প্রকাশ্যে স্বামী নিককে বেইজ্জত করলেন প্রিয়াঙ্কা! ভাইরাল হলো ভিডিও

বলিউড (Bollywood) অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং মার্কিন পপ তারকা নিক জোনাসের (Nick Jonas) সম্পর্কে নাকি ভাঙ্গন ধরেছে! স্বামীর নামের পদবী নিজের নামের পাশ থেকে মুছে ফেলেছেন প্রিয়াঙ্কা। বিতর্কের সূত্রপাত হয়েছে সেখান থেকেই। তাই তাদের বিবাহ বিচ্ছেদের জল্পনা উঠেছে চরমে। ঠিক তখনই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো একটি ভিডিও।

এই ভিডিওটি আসলে একটি রোস্টিং (Roasting) ভিডিও। নিজের স্বামী নিক জোনাস এবং তার ভাইকে নিয়ে মজার এই ভিডিওটি বানিয়েছেন প্রিয়াঙ্কা। ভরা মঞ্চে সকলের সামনে স্বামীকে নিয়ে মজার জোকস বলতে শুরু করলেন প্রিয়াঙ্কা। সঙ্গে নিকের দুই ভাইকেও ছাড়লেন না। প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন সেই ভিডিও।

ভিডিওতে প্রিয়াঙ্কাকে বলতে শোনা গেল, “আমি খুবই গর্বিত ও উৎসাহিত আমার স্বামী নিক জোনস ও তাঁর ভাই যাদের নাম আমি মনে রাখতে পারি না তাদের রোস্ট করতে এসে। আমি ইন্ডিয়ার মেয়ে যেটা গান, বিনোদনে সমৃদ্ধ একটা দেশ। সুতরাং বোঝাই যাচ্ছে আমার স্বামী ও তাঁর ভাইয়েরা তার কিছুই বুঝে উঠতে পারে না। নিক ও আমার ১০ বছরের বয়সের পার্থক্য রয়েছে, আর অনেক এমন ৯০ এর দশকের কালচার রয়েছে যেটা আমায় ওকে শেখাতে হয়। যদিও আমরা দুজনেই দুজনকে শেখাই”।

প্রিয়াঙ্কা আরও বলেছেন, “নিক আমাকে দেখিয়েছে কিভাবে টিকটক ব্যবহার করতে হয়। তারপর আমি নিককে দেখায় সফল অভিনয়ের কেরিয়ার কাকে বলে”। রোস্টিং ভিডিও হলেও স্ত্রীর মুখে এই কথা শুনে হেসে গড়িয়ে পড়লেন নিক। নিকের ভাইরাও হেসে কুটোপাটি হলেন। দর্শকাসনে উপস্থিত সকলে এবং নেটিজেনরাও প্রিয়াঙ্কার কথা শুনে বেশ মজা পেয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

নেটফ্লিক্সের আয়োজিত একটি রোস্টিংয়ে প্রিয়াঙ্কা ঠিক এভাবেই তার স্বামী এবং দেওরদের রোস্ট করেছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই প্রায় সাড়ে ৬ মিলিয়ন বার দেখা হয়েছে এই ভিডিও।