‘ব্রহ্মাস্ত্র’কে ব্লকবাস্টার হতে আটকাতে পারবে না কেউ, বিশেষ ব্যবস্থা নিল বলিউড

গত প্রায় দুই বছর পর ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) ছবির হাত ধরে বলিউড আবার ঘুরে দাঁড়াচ্ছে। ৯ ই সেপ্টেম্বর ছবিটি মুক্তি পায় বড়পর্দায়। প্রথম তিনদিনেই নাকি ২০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে এই ছবি। ছবিতে শুধু রণবীর-আলিয়া নন, অন্যান্য চরিত্রেও বাজিমাত করেছেন শাহরুখ খান, নাগার্জুন, অমিতাভ বচ্চন, মৌনি রায়রাও।

বলিউড সূত্রে খবর, ছবিটি বানাতে নাকি ৪০০ কোটি টাকা খরচ হয়েছে। যদিও নিন্দুকদের দাবি টাকার অঙ্কটা ৬০০ কোটি ছাড়িয়ে গিয়েছে। এই সিনেমা যদি বক্স অফিসে ভাল ফলাফল করতে না পারে তাহলে সকলেরই ক্ষতি। এদিকে বলিউডে চলছে বয়কটের ট্রেন্ড। তার মাঝেও কিন্তু মাটি আঁকড়ে পড়ে রয়েছে ‘ব্রহ্মাস্ত্র’।

কিন্তু এর মাঝেও আবার আরেক সমস্যা দেখা দিয়েছিল ছবির সাফল্যের পথে। ছবি মুক্তির আগে ২ রা সেপ্টেম্বর মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফ থেকে ঘোষণা করা হয় যে ১৬ই সেপ্টেম্বর ‘জাতীয় সিনেমা দিবস’ উদযাপন করা হবে। ওইদিন সারাদেশে মাত্র ৭৫ টাকার বিনিময়ে সিনেমা দেখা যাবে। এটাই হল ওইদিনের মাহাত্ম্য।

এদিকে জাতীয় সিনেমা দিবসের জন্য ব্রহ্মাস্ত্রের ব্যবসা কিন্তু বেশ মার খাবে। কারণ অধিকাংশ দর্শকই জাতীয় সিনেমা দিবসের আশায় বসে রয়েছেন। পছন্দের সমস্ত সিনেমা তারা ওইদিনই কম টাকার বিনিময়ে দেখে নিতে চান। যদি এই মুহূর্তে জাতীয় সিনেমা দিবস পালিত হয় তাহলে ব্রহ্মাস্ত্রের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। অনেকেই ব্রহ্মাস্ত্রকে ওইদিনের জন্য তুলে রেখেছেন।

তবে যারা এমনটা করছেন তারা কিন্তু বেশ আশাহত হলেন। কারণ সম্প্রতি জাতীয় সিনেমা দিবসের দিনটা পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আগামী ১৬ই সেপ্টেম্বর নয়, জাতীয় সিনেমা দিবস পালন করা হবে কিছুদিন পর। অতএব ১৬ ই সেপ্টেম্বর বেশি টাকা দিয়েই টিকিট কেটে ব্রহ্মাস্ত্র দেখতে হবে। এই খবরে আশাহত দর্শকরা, তবে হাসি ফুটেছে ছবি নির্মাতাদের মুখে।

ব্রহ্মাস্ত্রর বক্স অফিস কালেকশনে যাতে কোনও প্রভাব না পড়ে তার জন্য জাতীয় সিনেমা দিবসের দিন পিছিয়ে দেওয়ার জন্য মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার কাছে আবেদন করা হয়েছিল। সেইমত ১৬ই সেপ্টেম্বরের বদলে ২৩ শে সেপ্টেম্বর জাতীয় সিনেমা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ কেবল ব্রহ্মাস্ত্রর জন্যই এক সপ্তাহ পিছিয়ে গেল দিনটা।