‘ব্রহ্মাস্ত্র’র পর এবার ‘লাইগার’ বয়কটের ডাক, ১০০০ কোটি জলে গেল করণ জোহরের

সময়টা বলিউডের (Bollywood) জন্য একেবারেই ভাল নয়। করোনার কারণে এমনিতেই বিপর্যস্ত হয়ে পড়েছিল বিনোদনের দুনিয়া। আর এখন তো বলিউড তারকাদের কিছু বিতর্কিত মন্তব্য এবং আচরণের কারণে গোটা বলিউডকেই বয়কটের দাবিতে সোচ্চার দেশবাসী। তুলনায় দক্ষিণের সিনেমাগুলো বেশ ভাল ফলাফল করছে। তাই দক্ষিণী নায়ককে নিয়েই নতুন সিনেমা বানাতে গিয়েছিলেন করণ জোহার (Karan Johar)।

বলিউডের এই পরিচালক তথা প্রযোজক করণ জোহারের প্রতিও বীতশ্রদ্ধ দর্শকরা। তার বিরুদ্ধে রয়েছে নেপোটিজমকে ইন্ধন যোগানোর অভিযোগ। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ হিসেবে অনেকে তাকেই দায়ী করেন। করণ জোহরের সমস্ত ছবি বয়কটের ডাক দিয়েছেন দর্শকরা। ব্রহ্মাস্ত্রের পর এবার বিজয় দেবরকোন্ডাকে (Vijay Deverakonda) নিয়ে তার বানানো নতুন ছবি ‘লাইগার’ও (Liger) বয়কটের মুখে পড়তে চলেছে।

করণ জোহরের ধর্মা প্রোডাকশনের যত ছবি আগামী দিনে মুক্তি পাবে সব ছবিকেই বয়কট করার কথা বলছেন দর্শকরা। রণবীর কাপুর এবং আলিয়া ভাটের ব্রহ্মাস্ত্র, বিজয় দেবরকোন্ডা এবং অনন্যা পান্ডের ‘লাইগার’ এখন দর্শকদের পরবর্তী টার্গেট। এই ছবির হাত ধরেই বলিউডে কেরিয়ারের সূচনা করেন দক্ষিণী তারকা বিজয়।

শুধু হিন্দি নয়, সাউথ সুপারস্টারের এই ছবি অন্যান্য ভাষাতেও মুক্তি পাবে। ছবি ট্রেলার থেকে শুরু করে গানগুলিও দর্শকদের ভাল লাগে। তবুও বয়কটের ডাক দেখা দিল সোশ্যাল মিডিয়ায়। তারা সাফ বলছেন, শুধু প্রযোজকের নাম যেহেতু করণ জোহর, তাই তারা ছবিটি দেখবেন না। সোশ্যাল মিডিয়াতে এখন ট্রেন্ড হচ্ছে # বয়কট লাইগার মুভি।

 

এই বিষয়ে বিজয়ের প্রতি অভিমান ভরে ভক্তরা নানা কথাই লিখছেন। বিজয়কে উদ্দেশ্য করে কেউ লিখছেন, “আমি এই সিনেমা বয়কট করব। করণ জোহার কিংবা বলিউডের কারও সঙ্গে কাজ করা উচিত হয়নি তোমার”। কেউ আবার লিখছেন, “প্রিয় বিজয়, তুমি জানো না, দর্শকরা কেন সিনেমা করে। কারণ বলিউড সবসময় আমাদের সংস্কৃতির অপমান করে। বলিউড অভিনেতারা সবসময় এমন মন্তব্য করেন যা মানুষের ভাবাবেগে আঘাত করে। একজন মানুষ কিন্তু দর্শকদের জন্যই তারকা হয়।”

উল্লেখ্য, এই বয়কটের ট্রেন্ড সম্পর্কে সাংবাদিকদের কাছে মুখ খুলেছিলেন বিজয়। ‘লাল সিং চাড্ডা’ বয়কট প্রসঙ্গে তিনি বলেন বয়কটের এই সংস্কৃতি তারকাদের প্রভাবিত করছে এমনটা নয়, ছবিতে আরও ২০০-৩০০ জন অভিনেতা এবং অভিনেত্রী থাকেন। একটি ছবি থাকে কমপক্ষে ২০০০ থেকে ৩০০০ মানুষের সংসার চলে। ছবি বয়কট করলে তাদের জীবনে প্রভাব পড়ে।