বিয়ের আগে কী করতেন সোনিয়া গান্ধী? সত্যিটা জানলে চমকে যাবেন

Occupation Of Sonia Gandhi Before Marriage : বিয়ের আগে কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন সোনিয়া গান্ধী? জানলে চমকে যাবেন

Sonia Gandhi : ছাত্র-ছাত্রীদের মূল উদ্দেশ্য থাকে কোন বড় প্রতিষ্ঠানে চাকরি করা। এর জন্য তারা বিশেষভাবে প্রস্তুতি নিয়ে থাকে। দৈনিক সংবাদ, নলেজ, কুইজ ও বিভিন্ন মাধ্যমে তথ্যগুলি সংগ্রহ করার চেষ্টা করে। আর আজ এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্ন পাঠকদের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে, যা নলেজের (General Knowledge) পরিধিকে বাড়াতে সহায়তা করবে।

১) প্রশ্নঃ ভগবান শ্রী রামের (Lord Ram) বোনের নাম কী ছিল? উত্তরঃ ভগবান শ্রী রামের বোনের নাম ছিল শান্তাদেবী। ২) প্রশ্নঃ মহাকাশে যাওয়া পৃথিবীর প্রথম প্রাণী কি ছিল? উত্তরঃ মহাকাশে যাওয়া পৃথিবীর প্রথম প্রাণী ছিলো লাইকা (Laika) নামে একটি কুকুর ছিল।৩) প্রশ্নঃ কোন প্রাণী নাক দিয়ে সবকিছু কাজ করে?উত্তরঃ হাতি তার নাকের সাহায্যে সব কাজ করতে পারে।

interview Question Answer

৪) প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা কলেজের নাম কী? উত্তরঃ ভারতের প্রথম মহিলা কলেজের নাম হল বেথুন কলেজ (Bethune College)। যা কলকাতায় অবস্থিত। ১৮৭৯ সালে কলেজ টি প্রতিষ্ঠিত হয়েছিল। ৫) প্রশ্নঃ পাখিদের রাজা বলা হয় কোন পাখিকে ? উত্তরঃ ঈগল পাখিকে পাখিদের রাজা বলা হয়।

৬)প্রশ্নঃ আমাদের ঘরে ঘরে চিঠি পৌঁছে দেন পোস্টম্যান, তাকে বাংলায় কি বলে? উত্তরঃ পোস্টম্যানকে আমরা বাংলায় ডাকহরকরা বলি। ৭) প্রশ্নঃ পৃথিবীতে মোট কতটা পরিমানে সোনা আছে? উত্তরঃ বিশেষজ্ঞদের মতে, পুরো পৃথিবীতে যে পরিমাণে সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমাণ উচ্চতা হবে।

job interview

৮) প্রশ্নঃ মানুষের শরীরের কোন দুটি অংশ সারা জীবন বৃদ্ধি পেতে থাকে? উত্তরঃ মানুষের শরীরের কান ও নাক সারা জীবন বৃদ্ধি পায়। ৯) প্রশ্নঃ পচা মাংসের মত গন্ধ আসে কোন ফুল থেকে ?উত্তরঃ র‌্যাফ্লেসিয়া আর্নল্ডি নামের ফুল থেকে পচা মাংসের মত গন্ধ আসে। এটি ইন্দোনেশিয়ার রেন ফরেস্টে ফোটে এবং পৃথিবীর সবচেয়ে বড় ফুল।

আরও পড়ুন : সৌরভ গাঙ্গুলীর স্ত্রীর কাছে নাচ শিখতে চান? ডোনার নাচের স্কুলের বেতন কত জানেন?

interview warmup

আরও পড়ুন : বলিউডে নেই কাজ, সিনেমা ছেড়ে ওয়েব সিরিজে পা রাখছেন এই ৬ তারকা

১০) প্রশ্নঃ বিয়ের আগে হোটেলে কী কাজ করতেন সোনিয়া গান্ধী? উত্তরঃ ১৯৬০ দশকের মাঝামাঝি সোনিয়া গান্ধী (Sonia Gandhi) ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি একটি রেস্তোরাঁয় পরিচারিকার কাজ করতেন। আর এখানেই দেখা হয়েছিল রাজীব গান্ধীর সঙ্গে এবং বিয়ে করার পর ভারতে চলে আসেন।