Skin Care With Rose Water : ত্বক ভাল রাখার জন্য সকলেই ত্বকের যত্ন নেয়। এই জন্য ত্বকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করেন সকলে। বিশেষ করে ত্বকের যত্ন নেওয়ার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গোলাপ জল (Rose Water)। প্রায় সকলেই ত্বক ভাল রাখার জন্য গোলাপ জলের ব্যবহার করে থাকেন। ত্বকে গোলাপ জল ব্যবহার করলে ত্বকের কোষগুলিতে ময়লা জমে না। এর ফলে ত্বক কোমল হয়ে যায়।
কিন্তু গোলাপ জলের সঙ্গে কিছু বিশেষ জিনিস মিশিয়ে মাখলে যেমন ভাল ফল পাওয়া যায় ঠিক তেমনি কিছু জিনিস আবার গোলাপ জলের সঙ্গে মিশিয়ে ত্বকে ব্যবহার করা উচিত নয়। যেমন- গোলাপ জলের সঙ্গে গ্লিসারিন মেশানো উচিত নয়। এর ফলে ত্বক মসৃণ হওয়ার বদলে আরও শুষ্ক হয়ে যাবে। এছাড়াও আর কী কী মেশানো যায় না গোলাপ জলের সঙ্গে? দেখে নিন এই তালিকায়।
এসেন্সিয়াল অয়েল (Essential Oil) : গোলাপ জলের সঙ্গে এসেন্সিয়াল অয়েল মিশিয়ে মাখেন বহু মানুষ। কিন্তু এমনটা করা উচিত নয়, এর ফলে ত্বকে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। তাই এসেন্সিয়াল অয়েলের সঙ্গে গোলাপ জল না মিশিয়েই মাখা উচিত। শুধু এসেন্সিয়াল অয়েল মাখলেই ভাল ফল দেবে।
বেকিং সোডা (Baking Soda) : যেমন খাবার বানানোর জন্য বেকিং সোডা ব্যবহার করা হয় ঠিক তেমনি রূপচর্চার জন্যও বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে। তবে গোলাপ জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে কখনোই মাখা উচিত নয়। এর ফলে ত্বকের পিএইচ ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে।
ভিনিগার (vinegar) : ত্বককে উজ্জ্বল করে তোলার জন্য ভিনিগার ব্যবহার করা হয়। কিন্তু ভিনিগারের সঙ্গে গোলাপজল মিশিয়ে মাখা উচিত নয়। এর ফলে ত্বক ম্লান হয়ে যায়। এছাড়া ব্রণ কিংবা র্যাশের সমস্যা ও ত্বকের পিএইচ ভারসাম্য বজায় থাকবে না। এই জন্য ভিনিগারের সঙ্গে গোলাপ জল ব্যবহার না করাই ভাল।
আরও পড়ুন : জীবনেও পার্লার যেতে হয়নি, ত্বক ও চুলের যত্নে বাড়িতে কী কী করেন সৌমিতৃষা?
লেবুর রস (Lemon Juice) : ব্রণ ও ত্বকের অন্যান্য সমস্যা কমিয়ে আনার জন্য লেবুর রস খুব গুরুত্বপূর্ণ। ভিটামিন সি থাকায় লেবুর রস সকল সমস্যার সমাধান করে। কিন্তু লেবুর রসের সঙ্গে কখনও গোলাপ জল মিশিয়ে মাখতে নেই। তাহলে ত্বক রুক্ষ হয়ে যায় এবং ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক থাকে না।
আরও পড়ুন : মাত্র ১৫ মিনিটেই পালাবে ত্বকের সব দাগছোপ, ব্যবহার করুন কমলালেবুর এই ফেসপ্যাক