গল্পের গরু গাছে তুলতে তুলতে শ্রীময়ীকে (Sreemoyee) শেষমেশ গোয়েন্দা বানিয়েই ছাড়লেন চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay)! ধারাবাহিকের আসন্ন এপিসোড ঘিরে সোশ্যাল মিডিয়াতে ফের শ্রীময়ী ধারাবাহিক নিয়ে ঝড় উঠলো। কারণ ধারাবাহিকের আগামী পর্বের ঝলক উঠে এসেছে শ্রীময়ীর ফ্যানপেজে। দেখা যাচ্ছে এবার গোয়েন্দা গিন্নি রূপ ধরেছে শ্রীময়ী।
আপাতত কিছু সোশ্যাল মিডিয়া পেজে শ্রীময়ীর কিছু ছবি এবং ভিডিও ঘুরছে যা নেটিজেনদের চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, বন্দুক হাতে তুলে নিয়েছে শ্রীময়ী। শ্রীময়ীর সঙ্গে মিঠুদিও বন্দুক চালানো শিখছে বৌদিমনির অ্যাসিস্ট্যান্ট হয়ে! ব্যাপারটা ঠিক কী? আসলে রোহিত সেনকে কিডন্যাপ করে নিয়েছে দুষ্কৃতীরা। তাকে উদ্ধার করার জন্যই এত আয়োজন!
বিগত কয়েক সপ্তাহ ধরেই রোহিত সেনকে দেখা যাচ্ছেনা শ্রীময়ী ধারাবাহিকে। আপাতত এটুকুই জানা গিয়েছে তাকে অপহরণ করা হয়েছে। রোহিত সেনকে উদ্ধার করার জন্য পুলিশের সাহায্য নেয়না শ্রীময়ী। প্রাইভেট ডিটেকটিভের মাধ্যমে চলছে রোহিত উদ্ধারের প্রস্তুতি! কারণ শ্রীময়ীকে ছাড়া রোহিতকে আর কেই বা পারবে বাঁচাতে? তাই ময়দানে নামছে গোয়েন্দা শ্রীময়ী!
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মিঠু দিকে সঙ্গে নিয়ে বন্দুক চালানো শিখছে শ্রীময়ী। প্রথমবার বন্দুক হাতে নিয়ে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছে তারা। প্রথমবার বন্দুকে শট দিতে গিয়েই ঘেমেনেয়ে অস্থির শ্রীময়ী আর মিঠু দি। দুজনের অবস্থা দেখার মত। যদিও দুজনের পাশেই রয়েছেন ট্রেনার। ট্রেনারের থেকে পরামর্শ নিয়ে শ্রীময়ী যেই বন্দুকের গুলি ছোঁড়ে অমনি তীব্র আওয়াজে রীতিমতো পড়ে যাওয়ার উপক্রম হয় সে। মিঠু দির অবস্থা শ্রীময়ীর থেকেও শোচনীয়।
শ্রীময়ী আবার মিঠুদিকে সাহস যুগিয়ে বলে, “এই তো আমি পেরেছি, তুমিও পারবে।” আপাতত ধারাবাহিকের এই ঝলক ঘিরে দর্শকমহলে উন্মাদনা তুঙ্গে। এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের কাছে প্রশ্নের সম্মুখীন হয়ে শ্রীময়ী ওরফে ইন্দ্রানী হালদার (Indrani Halder) বলেন, স্বামীকে উদ্ধার করার জন্য বন্দুক হাতে তুলে নিতে হয়েছে শ্রীময়ীকে। সঙ্গে সহকারি হয়েছে মিঠু দি। আনন্দবাজার অনলাইনকে ইন্দ্রানী জানিয়েছেন, এবার ছদ্মবেশ ধরে রোহিত সেনকে উদ্ধার করতে যাবে শ্রীময়ী।
এদিকে ধারাবাহিকের এই ঝলক দেখে নেটিজেনদের মধ্যে কেউ কেউ এর মধ্যে খুঁজে পেলেন হিন্দি ধারাবাহিক ‘সিআইডি’র ঝলক! কারো কারোর মতে ইন্দ্রানী হালদারের পূর্ববর্তী ধারাবাহিক ‘গোয়েন্দা গিন্নি’কে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে! উল্লেখ্য, শুধু পিস্তল ছোঁড়া নয়। শোনা যাচ্ছে, ইন্দ্রানী হালদার নাকি এখন গাড়ি চালানোও শিখছেন।
এই প্রসঙ্গে অবশ্য অভিনেত্রী জানিয়েছেন, ‘‘ওটা ‘শ্রীময়ী’র জন্য নয়। নতুন কাজের কথা চলছে। তার জন্যেই এই বিশেষ প্রশিক্ষণ। চার চাকার আগে সাইকেল, স্কুটি চালানোও শিখেছি’’। অতএব আগামী বছরে নতুন রূপে আবারো ফিরতে চলেছেন ইন্দ্রানী। তবে সেটা সিনেমা, নাকি ওয়েব সিরিজ, নাকি নতুন কোনও ধারাবাহিক তার খোলাসা করেননি।