বিশ শতকের মাঝামাঝি সময়ে বলিউডে কেরিয়ার গড়তে এসেছেন বহু জনপ্রিয় অভিনেত্রী (actress)। অনেকেই আজ ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film industry) নেই। সাফল্য না আসার ইন্ডাস্ট্রি ছেড়ে চলে গিয়েছেন অনেকেই। তবে তাদের মধ্যে অনেকেই আজ নিজের একটা মজবুত জায়গা তৈরি করেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
এমনি এক জনপ্রিয় অভিনেত্রীর একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এই ছোট্ট সেই মেয়েটির ছবি দেখে অনেকেই চিনতে পারবে যে এই অভিনেত্রী কে? ইনি হলেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বোন। রণবীর সিং-এর বিপরীতে ‘লেডিজ ভার্সেস রিকি বহেল’ (Ladies vs Ricky Bahl) ছবিতে দেখা গিয়েছিল তাকে।
তবে নায়িকা হিসেবে তার প্রথম ছবি ছিল ‘ইশকজাদে’। এরপর বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। যার মধ্যে অন্যতম হল ‘গার্ল অন দ্য ট্রেন’, ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’, ‘সাইনা’, ‘কোড নেম তেরঙ্গা’। তবে খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।
তবে তার হবু স্বামী কিন্তু কোনও বলিউড তারকা নন, বরং একজন রাজনীতিবিদ। হ্যাঁ, আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে বিয়ে করতে চলেছেন তিনি। ইতি মধ্যে তাদের এনগেজমেন্টও হয়ে গিয়েছে। জানা গিয়েছে, চলতি বছরের অক্টোবর মাসে বিয়ে হবে তাদের।
প্রথমবার একটি ডিনার ডেটে রাঘবের সঙ্গে দেখা গিয়েছিল অভিনেত্রী পরিণীতি চোপড়াকে। শোনা গিয়েছিল, দিল্লিতে নিজের বাড়িতেও পরিণীতিকে নিয়ে গিয়েছিলেন রাঘব। যদিও সম্পর্ক নিয়ে প্রশ্ন করায় বার বার এড়িয়ে গিয়েছেন দুজনেই।
একবার এক সাংবাদিক পরিণীতি চোপড়াকে নিয়ে প্রশ্ন করেছিলেন। কিন্তু সেই প্রশ্নের উত্তরে রাঘব উত্তর দিয়েছিলেন, “পরিণীতি নয়, রাজনীতি নিয়ে প্রশ্ন করুন।” অন্যদিকে দিয়ে এই বিষয়ে পরিণীতিকে প্রশ্ন করায় তিনি প্রশ্নের জবাব না দিয়ে হেসেই গিয়েছেন।