সংযুক্তিকরণ হল ৮টি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের, আর কতদিন চলবে পুরোনো পাস বই

৮টি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের সংযুক্তির কারণে অ্যাকাউন্ট নম্বর, চেক বই, কার্ড, IFSC কোড ও MICR কোড বদলে যেতে পারে।এই সম্ভাবনা থেকেই সময় মতন নতুন চেক এবং পাসবই সংগ্রহ করার অনুরোধ করছে কিছু ব্যাংক। বিজয়া ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এলাহাবাদ ব্যাঙ্ক ও দেনা ব্যাংকের সংযুক্তিকরণ ঘটছে।

ইতিমধ্যেই পাঞ্জাব ন্যাশনাল (Panjab National Bank) ব্যাংক ট্যুইট করে গ্রাহকদের জানিয়েছে,আগামী ৩০ জুন পর্যন্ত আগের পাসবই এবং চেক বই সচল থাকবে। সঠিক সময় মেল বা SMS এর মাধ্যমে এই সংক্রান্ত সমস্ত তথ্য জানতে ব্যাঙ্কের শাখায় গিয়ে কিছু তথ্য আপডেট করতে হবে।ব্যাঙ্কে গিয়ে এই সম্পর্কে জেনে আসতে হবে এবং সেই অনুযায়ী আপডেট করাতে হবে।

   

কোনও গুজব নয় বরং সুবিধা মতন পুরোনো চেকবই এবং পাস বই বদল করে নিতে গ্রাহকদের অনুরোধ করেছে ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)।সাথে ব্যাংকের তরফ থেকে এও জানানো হয়েছে যে আপাতত পুরোনো চেক বা পাস বই বাতিল করা হচ্ছেনা।পাশাপাশি বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্কেও জানিয়েছে যে,তাদের পুরোনো চেক ও পাসবই এখনই বাতিল হচ্ছে না।

তবে আপনি যদি ব্যাংক গুলির গ্রাহক হন তবে অতিরিক্ত ভিড় হওয়ার আগেই চেক এবং পাস বই বদল করে নিতে পারেন। এতে পরবর্তীকালে লম্বা লাইন এড়াতে পারবেন আপনি।সময়সীমা এগিয়ে আসার সাথে সাথে বাড়বে ভিড়। তাই সময় থাকতেই ব্যাংকের পরামর্শ অনুযায়ী কাজ সেরে ফেলতে পারেন।