বাংলা সিরিয়াল আর নয়, সিরিয়াল ছেড়ে সিনেমায় পা রাখছেন স্টার জলসার এই খলনায়িকা

বাংলা টেলিভিশনের (Bengali Telivision) অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন ঐন্দ্রিলা বোস (Oindrila Bose)। তিনি ‘আলোছায়া’ (Alo Chaya) ধারাবাহিক থেকে বাংলা সিরিয়ালে (Bengali Mega Serial) কাজ করতে শুরু করেন। প্রথম সিরিয়ালেই নেগেটিভ শেডের চরিত্রে তাকে বেশ মানিয়েছিল। এরপর সেখান থেকে সরাসরি ‘মন ফাগুন’ সিরিয়ালের জন্য ডাক পান তিনি। এরপর তাকে আর ঘুরে তাকাতে হয়নি।

মন ফাগুন সিরিয়ালের পর ফের স্টার জলসাতে সাহেবের চিঠি সিরিয়ালে নায়কের বোনের ভূমিকাতে অভিনয় করার সুযোগ পান ঐন্দ্রিলা। খল চরিত্রে বরাবর দারুণ প্রশংসা পেয়েছেন তিনি। কিছুদিন আগেই এই সিরিয়ালটি বন্ধ হয়ে গিয়েছে। সেই থেকে ঐন্দ্রিলাকে আর বাংলা সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে না।

OINDRILA BOSE

অবশেষে নতুন বছরে দারুণ একটা সুখবর শোনালেন অভিনেত্রী। খুব শীঘ্রই একটি নতুন যাত্রায় পা মেলাতে চলেছেন তিনি। বাংলা সিরিয়াল নয়, আপাতত তার লক্ষ্য রয়েছে টলিউড। বাংলা সিরিয়াল থেকেই সরাসরি সিনেমাতে অভিনয় করার সুযোগ পেয়ে গেলেন তিনি। জীবনে প্রথমবার বাংলা ছবিতে কাজ করতে চলেছেন ঐন্দ্রিলা। অভিনেত্রী নিজেই এই সুখবর দিয়েছেন।

সোশ্যাল মিডিয়া মারফত টলিউডে ডেবিউ করার সুখবর দিয়ে সবাইকে চমকে দিয়েছেন ঐন্দ্রিলা। বড় পর্দায় তার প্রথম ছবি হতে চলেছে ‘সাদা রঙের পৃথিবী’। ছবিটির পরিচালনা করছেন রাজর্ষি দে। ঐন্দ্রিলা বোসের পাশাপাশি শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমারও থাকছেন এই ছবিতে। উল্লেখ্য, দেবলীনাও সাহেবের চিঠির খলনায়িকা ছিলেন।

OINDRILA BOSE

সাহেবের চিঠির দুই খলনায়িকাকেই এবার বাংলা টেলিভিশনের পর্দা থেকে সরাসরি টলিউড ছবিতে অভিনয় করতে দেখা যাবে। সোশ্যাল মিডিয়াতে ঐন্দ্রিলা এবং দেবলীনা দুজনেই সুখবর দিয়েছেন তাদের ভক্তদের। এরই মধ্যে ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। শুটিং শুরু হওয়ার আগে গ্রুপ ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে সুখবর দিয়েছিলেন দেবলীনা।

OINDRILA BOSE

ইনস্টাগ্রাম স্টোরিতে দেবলীনার শেয়ার করা ওই পোস্টের স্ক্রিনশট তুলে ঐন্দ্রিলা নিজেও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। দেবলীনা অবশ্য এর আগেও টলিউড ছবিতে মুখ দেখিয়েছেন। সেই সঙ্গে তাকে ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে। ঐন্দ্রিলা তার নতুন জার্নি নিয়ে ভীষণ উৎসাহিত। তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।