রানু মন্ডলের মতই হাল হবে! বাদাম কাকুর ‘বাড়াবাড়ি’তে চরম অসন্তুষ্ট নেটিজেনরা

বীরভূমের বাদাম বিক্রেতা ফেরিওয়ালা আজ সোশ্যাল মিডিয়া মারফত পৌঁছে গিয়েছেন বিশ্বের কোনায় কোনায়। সকলেই তাকে ভালবাসছেন। তার ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গানের কদর করছেন। নেটিজেনদের থেকে এত ভালোবাসা পেয়ে রাতারাতি ভাগ্য বদলে গিয়েছে বাদাম কাকুর (Badam Kaku)। ফেসবুক এবং ইউটিউব মারফত ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) আজ সেলিব্রিটি। ঠিক যেমনটা হয়েছিল রানাঘাটের রানু মন্ডলের (Ranu Mondal) সঙ্গে। তাই আজ এত মাতামাতি হলেও যে ভবিষ্যতে ভুবন বাদ্যকরের অবস্থা রানু মন্ডলের মতই হবে, সেই নিয়ে নিশ্চিত নেটিজেনদের একাংশ।

রানাঘাটের রানু মন্ডল ছিলেন একজন ভিক্ষাজীবি। দিন আনা দিন খাওয়া মানুষটির গান শুনে নেটিজেনরা তাকে অনেক উচ্চ আসনে বসিয়েছিল। লতাকন্ঠী রানু মন্ডল নেটিজেনদের সুনজরে এসে রাতারাতি পৌঁছে গিয়েছিলেন বলিউডে। হিমেশ রেশমিয়া সঙ্গে গানের রেকর্ডিংয়ের পাশাপাশি মুম্বাইয়ের বিভিন্ন মঞ্চে গান গেয়েছিলেন। রাতারাতি বদলে গিয়েছিল তার ভাগ্য। তবে সেই নেটিজেনরাই এক সময় প্রায় ভুলতে বসলেন রানু মন্ডলকে। তাই তাকে ফের ফিরে আসতে হল তার পুরনো ভাঙ্গা বাড়িতেই। বাদাম কাকুর সঙ্গেও তেমনই কিছু হওয়ার ইঙ্গিত পাচ্ছেন নেটিজেনরা।

Kancha Badam Shoe Viral on Social Media

রাতারাতি সেলিব্রিটি হয়ে বাদামের ব্যবসা ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন ভুবন বাদ্যকর। তার বক্তব্য অনুসারে এখন বাদাম বিক্রি করতে বেরোলেও কেউ তার থেকে বাদাম কিনতে চায় না। তার কাছে শুধুই গান শুনতে চায়। এতে তার ব্যবসার লোকসান হচ্ছে। তাই তিনি ‘সেলিব্রিটি’ হয়ে এখন গান নিয়েই নতুন পথে চলতে চান। একটি গানের দলের সঙ্গে যুক্ত হয়েছেন। কলকাতার একটি সম্ভ্রান্ত হোটেলেও গান গেয়েছেন। তবে নেটিজেনদের কটাক্ষ, এই সুখ বেশিদিন সইবে না ‘বাদাম কাকু’র কপালে!

সামাজিক মাধ্যমে ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকরের এত বেশি ‘বাড়বাড়ন্ত’ দেখে ‘তিতিবিরক্ত’ হয়ে পড়ছেন নেটিজেনরা। সামাজিক মাধ্যমে তাদের ক্ষোভ বেশ ধরা পড়ছে। নামিদামি শিল্পীদের গান বাদ দিয়ে বাঙালি এখন মজে আছে ‘কাঁচা বাদাম’ গানে। ‘কাঁচা বাদাম’ অনুরাগীদের রুচি নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনদের একাংশ। বিশেষত কলকাতার ‘সামপ্লেস এলস’ এর মত সম্ভ্রান্ত এলিট পাবে ‘বাদাম কাকু’কে গান গাইতে শুনেও ক্ষুব্ধ নেটিজেনরা।

বিক্ষুব্ধ নেটিজেনরা এক বাক্যে বলছেন খুব শিগগিরই রানু মন্ডলের মত অবস্থা হবে ভুবন বাদ্যকরের! তাদের মতে, সোশ্যাল মিডিয়া বড় অদ্ভুত জায়গা। এখানে কোনও মানুষকে রাতারাতি সেলিব্রিটি বানিয়ে দেওয়া হয়। আবার তাকে মাথা থেকে ঝেড়ে ফেলতেও সময় নেন না নেটিজেনরা।