শুধু ১ টাকা দিয়ে এই পাকিস্তানি অভিনেতাকে কিনে নিয়েছিলেন শাহরুখ খান, কেন জানেন?

মাত্র ১ টাকায় এই পাকিস্তানি অভিনেতাকে কিনে নিয়েছিলেন শাহরুখ খান, কারণটা চমকে দেবে

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে শাহরুখ খান (Shah Rukh Khan) মানেই প্রযোজকদের কাছে হিট মেশিন। তার ছবি তালিকায় ফ্লপের সংখ্যা খুবই কম। শাহরুখ খানের কিছু কিছু ছবি তো দশকের পর দশক পেরিয়ে গেলেও দর্শকদের মনে জনপ্রিয়তা ধরে রেখেছে। শুধু ভারত নয়, গোটা বিশ্বে ছড়িয়ে আছে তার খ্যাতি। তবে জানেন কি পাকিস্তান (Pakistan) -র এক অভিনেতাকে মাত্র ১ টাকার বিনিময়ে কিনে নিয়েছিলেন শাহরুখ খান?

ঘটনাটা ঘটেছিল ২০০৭ সালে। ওই বছর শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) -র ছবি ওম শান্তি ওম (Om Shanti Om) মুক্তি পায়। এই ছবিতে বহু তারকার উপস্থিতি ছিল। তাদের মধ্যে একজন ছিলেন পাকিস্তানি অভিনেতা জাভেদ শেখ (Jawed Sheikh)। তিনি ওই দেশের একজন জনপ্রিয় অভিনেতা। ওম শান্তি ওম ছবিতে শাহরুখের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

Jawed Sheikh

তখন একটা সময় ছিল যখন পাকিস্তানি শিল্পীরা ভারতবর্ষে এসে কাজ করতে পারতেন। এখনকার মত বিধিনিষেধ চাপানো ছিল না তাদের উপর। সেই সূত্রেই জাভেদ শেখ শাহরুখের ছবিতে অভিনয় করেন। কিন্তু এই ছবিতে অভিনয় করার জন্য তিনি পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন ১ টাকা। এত বছর পর উঠে এল সেই রহস্য।

শোনা যায় তিনি নাকি স্বেচ্ছায় মাত্র ১ টাকা পারিশ্রমিক নিয়ে ওম শান্তি ওম ছবিতে অভিনয় করেন। এই বিষয়ে জানা গেল যখন সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে প্রথমবার মুখ খোলেন। জাভেদের কথায় শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করার খুশিতে তিনি এতটাই আত্মহারা হয়ে পড়েন যে তার কাছে পারিশ্রমিকটা বড় কথা ছিল না। তিনি স্পষ্ট জানিয়ে দেন এই ছবির জন্য তিনি কোনও পারিশ্রমিক নেবেন না।

Jawed Sheikh

সাক্ষাৎকারে জাভেদ শেখ বলেছেন, “ছবির প্রস্তাব নিয়ে শাহরুখের ম্যানেজার আমার কাছে হাজির হয়েছিলেন। আমি বলেছিলাম চুক্তি সই করতে রাজি কিন্তু পারিশ্রমিক নেব না। যদিও তারা প্রথমে রাজি হতে চাননি। বলেন এটা একেবারেই সম্ভব নয়। শেষমেষ আমি বলেছিলাম মাত্র ১ টাকা নেব। আসলে শাহরুখের বাবার ভূমিকায় অভিনয় করাটাই আমার কাছে ছিল অনেক বেশি সম্মানের।”

Jawed Sheikh

আরও পড়ুন : অরিজিৎকে নিয়ে এ কী বললেন শাহরুখ খান? বাংলার গায়ককে নিয়ে মন্তব্যে চমকে দিলেন ‘বাদশা’

তবে জাভেদের এই সিদ্ধান্তে কিন্তু তার নিজের দেশের মানুষেরাই তাকে নিয়ে সমালোচনা করেন। তিনি অনেকের কাছে অনেক কথা শুনেছেন এই নিয়ে। কেউ কেউ বলেছেন তিনি বাড়াবাড়ি করছেন শাহরুখকে নিয়ে। ভারতীয় ছবিতে কাজ করছেন অথচ পারিশ্রমিক নেবেন না, ব্যাপারটা পাকিস্তানের অনেকেই ভালভাবে নেননি।

আরও পড়ুন : হাজার টাকা নিয়ে মুম্বাইতে এসে থাকতেন ফুটপাতে, আজ কত হাজার কোটির মালিক শাহরুখ জানলে চমকে যাবেন