How To Get Rid Of Insects : নানা কারণে ঘর বাড়িতে পোকামাকড়ের উপদ্রব হয়। একবার কোন পোকা ঘরে বসবাস শুরু করলে তা আর সহজে যেতে চায় না। বিশেষ করে মশা, তেলাপোকা, ছারপোকা ইত্যাদি। আর বেশীরভাগ বাড়িতেই তো একেবারে ঘাঁটি গেড়ে বসে আছে প্রচুর পরিমাণে ইঁদুর এবং টিকটিকি। কিছু উপায় আছে যার মাধ্যমে খুব সহজে এদের দূর করা সম্ভব। চলুন জেনে নিই উপায় গুলো কী কী (How we can remove insects from home)।
স্যাভলন বা ডেটল জল স্প্রে : বাড়ি থেকে চিরতরে পোকামাকড় দূর করতে স্যাভলন বা ডেটল জল ব্যাবহার করতে পারেন। একটি স্প্রে বোতলের মধ্যে একটু গরম জলের সঙ্গে স্যাভলন বা ডেটল জল মিশিয়ে সারা ঘরে স্প্রে করে দিলেই দুর হয়ে যাবে পোকামাকড়। এছাড়াও জলের সঙ্গে ডেটল মিশিয়ে রোজ ঘর মুছলেও প্রতিকার পাবেন।
শসার পেস্ট : শসা এক্ষেত্রে খুব ভালো কাজ দেই। এর জন্য বেশ কয়েকটা শসা পেস্ট করে নিতে হবে। তারপর বাড়ির যেখানে যেখানে পোকার উপদ্রব বেশি সেখানে সেখানে এই পেস্ট লাগিয়ে রাখুন দেখবেন সব পোকা বাড়ি থেকে ভ্যানিশ হয়ে যাবে।
গ্লু স্ট্রিপের ব্যবহার : এই পোকার সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য গ্লু স্ট্রিপ ব্যবহার করতে পারেন। রান্নাঘরের বেসিন, থেকে আলমারির পিছনে সব জায়গায় যদি এই গ্লু স্ট্রিপ লাগিয়ে রেখে দেন দেখবেন অনেক পোকামাকড় ওই স্ট্রিপে আটকে পড়বে।
বোরিক অ্যাসিড : বোরিক অ্যাসিড পোকামাকড় দের যম। তাই আপনিও এই সব পোকা মাকড় দুর করতে এই বোরিক অ্যাসিড ব্যাবহার করুন। এই অ্যাসিড ঘরের আনাচে কানাচে ছড়িয়ে রাখুন দেখবেন বাড়ি থেকে সব পতঙ্গ দুর হয়ে যাবে।
কপূর : কর্পূর ব্যবহার মশা, মাছি তাড়ানোর সবচেয়ে সহজ ও সাধারণ উপায়। কয়েক টুকরা কর্পূর আধা কাপ জলে ভিজিয়ে ঘরের এক কোণে রেখে দিলে মশা-মাছির উপদ্রব অনেক কমে যায়। এছাড়া এক কাপ নারিকেল তেল নিয়ে তার সাথে কর্পূরের গুঁড়ো মিশিয়ে ঘরের বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিন।
আরও পড়ুন : ২ মিনিটে সাফ হবে গ্যাস ওভেন বার্নার, করুন শুধু এই একটি ছোট্ট কাজ
আরও পড়ুন : ২ মিনিটে পরিষ্কার করে নিন ময়লা এঁটো বাসন, করুন শুধু ছোট্ট এই কাজ
পরিষ্কার পরিচ্ছন্ন : সব কিছুর পাশাপাশি বাড়ি ঘর পরিষ্কার রাখতে হবে। কারণ বাড়ি ঘর পরিষ্কার রাখলে এসব কীট পতঙ্গ বাড়ি থেকে দুর থাকে। যত বাড়ি অপরিচ্ছন্ন রাখবেন বাড়িতে তত এই সব পোকার উৎপাত বাড়বে।
আরও পড়ুন : ২ মিনিটে পরিষ্কার হয়ে যাবে কাঁসা-পিতলের জেদি দাগ, মেনে চলুন এই ৫টি টোটকা