শুভশ্রী-ঋতুপর্ণাদের দিন শেষ, টলিউড কাঁপাতে বাংলায় আসছেন এই বলিউড অভিনেত্রী

বলিউড ছেড়ে টলিউড কাঁপাতে আসছেন এই অভিনেত্রী, দর্শকদের জন্য রইল চমক

Mouni Roy Is Going To Debut In Tollywood With Ankush Hazra

মাঝে কিছুদিন বক্স অফিসের ব্যবসা মন্দা চললেও বর্তমানে টলিউড আবার ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। টলিউডে (Tollywood) এখন নতুন ধারার ছবি তৈরি হচ্ছে। বলিউড কিংবা দক্ষিণকে টেক্কা দেওয়ার মত না হলেও নতুন ধরনের এই বাংলা ছবিগুলো বাঙালিদের মধ্যে বেশ ভালই সমাদর পাচ্ছে। বাংলা ছবির এই সুদিন দেখে এবার বলিউড থেকে বাংলায় পা রাখতে চলেছেন প্রখ্যাত এক বলিউড অভিনেত্রী।

ডিসেম্বর মাসে এই কলকাতায় পা রাখছেন বলিউডের সুন্দরী অভিনেত্রী মৌনি রায় (Mouni Roy)। হিন্দি টেলিভিশনের ‘নাগিন’ সিরিজের পর অক্ষয় কুমারের ‘গোল্ড’ ছবির হাত ধরে বলিউডের পর্দায় পা রাখেন মৌনি। কিছুদিন আগেই ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে খলনায়িকা চরিত্রে তিনি কাঁপিয়ে দিয়েছেন বলিউড। বলিউডের এই অভিনেত্রী এবার কলকাতায় পা রাখছেন তার নতুন প্রজেক্ট সম্পূর্ণ করার জন্য।

অঙ্কুশ হাজরার ‘মির্জা’ ছবির পোস্টার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই নতুন ছবিতেই নাকি টলিউডে ডেবিউ করবেন মৌনী। উল্লেখ্য, মৌনী কিন্তু এই বাংলারই মেয়ে। তবে বাংলার পরিবর্তে তিনি তার কেরিয়ার গড়েছেন বলিউডে। অঙ্কুশের আসন্ন এই ছবিতে থাকবেন মৌনী রায়। এই ছবির একটি বিশেষ গানে বিশেষ অংশ হিসেবে থাকতে দেখা যাবে তাকে। ইন্ডাস্ট্রিতে এমনই গুঞ্জন শুরু হয়েছে।

এর আগে বাংলার নাচের শো ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন মৌনী। সেখানে বিচারকদের সঙ্গে তার একটি দুর্দান্ত নাচের পারফরমেন্স দর্শকদের মন জয় করে নেয়। এবার অনস্ক্রিন নাকি অঙ্কুশ হাজরার সঙ্গে রোমান্স করবেন মৌনী। এই বিষয়ে এখনও অফিসিয়ালি কোনও কিছুই জানানো হয়নি। তবে মৌনী কিন্তু একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন বাংলাতে কাজ করার সুযোগ পেলে তিনি খুশিই হবেন।

তবে মৌনী ছবিতে অভিনয় করুন বা না করুন, বাংলার দর্শকরা কিন্তু খুব তাড়াতাড়িই তাকে আলাদাভাবে পেতে চলেছেন। আগামী জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে ডান্স বাংলা ডান্সের নতুন সিজন। এই সিজনে মিঠুন চক্রবর্তীর পাশাপাশি মৌনী রায়ের উপস্থিতিও নজর কাড়বে বলে জানা গিয়েছে। এই খবর নিশ্চিত করেছেন মৌনী নিজেই। বর্তমানে আসন্ন এই রিয়ালিটি শোয়ের জন্য অডিশন পর্ব চলছে জোরকদমে।

সম্প্রতি ‘মির্জা’ সিনেমার পোস্টারের পাশাপাশি এই ছবির খলনায়কের পরিচয়ও ফাঁস হয়েছে। ছবিতে অঙ্কুশের বিপরীতে খলনায়ক হিসেবে উপস্থিত থাকবেন দিব্যেন্দু ভট্টাচার্য। এ পর্যন্ত তাকে বড় পর্দায় অভিনয় করতে দেখা যায়নি। তবে তিনি একাধিক ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ছবির নায়ক, খলনায়ক এবং একটি বিশেষ চরিত্রে মৌনীর কাস্টিং জানা গিয়েছে। তবে নায়িকার পরিচয় এখনও জানানো হয়নি।