বাবা নয়, কেবলমাত্র মায়ের পরিচয়েই বড় হচ্ছে এই ৫ টলিউড অভিনেত্রীর সন্তান

সম্প্রতি মা হয়েছেন টলিউড (Tollywood) অভিনেত্রী নুসরাত জাহান (Nusrat Jahan)। পিতৃপরিচয়হীন এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি! এই নিয়ে সমাজমাধ্যমে জোর কটাক্ষ চলছে নুসরাত এবং তার সদ্যোজাত সন্তানকে নিয়ে। তবে একবিংশ শতাব্দীর এই যুগে পিতৃপরিচয় থাকাটা ঠিক কতটা জরুরী? আজকের সন্তানরা শুধু বাবার পরিচয়ের মুখাপেক্ষী তো নয়। একজন মা তার সন্তানের দায়িত্ব যদি নিতে পারেন, পিতৃপরিচয় সেখানে নিষ্প্রয়োজন।

এই বিশ্বাসেই বিশ্বাসী আজকের মহিলারা। আর তাদের সেই পথ দেখাচ্ছেন টলিউড অভিনেত্রীরা। টলিউডের একাধিক অভিনেত্রী এখন পুরুষ সঙ্গীর সাহায্য ব্যতিরেকে সিঙ্গেল মাদার (Single Mother) হিসেবে সন্তানের প্রতিপালন করছেন। আসুন আজ জেনে নেওয়া যাক টলিউডের সিঙ্গেল মাদারদের সম্পর্কে, যারা সন্তানের দায়িত্বের জন্য পুরুষের উপর নির্ভরশীল নন।

নুসরাত জাহান (Nusrat Jahan) : বৃহস্পতিবার দুপুরে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন নুসরাত। নুসরাতের সন্তান পৃথিবীতে পা রাখার আগেই অনেক কিছু সয়ে ফেলেছে। তাকে নিয়ে কত কটাক্ষ, কত সমালোচনাই না হয়েছে! তবে নুসরাত সবকিছু উপেক্ষা করে সন্তানের জন্ম দিয়েছেন। নিখিল নাকি যশ, সন্তানের পিতৃপরিচয় নিয়ে এই বিতর্ক তো চলতেই থাকবে। তবে নুসরাতের সন্তান বড় হয়ে উঠবে তার মায়ের পরিচয়ে।

শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) : টলিউডের আরেক অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীও একজন সিঙ্গেল মাদার। খুব ছোট বয়সে বিয়ে করে ঝিনুকের জন্ম দিয়েছিলেন শ্রাবন্তী। পরে তার বিয়ে ভেঙে যায়। একবার দুবার নয়, পরপর তিনবার বিয়ে ভেঙেছে শ্রাবন্তীর। তবে ঝিনুকের দায়িত্ব বরাবর এক হাতে সামলেছেন তিনি। তার ছেলে ঝিনুক আজ ১৮ বছরের এক তরুণ।

অপর্ণা গুহঠাকুরতা (Aparna Guha Thakurata) : টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতা। দেবশ্রী রায়ের সঙ্গে বিচ্ছেদের পর অপর্ণাকে বিয়ে করেন প্রসেনজিৎ। তবে তাদের সম্পর্ক টেঁকেনি। প্রসেনজিতের থেকে আলাদা হয়ে যান অপর্ণা। তবে ততদিনে প্রসেনজিৎ অপর্ণার মেয়ে প্রেরণার জন্ম হয়ে গিয়েছে। প্রেরণাই প্রসেনজিতের প্রথম সন্তান। তবে বিচ্ছেদের সময় মেয়েকে নিয়ে আলাদা হয়ে যান অপর্ণা। সেই থেকে মেয়ের যাবতীয় দায়িত্ব সফলভাবে পালন করেছেন তিনি। বাবার পরিচয়ে নয়, প্রেরণা তার মায়ের পরিচয়েই বড় হয়েছেন।

প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) : টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এবং রাহুল ব্যানার্জি একসময় টলিউডের মোস্ট হ্যাপিনিং জুটি ছিলেন। তাদের প্রেম এবং বিয়ে নিয়ে বেজায় উৎসাহ ছিল দর্শক মহলে। তবে বিয়ের পর তাদের সম্পর্ক ভেঙে যায়। প্রিয়াঙ্কা এবং রাহুলের সন্তান সহজ অত্যন্ত সহজভাবেই বেড়ে উঠছে প্রিয়াঙ্কার কাছে। যদিও রাহুলও মাঝেমধ্যেই সহজের সঙ্গে সময় কাটাতে পারেন।

স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) : খুব কম বয়সেই স্বস্তিকা মা হয়েছিলেন। প্রমিত সেনের সঙ্গে বিবাহসূত্রে তাদের কন্যা অন্বেষার জন্ম হয়। কিন্তু দাম্পত্য কলহের কারণে প্রমিতের সঙ্গে খুব তাড়াতাড়িই বিচ্ছেদ হয়ে যায় স্বস্তিকার। মেয়েকে নিয়ে আলাদা হয়ে যান টলিউড অভিনেত্রী। এরপর মেয়ের সব দায়দায়িত্ব নিয়েছেন তিনি। সমাজের সব নিয়মকে তুড়ি মেরে একজন সিঙ্গেল মাদার হিসেবে একা মেয়েকে মানুষ করছেন স্বস্তিকা।

শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) : মা এবং মেয়ের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক যে কতটা বন্ধুত্বপূর্ণ হতে পারে, তার উদাহরণ শ্রীলেখা এবং তার মেয়ের সম্পর্ক। শিলাদিত্য সান্যালের সঙ্গে বহু বছর আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছে শ্রীলেখার। বিচ্ছেদের পর মেয়ে ঐশী শ্রীলেখার কাছেই মানুষ হচ্ছেন। মেয়ের পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় খরচ শ্রীলেখা নিজেই বহন করেন।

কঙ্কনা সেন শর্মা (Konkona Sen Sharma) : বলিউড হোক বা টলিউড, কঙ্কনা সেন শর্মা দুই ইন্ডাস্ট্রির একজন অত্যন্ত দক্ষ অভিনেত্রী। তার আরও একটি পরিচয় আছে। তিনি একজন প্রাউড সিঙ্গেল মাদার। রণবীর শোরের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে হারুনকে নিজের কাছে রেখে মানুষ করছেন তিনি। আবার ছেলের মুখের দিকে তাকিয়ে প্রাক্তন স্বামীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কও বজায় রেখেছেন কঙ্কনা।

জুন মালিয়া (June Malia) : টলিউডের এই অভিনেত্রী খুব ছোট বয়সে প্রথমবার বিয়ে করেছিলেন। সেই বিবাহসূত্রে দুই সন্তানের জননী তিনি। তবে বিয়ের পর বিচ্ছেদ হয়ে যায় জুনের। তবে বিচ্ছেদের পরে স্বামীর থেকে খোরপোষ বাবদ একটি পয়সা নেওয়া তো দূরের কথা, সন্তানের জন্য খরচ বাবদও কোনও অর্থ তিনি নেননি। নিজের আত্মসম্মান বিসর্জন করে প্রাক্তনের সাহায্য নিতে চাননি তিনি।