নতুন প্রজাতির করোনা ভাইরাস এর খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। সেই নিয়ে আতঙ্কিত গোটা বিশ্ব। করোনা ভাইরাসের এই নতুন স্টুডেন্ট-এর খোঁজ পাওয়া গেছে ব্রিটেন, ইতালি এবং অস্ট্রেলিয়াতে।
নতুন এই স্ট্রেনের সংক্রামক ক্ষমতা আগের থেকে ৭০ শতাংশ বেশি। ব্রিটেনে লাগামহীনভাবে ছড়াচ্ছে এই নতুন ভাইরাস। শরীরে এই নতুন স্ট্রেন খুঁজে পাওয়া গেছে। এই নতুন স্ট্রেনের ট্রানস্মিসিবিলিটি রেট সাংঘাতিক হওয়ার কারণে এটিকের সুপার স্প্লেডার বলছেন বিজ্ঞানীরা।
আগামী ৩১শে ডিসেম্বর অবধি ব্রিটেনের সঙ্গে সমস্ত বিমান পরিষেবা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। কলকাতা বিমানবন্দরে দুজন করোনা রোগীর শরীরে এই সংক্রমণ ধরা পড়েছে। পেটেন্ট ফেরত বিমান থেকে কুড়ি জন করোনা নিয়ে দেশে ঢুকেছেন। ফেরত যাত্রীদের পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে।
ইতিমধ্যেই মুম্বইয়ে লন্ডন ফেরত ১৫ জন যাত্রীর শরীরে এই নতুন ধরনের করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এই ১৫ জনের রক্তের নমুনা পাঠানো হয়েছে পুণের ইনস্টিটিউট অফ ভাইরলোজিতে। সেখানে আরও পরীক্ষা নিরীক্ষার পরই অবশ্য এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
যদিও, গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দাবি করেছে, ‘এখনও পর্যন্ত ভারতে এই নতুন ধরনের ভাইরাসটির দেখা মেলেনি।’ কিন্তু সুত্রের খবর, গত দু’দিনে অন্তত ২০ জন ব্রিটেনফেরত যাত্রী ও বিমানকর্মীর শরীরে COVID-19 সংক্রমণ ধরা পড়েছে। হিথরো থেকে সরাসরি দিল্লি, অমৃতসর, কলকাতা, আহমেদাবাদ এবং চেন্নাই বিমানবন্দরে নামেন তাঁরা। এঁদের প্রত্যেকেরই নমুনা পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে। এঁদের জিনোমের সিকোয়েন্স টেস্ট করা হবে।
করোনা সংক্রমণ বাড়ায় ইতিমধ্যে কয়েকটি রাজ্যে জারি করা হয়েছে নাইট কারফিউ। আমেদাবাদে বাড়ানো হয়েছে নাইট কারফিউ সময়সীমা। বাড়িতে বসেই বড়দিন উদযাপনের অনুরোধ জানিয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী। অনুমান করা হচ্ছে মুম্বাইয়ে করোনাভাইরাস এর সেকেন্ড ওয়েব শুরু হতে পারে।তার জন্য সতর্কতামূলক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করছে শিবসেনা সরকার।
এখন প্রশ্ন হচ্ছে বিশ্ব জুড়ে যে করণা ভ্যাকসিনের ট্রায়াল’ চলছে সেই ভ্যাকসিন কি এই নতুন স্ট্রেনে কাজ করবে? বর্তমানে যে ভ্যাকসিন গুলো চলছে তাতে নতুন স্ট্রেন নিয়ে ভয়ের কিছু কারণ নেই বলে জানিয়েছেন CSIR এর ডিরেক্টর জেনারেল শেখর মান্দে। তিনি জানিয়েছেন করোনা ভাইরাসের এই নতুন স্ট্রেন সংক্রামক হলেও করোনা ভ্যাকসিন এই নতুন স্ক্রিনেও সমান কাজ করবে।
এই পরিস্থিতিতে ভারতীয় স্বাস্থ্যমন্ত্রক অযথা ভয় না পাওয়ার অনুরোধ জানিয়েছেন। শীত পড়তেই বাড়ছে লাগামছাড়া পিকনিকের হিড়িক। মানা হচ্ছে না দূরত্ব বৃদ্ধি, স্বাস্থ্যবিধি। তাই বাড়িতে থাকুন সতর্ক থাকুন বাইরে গেলে মাক্স পড়ুন ও সামাজিক দূরত্ব বিধি মানুন।