বাবা হলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় এই নায়ক, সন্তানের সঙ্গে ছবি দিয়ে শোনালেন সুখবর

বাবা হলেন বাংলা সিরিয়ালের এই অভিনেতা, নবজাত সন্তানের সঙ্গে শেয়ার করলেন একগুচ্ছ ছবি

ফের এক খুশির খবর ভেসে এল টলিউড (Tollywood) থেকে। বাবা হলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় একজন অভিনেতা। সম্প্রতি নবজাত সন্তানের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করে সকলকে সুখবর শুনিয়েছেন তিনি। তার সন্তানের হাতে আবার এগারোটা আঙুল। এমনই এক বিশেষ শিশুর বাবা হয়ে খুশিতে ফেটে পড়ছেন অভিনেতা।

সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন অভিনেতা সিদ্ধার্থ সেন (Siddharth Sen) পুত্র সন্তানের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করে সুখবর শুনিয়েছেন তার ভক্তদের। সিদ্ধার্থ বর্তমানে কালার্স বাংলা (Colours Bangla) চ্যানেলে ‘ফাগুনের মোহনা’ (Phaguner Mohona) ধারাবাহিকের নায়ক আয়ুশের চরিত্রে অভিনয় করছেন। তার স্ত্রী যে অন্তঃসত্তা এই খবর আগেই জানিয়েছিলেন তিনি। অবশেষে তাদের সংসারে এল নতুন অতিথি।

Phaguner Mohona's Siddharth Sen

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে বাবা হওয়ার সুখবর ভাগ করে নিয়েছেন সিদ্ধার্থ। সেইসঙ্গে সদ্যোজাত শিশুর এক ঝলকও শেয়ার করেছেন তিনি। ছেলের সঙ্গে ছবি শেয়ার করে সিদ্ধার্থ লেখেন, “আমার জীবনের সিম্বা এসে গেছে। নাম রেখেছি জোরাওয়ার। ও একদম সুস্থ আছে, আর ছেলের মাও একদম সুস্থ।”

নবজাত সন্তানকে কোলে নিয়ে একগুচ্ছ ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে সিদ্ধার্থ লেখেন, “এখনও বিশ্বাস করে উঠতে পারছি না। ছেলে আমার দারুণ হ্যান্ডসাম। হাতে ১১টা আঙ্গুল, কোঁকড়ানো চুল। উফ কী দুর্দান্ত রাশভারী অ্যাটিটিউড। আমার দিকে এমন গোলগোল চোখে তাকাচ্ছে যেন এখনই বকা দেবে। তবে আমি নিশ্চিত ও আমাকে ভালবেসে ফেলবে।”

Phaguner Mohona's Siddharth Sen

উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বর মাসে হরসিন্ধর সান্ধুর সঙ্গে পাঞ্জাবি রীতিনীতি মেনে বিয়ের পিঁড়িতে বসেন সিদ্ধার্থ। তৃতীয় বিবাহ বার্ষিকী আসার আগেই তাদের সংসারে এল এই নতুন অতিথি। উল্লেখ্য, মুম্বাইয়ের ছেলে সিদ্ধার্থ ফিটনেস নিয়ে ভীষণ সচেতন। বর্তমানে বাংলা সিরিয়ালের একজন অন্যতম হ্যান্ডসাম অভিনেতা তিনি।

Phaguner Mohona's Siddharth Sen

আরও পড়ুন : আসছে মানালির নতুন সিরিয়াল, নায়ক অনুরাগের ছোঁয়ার এই অভিনেতা, রইল বড় আপডেট

এর আগে মুম্বাইতে থাকার সময় বেশ কিছু সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল সিদ্ধার্থকে। তারপর বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রিতে তাকে তার জীবনের সবথেকে বড় ব্রেক দিল। অভিনেতা এখন স্টার জলসার ‘গ্রামের রানী বীণাপাণি’ ধারাবাহিকের অভিনেত্রী অ্যানমেরি টমের বিপরীতে অভিনয় করছেন।

আরও পড়ুন : ডিভোর্সের পর এখন কার সঙ্গে প্রেম করছেন তিয়াসা? ফাঁস হল ‘কৃষ্ণকলি’র শ্যামার সিক্রেট