বাবা-মাকে হারিয়েছেন বহু আগে, ‘জবা’র নিঃসঙ্গ জীবনের কাহিনী জানলে চোখে জল আসতে বাধ্য

বাংলা টেলিভিশনের (Bengali Telivision) সেরা অভিনেত্রীদের মধ্যে নিঃসন্দেহে রয়েছেন পল্লবী শর্মা (Pallavi Sharma)। জবা নামেই তাকে এতদিন চিনেছেন দর্শকরা। ধারাবাহিকে জবার কাণ্ডকারখানা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি হয়েছে বিস্তর, তবে আজ সেই জবার জীবনের কাহিনী জেনে সেই নেটিজেনদেরই চোখে এল জল। অভিনেত্রীর জীবনের কষ্টটা উপলব্ধি করে তার জন্য দুঃখ বোধ করছেন দর্শকরা।

স্টার জলসায় এই একসময় সম্প্রচার হত ‘কে আপন কে পর’ ধারাবাহিকটি। বাংলা টেলিভিশনের পর্দায় এই ধারাবাহিক চলেছিল টানা বেশ কয়েকটি বছর। এই ধারাবাহিকের সূত্রেই অভিনয় জগতে পা রাখেন পল্লবী শর্মা। দর্শকদের অত্যন্ত পছন্দের অভিনেত্রী হয়ে উঠেছিলেন তিনি। এমনকি এই ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পরেও দর্শকদের কাছে তিনি যেন ঘরের মেয়ে হয়েই রয়ে গিয়েছেন।

সম্প্রতি জি বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’ রিয়েলিটি শোতে সেলিব্রিটি স্পেশাল পর্বে উপস্থিত হয়েছিলেন পল্লবী। সেখানে অন্যান্য অভিনেত্রীদের পাশাপাশি তিনি চুটিয়ে আড্ডা দেন রচনা ব্যানার্জীর সঙ্গে। এই মঞ্চে তার মুখেই উঠে এল তার জীবনের নানা ওঠাপড়ার গল্প। একজন অভিনেত্রীর জীবনে স্ট্রাগল কমবেশি থাকেই। তবে ছোট বয়স থেকে পল্লবীকে যে যে পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তা সম্পূর্ণই আলাদা।

পল্লবী জানিয়েছেন খুব ছোট বয়সেই তিনি তার বাবা-মাকে হারিয়েছিলেন। পিসির কাছে থেকেই তিনি মানুষ হন। পিসিই হয়ে ওঠেন তার আপনজন। তবে দুর্ভাগ্যবশত ২ বছর আগে পল্লবীর পিসিরও মৃত্যু হয়েছে। এখন পল্লবী একাই থাকেন। রচনা ব্যানার্জীর বিয়ের প্ল্যানিং সম্পর্কিত প্রশ্নের উত্তরে পল্লবী জানান এই মুহূর্তে তার জীবনে বিশেষ কেউ নেই। তবে ভবিষ্যতে যদি কাউকে পছন্দ হয় তাহলে তিনি অবশ্যই বিয়ে করবেন।

আর পাঁচজন টলিউড নায়িকার থেকে একেবারেই আলাদা পল্লবী। অভিনয়ের বাইরে তিনি নিজেকে বাড়িতেই গুটিয়ে রাখেন। তিনি বলেন সম্ভবত তিনিই একমাত্র নায়িকা যিনি পার্টি করতে পছন্দ করেন না। তার জীবনে তেমন বন্ধুও কেউ নেই। নিজেকে ভীষণই বোরিং বলেছেন পল্লবী। একাকিত্বের মাঝে খুব বোরিংভাবেই আপাতত কাটছে তার জীবন।

স্টার জলসার এই নায়িকাকে কিছুদিনের জন্য ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই বাংলা ধারাবাহিকে তার কামব্যাক নিয়ে নানা জল্পনা রটে। ধারাবাহিকের হাত দিয়ে বোম্ব ডিফিউস, মরে গিয়ে বেঁচে ওঠা, হুইল চেয়ারে বসে আদালতের কাজকর্ম করার মত অতিনাটকীয়তার জন্য ট্রোলড হতে হয় অভিনেত্রীকে। তবে বাস্তবে কিন্তু দর্শকরা এখনও তার পর্দাতে ফেরার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন।