আর হাতে গণ কয়েকদিন পরেই ভোট। নিজের বেহালা পশ্চিম থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন শিক্ষামন্ত্রী (Partha Chatterjee)। নির্বাচন কমিশনে নিজের আয় থেকে শুরু করে সম্পদ, শিক্ষাগত যোগ্যতা, সবকিছুরই খতিয়ান দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব (Partha Chatterjee)। হলফনামায় পেশ করা খতিয়ান অনুযায়ী দেখে নেওয়া যাক শিক্ষামন্ত্রীর (Partha Chatterjee) শিক্ষাগত যোগ্যতা এবং বার্ষিক আয় কত।
পার্থ চ্যাটার্জি শিক্ষাগত যোগ্যতা
পার্থ চ্যাটার্জি ১৯৭০ সালে উচ্চমাধ্যমিক পাশ করার পর অর্থনীতি নিয়ে স্নাতক হন ১৯৭৩ সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পূর্ণ করেন ১৯৮১ সালে। ১৯৮২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হয়েছেন। পরে ২০১৫ সালে অর্থনীতিতে পিএইচডি করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে।
পার্থ চ্যাটার্জির ব্যাঙ্কে জমা রাশি
বর্তমানে ১ লক্ষ ৪৮ হাজার ৬৭৬ টাকা নগদ রয়েছে তার হাতে। পাশাপাশি তার মোট পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথাক্রমে ২৪ লক্ষ ৮১ হাজার ২ টাকা, ২৩ লক্ষ ৩২ হাজার ৯৩৫ টাকা, ১৫ লক্ষ ১ হাজার ১৬১ টাকা ৩১ পয়সা, ২২ হাজার ৩৯৪ টাকা ৫৩ পয়সা এবং ১ লক্ষ ৮ হাজার ৬৯৫ টাকা।
পার্থ চ্যাটার্জির বীমা
এছাড়াও পার্থ চ্যাটার্জির নামে ২৫ লক্ষ টাকার একটি জীবন বীমা রয়েছে রাষ্ট্রীয় বিমান সংস্থা এলআইসির কাছে। মিউচুয়াল ফান্ডে তার বিনিয়োগ রয়েছে ৫০ লক্ষ ৮৪ হাজার ৮৩৫ টাকা। এই টাকা তিনি পেয়েছিলেন প্রভিডেন্ট ফান্ড থেকে।
আরও পড়ুন : কত টাকার মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রকাশ্যে এলো সম্পত্তির পরিমাণ
পার্থ চ্যাটার্জির বার্ষিক আয়
২০১৫-১৬ অর্থবর্ষে তিনি বার্ষিক আয় করেছেন ৮ লক্ষ ৩৭ হাজার ১ টাকা। ২০১৬-১৭ অর্থবর্ষে তার বার্ষিক আয় ছিল ৭ লক্ষ ৩০ হাজার ৭৩৮ টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষে ৬ লক্ষ ৩৩ হাজার ৬১২ টাকা আই তিনি করেছেন। ২০১৮-১৯ অর্থবর্ষে আয় করেছেন ৪ লক্ষ ৭৯ হাজার ৩৫০ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে তার আয় ৫ লক্ষ ৩৯ হাজার ৭২০ টাকা।
আরও পড়ুন : কত টাকার মালিক মমতা বন্দ্যোপাধ্যায়, প্রকাশ্যে এলো সম্পত্তির পরিমাণ