খালি গলায় অসাধারণ সুরে গান গেয়ে সবার মন জিতলেন অভিনেত্রী নুসরত জাহান

টলিউড হোক বা বলিউড, অভিনেতা অভিনেত্রীরা সর্বদাই লাইমলাইটে থাকেন। মিডিয়ার ক্যামেরা সর্বদা তাদের উপরে যেন নজর রেখে চলে। আর তা করতে গিয়েই মাঝে মাঝে সেলিব্রিটিদের অভিনয় ক্ষমতা ছাড়াও তাদের আরও কিছু কিছু গুণ প্রকাশ্যে আসে। এইভাবে কার্যত সিন্ধুর মাঝে মুক্ত খোঁজার কাজটি মিডিয়াই করে থাকে। “পাপারাজ্জিদের ক্যামেরা” নিয়ে যতই সমালোচনা হোক না কেন, আসল কাজটি কিন্তু তারাই করে থাকেন।

   

টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অনেকেই আছেন যারা অভিনয় ছাড়াও আরও নানান কলায় পারদর্শী। কেউ খুব ভালো গান করেন তো কেউ আবার নাচতে পারেন খুব ভালো। কেউ আবার ছবিও আঁকেন। ফোটোগ্রাফির শখও রয়েছে কারও কারও। অর্থাৎ অভিনয়ের জগতের শিল্পীরা যদি জীবনের কোনও পর্যায়ে অভিনয় ছেড়ে অন্য কোনও পেশা গ্রহণের কথা ভাবেন তাহলে তাদের জন্য সেই অপশন রয়েছে প্রচুর।

টলিউডের অন্যতম বহুল চর্চিত অভিনেত্রী নুসরাত জাহান। অভিনেত্রী তার পেশাগত এবং ব্যক্তিগত জীবনের জন্য হামেশাই লাইমলাইটে এসে থাকেন। টলিউডের এই সুন্দরী অভিনেত্রী রাজ্য শাসকদলের তরফের সাংসদও বটে। ফিল্মী কেরিয়ার, রাজনৈতিক কেরিয়ার, তার সঙ্গে ব্যক্তিগত জীবন; সমানতালে সামলে চলেছেন নুসরাত।

নুসরাত যে শুধু দুর্ধর্ষ অভিনেত্রী এমনটা কিন্তু নয়। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রীর নাচও সুপারহিট। তিনি খুব ভালো রান্নাও করতে পারেন। তবে নুসরাত যে কত ভালো গায়িকা তা কি আপনি কখনো আগে থেকে জানতেন? হ্যাঁ, নুসরাত খুব ভালো গানও কিন্তু করে থাকেন। কথায় আছে “যে রাঁধে সে চুলও বাঁধে”! কথাটি নুসরাতের জন্য যেন অক্ষরে অক্ষরে মিলে যায়।

নুসরাতের এই গুণটি প্রথম একটি রাজনৈতিক সভামঞ্চে ধরা পড়েছে। একুশের নির্বাচনী লড়াই সম্প্রতি শেষ হয়েছে। তবে লড়াই যখন চলছিল তখন ভোট মঞ্চে দাঁড়িয়ে রাজ্য শাসকদলের হয়ে প্রচার চালাচ্ছিলেন রাজ্যের সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে প্রচার চালিয়েছেন নুসরাত। সেই প্রচার চলাকালীন একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আর হবে নাই বা কেন? টলিউডের হার্টথ্রব, পুরুষ অনুরাগীদের সেনসেশন, টলিউডের অন্যতম হট এন্ড সেক্সি নায়িকা নুসরাত কোনরূপ বাদ্যযন্ত্র ছাড়াই খালি গলায় গান গাইছেন যে! তাও আবার “তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদমাঝারে রাখিব ছেড়ে দেব না”র মতো জনপ্রিয় গান। সত্যিই তো, নুসরাত কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়, কারোকেই যেতে দিতে রাজি নন বঙ্গবাসী!

যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে সবুজ শাড়ি সবুজ ব্লাউজ পরিহিতা নুসরাত একেবারে হালকা মেকআপে ভোট মঞ্চে হাজির। ভোটের প্রচার চলাকালীন উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে তিনি গাইলেন গান। যে গান শুনে মুগ্ধ শ্রোতারা হাততালিতে ফেটে পড়লেন। অভিনেত্রীর এমন গুণ এতদিন অধরাই থেকে গিয়েছিল যে! ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। নুসরাতের অভিনয়ের পাশাপাশি তার গানও দর্শক বেশ পছন্দ করছেন।