বউকে খোরপোষ দিতে গিয়ে ফকির যেসব সেলিব্রিটিরা, টাকার অঙ্ক চোখ কপালে তুলবে

বলিউডে (Bollywood) ‘বিবাহ’ (Marriage) কথাটির সঙ্গেই যেন সমোচ্চারিত হয় ‘বিচ্ছেদ’ (Divorce) কথাটি। বলিউডের একাধিক সেলিব্রিটি রয়েছেন যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও সম্পর্কটা ঠিক ‘ওয়ার্ক’ না করাতে কিছু সময় পরেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে বসেন। কোনও কোনও ক্ষেত্রে ২-৩ বছর সংসার করার পর, কিছু ক্ষেত্রে তো আবার ১৪-১৫ বছর সংসার করার পরেও বিবাহ বন্ধন থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন সেলিব্রিটিরা। এই যেমন আমির-কিরণ জুটির কথাই ধরে নিন।

   

অবশ্য আমির-কিরণ ছাড়াও ইতিপূর্বে বলিউডে বহুবার সংসার ভেঙেছে। তবে সংসার ভাঙ্গার মাশুল হিসেবে বেশ মোটা অংকের টাকাই কিন্তু পকেট থেকে খরচ করতে হয়েছে সেলিব্রিটিদের। জীবনসঙ্গিনীদের ভরণপোষণ বাবদ এককালীন মোটা অংকের টাকা দেওয়া ছাড়াও অনেককেই আবার প্রাক্তন স্ত্রীর জন্য মাসে মাসে মাসোহারার বন্দোবস্তও করতে হয়েছে। আসুন, আজ বরং জেনে নেওয়া যাক বিবাহ বিচ্ছেদের দরুণ বলিউড সেলেবদের কত অংকের মাশুল গুনতে হয়।

আমির খান এবং রিনা দত্ত : আমির খানের (Aamir Khan) প্রথম স্ত্রী যে রিনা দত্ত (Reena Dutt), সে কথা বর্তমানে কম বেশী সকলেরই জানা। রিনার সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটিয়েই কিরণের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন আমির। খুব ছোট বয়সে প্রেম, তারপর বিবাহ এবং সবশেষে ১৪ বছরের দাম্পত্য সম্পর্কের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। রিনার সঙ্গে দাম্পত্য সম্পর্ক থেকে অব্যাহতি পেতে আমির খানকে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছিল।

Aamir Khan Reena Dutta

আমির খান এবং কিরণ রাও : এই মুহূর্তে বলিউড উত্তাল হয়ে রয়েছে এই সেলিব্রিটি জুটির সম্পর্ক ভাঙ্গনের খবরকে কেন্দ্র করে। ১৫ বছর সংসার করার পর তারা সিদ্ধান্ত নেন যে এবার থেকে তারা আর স্বামী-স্ত্রী হিসেবে থাকবেন না। তারা তাদের সন্তানের বাবা-মা হয়ে থাকবেন, পরিবারের সদস্য হিসেবে থাকবেন। তবে তাদের মধ্যে দাম্পত্য সম্পর্ক থাকবে না। এই সিদ্ধান্ত ফলপ্রসূ করতে আমির কিরণকে (Kiran Rao) কত অর্থ দিচ্ছেন, তা অবশ্য এখন জানা যায়নি।

Aamir Khan and Kiran Rao

আরবাজ খান এবং মালাইকা আরোরা : আরবাজ (Arbaaz Khan) এবং মালাইকা (Malaika Arora), বলিউডের সবথেকে হট দম্পতি হিসেবে পরিচিতি পেয়েছিলেন। তবে তাদের সম্পর্কের উষ্ণতা দীর্ঘস্থায়ী হলো না। উভয়ের এক পুত্র সন্তানও রয়েছে। তবে তাতেও তাদের সম্পর্কের বাঁধন মজবুত হয়নি। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের সময় মালাইকা ১০-১৫ কোটি টাকা নিয়েছিলেন বলে জানা গিয়েছে।

Arbaz Khan and Malaika Arora Khan

সাইফ আলি খান এবং অমৃতা সিং : পতৌদি নবাব বংশেও ভেঙেছে সংসার। সাইফ আলি খান (Saif Ali Khan) তার প্রথমা স্ত্রী অমৃতা সিংয়ের (Amrita Singh) থেকে বিচ্ছেদ নিয়েছেন বেশ কয়েক বছর আগেই। পুত্র ইব্রাহিম এবং কন্যা সারাকে নিয়ে আলাদা হয়ে যান অমৃতা। শোনা যায় বিচ্ছেদের সময় সাইফের থেকে ৫ কোটি টাকা নিয়েছিলেন অমৃতা। তবে পরে অবশ্য সাইফ জানিয়েছিলেন যে তিনি সম্পূর্ণ টাকাটা অমৃতাকে একবারে দিয়ে দেননি। তার বদলে ইব্রাহিমের দেখাশোনার জন্য মাসে মাসে অমৃতাকে টাকা দেন সাইফ।

Saif Ali Khan and Amrita Singh
Saif Ali Khan and Amrita Singh

সঞ্জয় দত্ত এবং রিয়া পিল্লাই : সঞ্জয় দত্তের (Sanjay Dutt) সঙ্গে দীর্ঘদিনের প্রেম সম্পর্কে আবদ্ধ ছিলেন রিয়া (Rhea Pillai)। এরপর তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে বিয়ের কিছুদিন পরেই অবশ্য তারা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। রিয়ার সঙ্গে বিচ্ছেদের সময় সঞ্জয় দত্ত স্ত্রীকে একটি বিলাসবহুল ফ্ল্যাট এবং গাড়ি দিয়েছিলেন। পাশাপাশি দীর্ঘদিন যাবৎ রিয়ার ভরণ-পোষণের দায়িত্ব ছিল তার কাঁধে।

Sanjay Dutt's second wife Rhea Pillai

আদিত্য চোপড়া এবং পায়েল : যশ চোপড়ার পুত্র আদিত্য চোপড়া (Aditya Chopra) বর্তমানে রানী মুখার্জির সঙ্গে সম্পর্কে আবদ্ধ। তবে রানীর আগে পায়েলের (Payal Khanna) সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন আদিত্য। তাদের বিয়েও হয়েছিল। তবে পায়েলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ থাকা কালীনই রানীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন আদিত্য। রানীকে বিয়ে করার জন্য পায়েলের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। যার দরুন পায়েলকে ৫০ কোটি টাকা দিয়েছিলেন আদিত্য।

Hrithik Roshan and Sussanne Khan

হৃত্বিক রোশন এবং সুজেন খান : প্রথম ছবি হিট হওয়ার পরেই নিজের বহুদিনের বান্ধবী সুজেনকে (Sussanne Khan) বিয়ে করে নেন হৃত্বিক (Hrithik Roshan)। পরবর্তী দিনে তাদের দুই পুত্র সন্তানের জন্ম হয়। তবে দু’জনের মধ্যে সম্পর্কের অবনমন শেষমেষ বিবাহবিচ্ছেদের পর্যায়ে পৌঁছে যায়। হৃত্বিককে ডিভোর্স দেন সুজেন। শোনা যায়, বিবাহ-বিচ্ছেদের দরুন হৃত্বিকের থেকে ৩৮০ কোটি টাকা ক্ষতিপূরণ নিয়েছিলেন সুজেন।