মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই প্লাস্টিক! নোরা ফাতেহির পুরনো ভিডিও দেখে মাথায় হাত নেটিজেনদের

প্লাস্টিক সার্জারি করিয়েই এত সুন্দরী নোরা ফাতেহি? পুরনো ছবি দেখে মাথায় হাত ভক্তদের

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির প্রখ্যাত সব নায়িকাদের নামের পাশে প্লাস্টিক সুন্দরী ট্যাগটা জুড়ে গিয়েছে। সেই আশির দশকের নায়িকা রেখা, শ্রীদেবী থেকে শুরু করে বর্তমান প্রজন্মের বেশিরভাগ নায়িকারাই নাকি সৌন্দর্যের খাতিরে প্লাস্টিক সার্জারি (Plastic Surgery) করিয়েছেন বলে শোনা যায়। আসলে নায়িকাদের পুরনো এবং নতুন ছবি পাশাপাশি রাখলেই পার্থক্যটা চোখে ধরা পড়ে।

অবশ্য এই প্লাস্টিক সার্জারি করানোর চল শুধুমাত্র এখন নায়িকাদের মধ্যে সীমাবদ্ধ নেই। বলিউডের আইটেম গার্লরাও ইন্ডাস্ট্রিতে প্রবেশের আগেই সেই পথে পা বাড়াচ্ছেন। এমনই একজন সুন্দরী হলেন নোরা ফাতেহি (Nora Fatehi)। বলিউডের এই আইটেম গার্লের বেলি ড্যান্সে পাগল গোটা বিশ্ব। সেই সঙ্গে তার সৌন্দর্য পুরুষদের মুগ্ধ করে। কিন্তু সেই সৌন্দর্য নাকি কৃত্রিম উপায়ে বাগিয়েছেন নোরা।

NORA FATEHI

নোরা ফাতেহি বহু আইটেম ড্যান্সে কোমর দুলিয়েছেন। ‘এক থা টাইগার’ ছবির মাশাল্লাহ গান তাকে বিখ্যাত করে তোলে। তার একটি পুরনো নাচের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে তার চেহারা দেখে বর্তমান চেহারার সঙ্গে মিল পাচ্ছেন না ভক্তরা। ‌ তাই শুরু হয়ে গিয়েছে ট্রোলিং।

নেটিজেনদের দাবি দুই জায়গাতে নোরাকে একেবারেই দুই রকম দেখাচ্ছে। তার দুই চেহারার মধ্যে নাকি বিস্তর অমিল রয়েছে। সোশ্যাল মিডিয়াতে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। কেউ লিখছেন পুরনো ভিডিওটি আসলে নোরার কুড়ি বছর বয়সের সময়কালের। আবার কেউ বলছেন এটা নোরা হতেই পারেন না।

NORA FATEHI OLD PHOTO

কেউ কেউ আবার সরাসরি প্লাস্টিক সার্জারির কথা উল্লেখ করে বলছেন নোরার সার্জেন একটা দারুন কাজ করেছেন। অবশ্য সকলেই নোরা ফাতেহির বর্তমান রূপের প্রশংসায় পঞ্চমুখ। তবে এই ভাইরাল ভিডিওটি ঠিক কোন সময়ের সেটা জানা যায়নি। আসলে বর্তমানে বলিউডে প্লাস্টিক সার্জারি করানোর চল জলভাতে পরিণত হয়েছে।

NORA FATEHI

আরও পড়ুন : রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী! জুহি চাওলার মেয়ের আসল পরিচয় জানলে অবাক হবেন

বলিউডের একাধিক নায়িকা তাদের নাক, চোখ, মুখ, ঠোঁটের গড়ন পাল্টাতে চেহারার উপরে ছুড়ি চালিয়েছেন। নোরাও তার ব্যতিক্রম অবশ্য নন। নোরার পাশাপাশি অনুষ্কা শর্মা, মৌনি রায়, উর্বশী রাউতেলা থেকে শুরু করে ঐশ্বর্য রাই বচ্চনকে পর্যন্ত সার্জারি করানো নিয়ে সোশ্যাল মিডিয়াতে খোঁচা শুনতে হয় হামেশা।

আরও পড়ুন : ‘ঐশ্বর্য যখন স্নান করেন…’, রাই সুন্দরীকে নিয়ে রণবীরের মন্তব্যে ক্ষোভে ফুঁসছে বচ্চন পরিবার