স্ত্রীকে খুশি করতে রোবট গিফট, বিশ্বের সবথেকে দামি রোবট কিনলেন মুকেশ আম্বানি

উন্নত প্রযুক্তির এই দুনিয়াতে মানুষের থেকেও বেশি কর্মক্ষম মানুষেরই হাতের সৃষ্টি রোবট (Robot)। দীর্ঘদিন ধরেই এই পৃথিবীতে রোবট নিয়ে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা চলছে। মহাকাশযান পরিচালনা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানান কাজকর্ম করানো, সবটাই সম্ভব রোবট ব্যবহার করে। এবার মুকেশ আম্বানিও (Mukesh Ambani) তার স্ত্রী নীতা আম্বানিকে (Nita Ambani) কিনে দিলেন একটা আস্ত রোবট।

গোটা বিশ্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের হলেন মুকেশ আম্বানি। তাই পরিবারের কোনও শখ মেটানো তার বাম হাতের খেলা। নীতা আম্বানির শখ হয়েছে, তাই প্রচুর টাকা খরচ করে বিশ্বের সবথেকে দামি রোবটটাই স্ত্রীকে কিনে দিলেন মুকেশ আম্বানি। এই খবর নিয়ে তোলপাড় চলছে গোটা দেশে। সাধারণ মানুষ এই রোবটের দাম এবং তার কর্মক্ষমতা জেনেই সব থেকে বেশি অবাক হয়েছেন।

এই রোবটের বিশেষত্ব হল এই যে মানুষের চিন্তার উপর ভিত্তি করে সে সমস্ত কাজকর্ম করে দিতে পারবে। অর্থাৎ নীতা আম্বানি তার প্রয়োজনে যখন যেমন ইচ্ছা রোবটের ব্যবহার করতে পারবেন। কথায় বলে শখের দাম লাখ টাকা, তবে নীতা আম্বানির এই শখের মূল্য সাধারণের কল্পনার বাইরে। উন্নত প্রযুক্তির বৈশিষ্ট্য সম্পন্ন এই রোবটের দাম জেনে বিষম খাচ্ছেন অনেকেই।

এই ধরনের একটি রোবটের দাম ৩ বিলিয়নেরও বেশি। এই রোবট কেবল ধনকুবেরদের ঘরেই শোভা পায়। সাধারণ থেকে উচ্চবিত্তরাও সাধারণত এমন দামি রোবটের ধারেকাছেও ঘেষতে চাইবেন না। ৩,৬৯৭,৬৬৪,৬০০.০০ টাকা থেকে শুরু করে ৯,৪১২,৪৩৬,৬০০.০০ টাকা পর্যন্ত দাম হতে পারে এমন এক একটি রোবটের। এমন একটি দামী রোবট কোন কাজে ব্যবহার করতে চান নীতা আম্বানি?

শোনা যাচ্ছে নীতা আম্বানি রোবটটিকে কিনেছেন যাতে তিনি তার ঘরের সমস্ত কাজ রোবটটিকে দিয়েই করাতে পারেন। এমনিতে আম্বানি পরিবারে চাকর-বাকরের অভাব নেই। শোনা যায় আম্বানি হাউস ‘আন্টিলিয়া’তে নাকি ভৃত্যের সংখ্যা হাজারেরও বেশি। তবুও নীতা আম্বানি তার একান্ত ব্যক্তিগত ক্ষেত্রে বাড়ির কাজ করানোর জন্যেই এত দামি একটি রোবট ঘরে তুলেছেন।

মুকেশ আম্বানি প্রতি সেকেন্ডে কোটি কোটি টাকা রোজগার করেন। তাই তার স্ত্রী ও পরিবার যে রাজার হালেই থাকবেন তাতে আর আশ্চর্য কী আছে? শোনা যায় নীতা আম্বানির সকালের এক কাপ চায়ের দামই ৩ লক্ষ টাকা! তিনি প্রতিদিন যে জল পান করেন সেটাও আসে একটা বিদেশি জলের ব্র্যান্ড থেকে, যে জল পৃথিবীর সবথেকে দামি জল বলেই জানা যায়।