উঠছে বলিউড

Police Found Popular Actor`s Deadbody After 3 Days Of Death Form His Own Flat : ফের একবার বলিউড অভিনেত্রী পারভিন বাবির মর্মান্তিক এবং রহস্যময় মৃত্যুর স্মৃতি উস্কে দিল আরও এক অভিনেতার মৃত্যু। সম্প্রতি পুনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল বর্ষিয়ান অভিনেতার পচা-গলা মৃত দেহ। ঠিক যেভাবে আজ থেকে ২০ বছর আগে বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার হয়েছিল জনপ্রিয় বলিউড নায়িকা পারভীনের দেহ। অভিনেতা রবীন্দ্র মহাজনী (Ravindra Mahajani) -র নিষ্প্রাণ দেহ উদ্ধার হল তারই ফ্ল্যাট থেকে।

   

জনপ্রিয় এই মারাঠি অভিনেতা (Marathi Actor) গত ৮ মাস ধরে মুম্বাইয়ের একটি আবাসনে একা থাকছিলেন বলে জানা গিয়েছে। কয়েকদিন ধরেই তার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। প্রতিবেশীরা এরপর পুলিশকে খবর দেন। তার ফ্ল্যাটের দরজা ভেঙে পুলিশ রবীন্দ্রর মৃতদেহ উদ্ধার করেছে। তিনি অন্তত দিন কয়েক আগে মারা গিয়েছেন বলেই জানা যাচ্ছে।

Ravindra Mahajani

শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পুলিশ এরপর তড়িঘড়ি তার ফ্ল্যাটে পৌঁছায়। তালেগাঁও এমআইডিসি পুলিশ স্টেশনের একটি টিম এদিন ঘটনাস্থলে পৌঁছায়। তারপর দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার হয়েছে। চিকিৎসকদের অনুমান মৃত দেহটি পাওয়ার তিন দিন আগেই অভিনেতার মৃত্যু হয়েছে।

পুলিশ ইতিমধ্যেই রবীন্দ্রর পরিবারের কাছে তার মৃত্যুর সংবাদ পাঠিয়েছে। অভিনেতার দেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়। অভিনেতার এমন মর্মান্তিক মৃত্যুতে ইন্ডাস্ট্রিতে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। রবীন্দ্রর পরিবার-পরিজনেরাও রয়েছেন। তার ছেলে গশমীর মহাজনি (Gashmir Mahajani) হলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা।

Ravindra Mahajani

খুব ছোটবেলা থেকেই অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল রবীন্দ্রকে। কম বয়সে তিনি মুম্বাইয়ের রাস্তায় ট্যাক্সি চালাতেন। কিন্তু মনে মনে অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। সেই স্বপ্ন পূরণ করার জন্য তিনি মারাঠি ইন্ডাস্ট্রিতে পা রাখেন। সেই সঙ্গে হিন্দি এবং গুজরাটি ছবিতেও তাকে কাজ করতে দেখা গিয়েছে। ‘সাত হিন্দুস্তানি’ ছবিতে পুলিশ ইন্সপেক্টরের ভূমিকাতে ছিলেন তিনি।

Ravindra Mahajani

আরো পড়ুন : আলিয়া-দীপিকা নন, ১০০ কোটির ক্লাবের প্রথম নায়িকা ছিলেন আশির দশকের এই বলিউড অভিনেত্রী

সত্যরের দশকের এই অভিনেতা মুম্বাই চা ফৌজদার, কালাত নাকালাত, জুনঞ্জ এর মত জনপ্রিয় কিছু মারাঠি ছবিতে অভিনয় করেছিলেন। শেষবার ২০১৯ সালের ‘পানিপথ’ নামের বলিউড ছবিতেও তাকে দেখা গিয়েছিল। কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। অভিনেতার ছেলে গশমীর কয়েকদিন ধরে বাবার সঙ্গে যোগাযোগ করতে না পেরে পুনের বন্ধুকে ফোন করে খোঁজখবর নিতে বলেন। আসল ঘটনা তখনই প্রকাশ পায়।

আরো পড়ুন : মিঠুনের সঙ্গে ঘনিষ্ঠতাই কাল হল, রাতারাতি কোথায় হারিয়ে গেলেন এই বলিউড অভিনেত্রী