ওলট-পালট জি বাংলার টাইম স্লট, বদলে গেল পিলুর সম্প্রচারের সময়

সন্ধ্যে নামার সঙ্গে সঙ্গেই টিভি রিমোট হাতে নিয়ে বাংলা চ্যানেলে পছন্দের ধারাবাহিক দেখার জন্য বসে পড়েন ধারাবাহিকপ্রেমীরা। এই ওটিটি-সিরিজের যুগেও ধারাবাহিকতার সঙ্গে ধারাবাহিক দেখার চল রয়েছে দর্শকদের একটা বড় অংশের মধ্যে। জি বাংলার (Zee Bangla) দর্শকদের কাছে ‘পিলু’ (Pilu) ধারাবাহিকটিও দর্শকদের একটা বড় অংশের অত্যন্ত পছন্দের ধারাবাহিক।

কয়েক মাস আগেই এই নতুন ধারাবাহিক শুরু হয়েছে। শুরু থেকে টিআরপি তালিকাতে ভালোই ফলাফল দিচ্ছে ‘পিলু’। গৌরব রায় চৌধুরী এবং মেঘা দাঁ অভিনীত এই ধারাবাহিক দর্শকদের মন জয় করে নিয়েছে সহজেই। ধারাবাহিকের গল্পের একের পর এক টুইস্টে জমজমাট প্রত্যেকটি পর্ব। কাজেই সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ টায় জি বাংলা থেকে কার্যত চোখ এড়ানোই দায়। কিন্তু তবুও শেষ রক্ষা হল না।

Zee Bangla New Serial Pilu Cast (2)

সদ্য জি বাংলাতে নতুন ধারাবাহিক খেলনা বাড়ির প্রথম প্রোমো শেয়ার করা হয়েছিল। এরপর সেই ধারাবাহিকের সম্প্রচারের দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছে। এবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ মিনিটে সম্প্রচারিত হবে ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। এই খবরে স্বভাবতই পিলু ভক্তদের মাথায় হাত পড়ে। প্রতিপক্ষ স্টার জলসার ‘খুকুমণি হোম ডেলিভারি’কে টেক্কা দিতে পারলেও কার্যত নিজের চ্যানেলের কাছেই কোণঠাসা হয়ে পড়লো ‘পিলু’।

ধারাবাহিকের স্লট বদলের সিদ্ধান্তে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন ‘পিলু’র ভক্তরা। কোন নতুন টাইম স্লট বরাদ্দ হবে পিলুর জন্য? সোশ্যাল মিডিয়াতে এই প্রশ্ন তুলছিলেন দর্শকরা। অনেকেই অনুমানের উপর ভিত্তি করে ‘পিলু’র সম্ভাব্য টাইম স্লট নিয়ে আলোচনা চালাচ্ছিলেন। অনেকেই ভেবেছিলেন রাত নটায় ‘সর্বজয়া’র স্লট পাবে ‘পিলু’। তবে তাদের সেই অনুমান ঠিক হল না।

অবশেষে চ্যানেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হল পিলুর নতুন টাইম স্লট। আগামী ১৬ ই মে থেকে সোম থেকে রবিবার প্রতিদিন সন্ধ্যা ৬ টায় সম্প্রচারিত হবে ‘পিলু’। ধারাবাহিকে নায়িকা মেঘা দাঁ নিজে এই খবর তার ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে রাত ন’টার স্লটে সম্প্রচারিত হবে ‘উড়ন তুবড়ি’। অর্থাৎ এবার থেকে সন্ধ্যা ৬ টায় স্টার জলসার ‘গোধূলি আলাপ’ এবং জি বাংলার ‘পিলু’র মধ্যে চলবে টাফ ফাইট।