নেটদুনিয়া এখন শুধুই নুসরাতময়! নুসরাতের (Nusrat Jahan) ব্যক্তিগত জীবন সম্পর্কিত নতুন আপডেট হোক বা তার অতীত জীবন নিয়ে চর্চা, টলিউড (Tollywood) অভিনেত্রীকে নিয়ে নেট মাধ্যমে কাটাছেঁড়ার পর্ব চলছেই। বিশেষত নুসরাতের সন্তানসম্ভাবনার খবর পাওয়ার পর থেকেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে যেন একের পর এক বোমা ফাটছে সোশ্যাল মিডিয়ায়। প্রথমে হবু সন্তান প্রসঙ্গে, তারপর অভিনেতা যশ দাশগুপ্তকে (Yash Dasgupta) নিয়ে এবং বর্তমানে নিখিল জৈনের সঙ্গে তার বিবাহিত সম্পর্ক নিয়েও উঠছে বহু প্রশ্ন।
চারিদিকে যখন শুধুই তাকে কেন্দ্র করেই বিতর্ক চলছে, তখন অভিনেত্রী নেট মাধ্যমে ঘোষণা করলেন যে নিখিল জৈনকে (Nikhil Jain) তিনি আইনত বিয়ে করেননি। এতদিন তার সঙ্গে শুধুই “সহবাস” করেছেন! এরপর থেকেই কার্যত তার বিরুদ্ধে সুর চড়াতে হতে শুরু করেন নেটিজেনরা। নিখিলের সঙ্গে তার সম্পর্ককে “শুধুই সহবাস” বলে ঘোষণা করার দরুণ নুসরাত জাহানের সমালোচনায় মুখর নেটপাড়া। সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে কুৎসার বন্যা বয়ে যাচ্ছে।
তার উপর আবার সম্প্রতি নুসরাত তার সোশ্যাল মিডিয়া পেজে একটি বিজ্ঞাপনের ছবি পোস্ট করেছেন। ওই সংস্থাটি আসলে একটি গর্ভনিরোধক ওষুধ সংস্থা। বেশ কয়েক মাস ধরেই নুসরাত এই সংস্থার প্রচারের মুখ হিসেবে কাজ করছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম পেজে সেই সংস্থারই একটি ওষুধের প্রচার করেছেন নুসরাত জাহান। এই বিজ্ঞাপনের ট্যাগলাইন হলো, “তোমার লড়াই আমাদের শক্তি”।
প্রধানত সমাজে নারীর লড়াইয়ের একাধিক গল্পই তুলে ধরে এই বিজ্ঞাপন। তবে বিজ্ঞাপনের প্রচারের মুখ হিসেবে অভিনেত্রী নুসরাত জাহানকে একেবারেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা। তিনি এই পোস্টটি সোশ্যাল সাইটে শেয়ার করা মাত্রই তার বিরুদ্ধে নিন্দার ঝড় বইতে শুরু করেছে। তার সঙ্গে পোষ্টের নিচে কমেন্ট বক্স ভরে উঠছে কুৎসিত মন্তব্যে। কেউ লিখেছেন, “এমন মেয়েদের দেশ থেকে বার করে দেওয়া উচিত”!
নুসরাতের এক অনুরাগীর মন্তব্য, “আপনার কি সত্যি লজ্জা নেই? এক জন সরল ছেলেকে ফাঁসালেন। পরে তাঁর সঙ্গে বিয়ের নাটক করলেন, ওঁর পয়সা হাতালেন। এখন বলছেন, আপনাদের নাকি বিয়েই হয়নি! ভগবান! সত্যি নুসরত, আপনাকে খুব সমর্থন করতাম, কিন্তু এটার পরে আপনাকে কিছুই বলার নেই”। অনেকে আবার নুসরাতের বিরুদ্ধে সরাসরি “লাভ জিহাদ” এর অভিযোগ এনে লিখেছেন, “সফল লভ জিহাদের জন্য শুভেচ্ছা”!
এখানেই অবশ্য শেষ নয়। নুসরাতের হবু সন্তানের প্রতিও কুৎসিত মন্তব্য ধেয়ে এসেছে। নুসরাতের সন্তানের পিতৃত্ব নিয়ে যে প্রশ্ন উঠছে, সেখানে অনেকের ধারণা নুসরাতের নতুন প্রেমিক যশ দাশগুপ্তই এই সন্তানের বাবা। ঠিক এই কারণেই যশ-রতের সঙ্গে মিল খুঁজে নেটিজেনরা তাদের সন্তানের নাম রেখেছেন “বিজেমূল”! প্রসঙ্গত অভিনেত্রী নুসরাত জাহান তৃণমূলের সাংসদ এবং যশ দাশগুপ্ত একুশের নির্বাচনে বিজেপির পরাজিত প্রার্থী। সেই রাজনৈতিক প্রসঙ্গ টেনেই নেটিজেনরা কার্যত নুসরাতের হবু সন্তানের এই নামকরণ করেছেন!
আরও পড়ুন : ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা নুসরতের! কাঠগড়ায় স্বামী নিখিল
আরও পড়ুন : মিমির থেকে যশকে কেড়ে নিয়েছেন নুসরত, দুই বান্ধবীর মধ্যে বাড়ছে দুরত্ব
কেউ আবার সরাসরি গর্ভনিরোধক ওষুধের প্রসঙ্গ তুলে নুসরাতকে কটাক্ষ করে বলেছেন, “আপনি এটা ব্যবহার করলে, আজ এই দিন আসত না”! নুসরাতের ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িয়ে গেলেন বলিউডের আরেক অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। শ্রাবন্তীর প্রসঙ্গ তুলে ধরে নুসরাতকে অনেকে ইতিমধ্যেই “শ্রাবন্তীর দ্বিতীয় ভার্সন” বলতে শুরু করেছেন। তবে কারও কারও মতে, নুসরাতের কাছে “শ্রাবন্তীও ফেল করে গেলেন”!