পরকীয়া, গাঁজাখুরি গল্প লিখে সেরা বঙ্গ নারী সম্মান পেলেন লীনা গাঙ্গুলি, ফুঁসছে নেট পাড়া

বাংলা টেলিভিশনের (Bengali Telivision) অন্যতম সেরা চিত্রনাট্যকার লীনা গাঙ্গুলি (Leena Ganguly)। একসময় তার মস্তিষ্কপ্রসূত গল্পের উপর ভর করে ঘুরে দাঁড়িয়েছে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রি। তার লেখা গল্পের উপর ভিত্তি করে বহু সুপারহিট বাংলা ধারাবাহিক (Bengali Mega Serial) এসেছে টেলিভিশনের পর্দায়। সেই ধারাবাহিকগুলোর গল্প এবং চরিত্ররা যেন আজও দর্শকদের চোখের সামনে ভাসে। কিন্তু দর্শকদের একাংশের মনে ধারণা হয়েছে লীনা গাঙ্গুলির ধারাবাহিক মানেই পরকীয়ায় উস্কানি এবং মহিলাদের অসম্মান করা হয়!

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়াতে বারবার লীনা গাঙ্গুলির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন দর্শকরা। সম্প্রতি আবারও লীনা গাঙ্গুলির বিরুদ্ধে ক্ষোভ বর্ষণ চলছে সোশ্যাল মিডিয়াতে। নেটিজেনদের অভিযোগে বিষয়বস্তু হল লীনা গাঙ্গুলির বঙ্গনারী পুরস্কার (Best Bengali Woman Award) পাওয়া। একটি বেসরকারি সংস্থার তরফ থেকে সেরা বঙ্গনারীর পুরস্কার পেয়েছেন তিনি। তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে বিরূপ প্রতিক্রিয়া দিচ্ছেন নেটিজেনরা।

LEENA GANGULY

গল্পের লেখিকা হিসেবে সেরা বঙ্গনারীর পুরস্কার উঠেছে লীনা গঙ্গোপাধ্যায়ের ঝুলিতে। দর্শকদের একাংশের দাবি, ‘‘লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিকে সবসময় কুটকাচালি, পরকীয়া, দু-তিনটে বিয়ে দেখানো হয়। সে ক্ষেত্রে তিনি বঙ্গ নারীর সম্মান পাওয়ার যোগ্য নন।’’ এমনই কড়া ভাষায় প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনদের একাংশ। কারও দাবি, “লেখিকাকে সুস্থ গল্প লেখার জন্য অনুরোধ করা হলেও তিনি তা করেন না।”

লেখিকা পুরস্কার পাওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে এমনই সব মন্তব্য লক্ষ্য করে যাচ্ছে। এর আগেও তার বিরুদ্ধে ‘গাঁজাখুরি গল্প’ লেখার অভিযোগ উঠেছে বহুবার। মহিলা কমিশনের চেয়ারপার্সন হওয়া সত্ত্বেও তার লেখা গল্পের মধ্যে সবসময় পরকীয়া, নায়ক-নায়িকার একাধিকবার বিয়ে, কুটকাচালিই কেন দেখানো হয়? বারবার উঠেছে এই প্রশ্ন।COMMENT

যদিও লেখিকা অবশ্য প্রত্যেকবারের মতো এবারেও এই বিষয়টিকে বিশেষ পাত্তা দিতে নারাজ। তার মতে, তার ধারাবাহিকের দর্শকরা সোশ্যাল মিডিয়াতে থাকেন না। তিনি তার টেলিভিশনের দর্শকদের কথা মাথায় রেখেই গল্প ভাবেন, সেই অনুযায়ী চিত্রনাট্য লেখেন। বছরের পর বছর টপার হয়েছে তার ধারাবাহিক। এখন আর এই বিষয়গুলো তাকে তেমন নাড়া দেয় না।